ETV Bharat / state

জঞ্জাল সমস্যায় জেরবার 150 বছরের পুরাতন মালদা পৌরসভা, জেলা প্রশাসনের কাছে জমির আর্জি - জঞ্জাল সমস্যা

Old Malda Municipality: জঞ্জাল সমস্যায় জেরবার 150 বছরেরও বেশি প্রাচীন পুরাতন মালদা পৌরসভা ৷ সমস্যা সমাধানে জেলা প্রশাসনের কাছে জমির আর্জি জানিয়েছে পৌর কর্তৃপক্ষ ৷

Old Malda Municipality
পুরাতন মালদা পৌরসভা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 7:08 PM IST

মালদা, 17 নভেম্বর: বয়স 150 বছরেরও বেশি ৷ অথচ এখনও জঞ্জাল অপসারণের পরিকাঠামো তৈরি করতে পারেনি পুরাতন মালদা পৌরসভা ৷ স্থায়ী ভাগাড় না থাকায় শহর জুড়ে জমছে জঞ্জাল ৷ সে সব ফেলা হচ্ছে জাতীয় সড়কের ধারে কিংবা কোনও খাস জায়গায় ৷ এতে এলাকায় দূষণ বাড়ছে ৷ পরিস্থিতি জটিল দেখে এগিয়ে এসেছিল জেলা প্রশাসন ৷ স্থায়ী ভাগাড় তৈরির জন্য প্রশাসনের তরফে পৌর কর্তৃপক্ষকে এক বিঘা সরকারি খাস জমিও দেওয়া হয় ৷ তাতেও পুরনো ছবির কোনও বদল হয়নি ৷ পৌর কর্তৃপক্ষের বক্তব্য, মাত্র এক বিঘা জমিতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পরিকাঠামো নির্মাণ সম্ভব নয় ৷ প্রয়োজন আরও জমির ৷ আরও তিন বিঘা জমি চেয়ে তারা জেলা প্রশাসনকে ফের চিঠি দিয়েছে ৷ এ দিকে, এই জটে প্রাণান্তকর অবস্থা শহরবাসীর ৷ কবে এই সমস্যা থেকে তাঁরা মুক্তি পাবেন, কেউ জানে না ৷

পুরাতন মালদা পৌরসভায় মোট ওয়ার্ড রয়েছে 20টি ৷ জনসংখ্যা প্রায় এক লাখ ৷ প্রতিদিন সকালে বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করেন সাফাইকর্মীরা ৷ কিন্তু সেই আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনও জায়গা নেই ৷ এর আগে জঞ্জাল ফেলতে গিয়ে বিভিন্ন জায়গায় মানুষের তাড়া খেতে হয়েছে পৌরকর্মীদের ৷ দীর্ঘদিন ধরেই সমস্যার স্থায়ী সমাধান করার চেষ্টার কথা বলছে পৌর কর্তৃপক্ষ ৷ ভাগাড় নির্মাণের জন্য তারা নাকি বিভিন্ন জায়গায় জমিও দেখেছে ৷ কিন্তু সেই চেষ্টা এখনও পর্যন্ত বাস্তব রূপ পায়নি ৷ অবশেষে গত অগস্টে জেলা প্রশাসন সুজাপুরের রাঙামাটি এলাকায় এক বিঘা সরকারি খাস জমি পৌর কর্তৃপক্ষকে হস্তান্তর করে ৷ সেখানে স্থায়ী ভাগাড় নির্মাণের কথা বলা হয় ৷

পৌরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম বলছেন, “স্থায়ী ভাগাড় এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পরিকাঠামো নির্মাণের জন্য আমরা বেশ কয়েকবার স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির (সুডা) সঙ্গে আলোচনা করেছি ৷ সুডার হস্তক্ষেপেই জেলা প্রশাসন আমাদের ভাগাড় ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পরিকাঠামো নির্মাণ করতে সুজাপুর মৌজার রাঙামাটি এলাকায় এক বিঘা জমি দিয়েছে ৷ কিন্তু এত কম জমিতে ওই দুই পরিকাঠামো নির্মাণ সম্ভব নয় ৷ ওখানে মোট চার বিঘা খাস জমি রয়েছে ৷ বাকি তিন বিঘা জমির জন্য আমরা জেলা প্রশাসনকে চিঠি দিয়েছি ৷ ওই জমি পাওয়া গেলেই পুরাতন মালদা পৌর এলাকায় জঞ্জাল সমস্যা আর থাকবে না ৷”

Old Malda Municipality
পুরাতন মালদা পৌরসভা

পৌরসভা সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে এই শহরে প্রতিদিন গড়ে 17 ট্র্যাক্টর আবর্জনা সংগ্রহ করা হয় ৷ ভাগাড় না থাকায় সেই আবর্জনা নিচু কিংবা খাস জমি, জাতীয় সড়কের ধারে ফেলা হচ্ছে ৷ এতে এলাকায় দূষণও ছড়াচ্ছে ৷ খয়রাতি পাড়ার এক বাসিন্দা ওমর শেখ জানাচ্ছেন, “ফেলার জায়গা না থাকায় প্রতিদিন অনেক বেলা পর্যন্ত আবর্জনা এলাকাতেই পড়ে থাকছে ৷ মাঝেমধ্যে কয়েকদিন পরপর জঞ্জাল সাফাই করা হচ্ছে ৷ এতে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে ৷ দূষণের সঙ্গে মানুষের অসুস্থ হওয়ার সম্ভাবনাও বাড়ছে ৷ মানুষের সমস্যা সমাধানে পৌরসভাকে সঠিক পরিমাণে জমি দেওয়ার জন্য প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি ৷”

আরও পড়ুন:

