ETV Bharat / state

আর বিনামূল্যে নয়, এবার সরকারি হাসপাতালেও পরিষেবা পেতে গুণতে হবে কড়ি ! - Free Treatment

Free Treatment will Stop for Other States in West Bengal: বাইরের রাজ্য থেকে এসে আর বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে না ৷ খুব শীঘ্রই এমনই নির্দেশিকা আনছে রাজ্য সরকার ৷ আজ এমনটাই