  1. বিরলতম ! গর্ভেই মৃত প্রথম ভ্রূণ, 125 দিন পর দ্বিতীয় শিশুর জন্ম বর্ধমান মেডিক্যালে
  2. মালদা মেডিক্যালের সাত তলার শৌচালয়ে আটকে রোগী, বাঁচতে ভাঙলেন জানালার কাচ

মালদা, 17 নভেম্বর: বয়স 150 বছরেরও বেশি ৷ অথচ এখনও জঞ্জাল অপসারণের পরিকাঠামো তৈরি করতে পারেনি পুরাতন মালদা পৌরসভা ৷ স্থায়ী ভাগাড় না থাকায় শহর জুড়ে জমছে জঞ্জাল ৷ সে সব ফেলা হচ্ছে জাতীয় সড়কের ধারে কিংবা কোনও খাস জায়গায় ৷ এতে এলাকায় দূষণ বাড়ছে ৷ পরিস্থিতি জটিল দেখে এগিয়ে এসেছিল জেলা প্রশাসন ৷ স্থায়ী ভাগাড় তৈরির জন্য প্রশাসনের তরফে পৌর কর্তৃপক্ষকে এক বিঘা সরকারি খাস জমিও দেওয়া হয় ৷ তাতেও পুরনো ছবির কোনও বদল হয়নি ৷ পৌর কর্তৃপক্ষের বক্তব্য, মাত্র এক বিঘা জমিতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পরিকাঠামো নির্মাণ সম্ভব নয় ৷ প্রয়োজন আরও জমির ৷ আরও তিন বিঘা জমি চেয়ে তারা জেলা প্রশাসনকে ফের চিঠি দিয়েছে ৷ এ দিকে, এই জটে প্রাণান্তকর অবস্থা শহরবাসীর ৷ কবে এই সমস্যা থেকে তাঁরা মুক্তি পাবেন, কেউ জানে না ৷

পুরাতন মালদা পৌরসভায় মোট ওয়ার্ড রয়েছে 20টি ৷ জনসংখ্যা প্রায় এক লাখ ৷ প্রতিদিন সকালে বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করেন সাফাইকর্মীরা ৷ কিন্তু সেই আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনও জায়গা নেই ৷ এর আগে জঞ্জাল ফেলতে গিয়ে বিভিন্ন জায়গায় মানুষের তাড়া খেতে হয়েছে পৌরকর্মীদের ৷ দীর্ঘদিন ধরেই সমস্যার স্থায়ী সমাধান করার চেষ্টার কথা বলছে পৌর কর্তৃপক্ষ ৷ ভাগাড় নির্মাণের জন্য তারা নাকি বিভিন্ন জায়গায় জমিও দেখেছে ৷ কিন্তু সেই চেষ্টা এখনও পর্যন্ত বাস্তব রূপ পায়নি ৷ অবশেষে গত অগস্টে জেলা প্রশাসন সুজাপুরের রাঙামাটি এলাকায় এক বিঘা সরকারি খাস জমি পৌর কর্তৃপক্ষকে হস্তান্তর করে ৷ সেখানে স্থায়ী ভাগাড় নির্মাণের কথা বলা হয় ৷

পৌরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম বলছেন, “স্থায়ী ভাগাড় এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পরিকাঠামো নির্মাণের জন্য আমরা বেশ কয়েকবার স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির (সুডা) সঙ্গে আলোচনা করেছি ৷ সুডার হস্তক্ষেপেই জেলা প্রশাসন আমাদের ভাগাড় ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পরিকাঠামো নির্মাণ করতে সুজাপুর মৌজার রাঙামাটি এলাকায় এক বিঘা জমি দিয়েছে ৷ কিন্তু এত কম জমিতে ওই দুই পরিকাঠামো নির্মাণ সম্ভব নয় ৷ ওখানে মোট চার বিঘা খাস জমি রয়েছে ৷ বাকি তিন বিঘা জমির জন্য আমরা জেলা প্রশাসনকে চিঠি দিয়েছি ৷ ওই জমি পাওয়া গেলেই পুরাতন মালদা পৌর এলাকায় জঞ্জাল সমস্যা আর থাকবে না ৷”

Old Malda Municipality
পুরাতন মালদা পৌরসভা

পৌরসভা সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে এই শহরে প্রতিদিন গড়ে 17 ট্র্যাক্টর আবর্জনা সংগ্রহ করা হয় ৷ ভাগাড় না থাকায় সেই আবর্জনা নিচু কিংবা খাস জমি, জাতীয় সড়কের ধারে ফেলা হচ্ছে ৷ এতে এলাকায় দূষণও ছড়াচ্ছে ৷ খয়রাতি পাড়ার এক বাসিন্দা ওমর শেখ জানাচ্ছেন, “ফেলার জায়গা না থাকায় প্রতিদিন অনেক বেলা পর্যন্ত আবর্জনা এলাকাতেই পড়ে থাকছে ৷ মাঝেমধ্যে কয়েকদিন পরপর জঞ্জাল সাফাই করা হচ্ছে ৷ এতে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে ৷ দূষণের সঙ্গে মানুষের অসুস্থ হওয়ার সম্ভাবনাও বাড়ছে ৷ মানুষের সমস্যা সমাধানে পৌরসভাকে সঠিক পরিমাণে জমি দেওয়ার জন্য প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি ৷”

আরও পড়ুন:

  1. বিরলতম ! গর্ভেই মৃত প্রথম ভ্রূণ, 125 দিন পর দ্বিতীয় শিশুর জন্ম বর্ধমান মেডিক্যালে
  2. মালদা মেডিক্যালের সাত তলার শৌচালয়ে আটকে রোগী, বাঁচতে ভাঙলেন জানালার কাচ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.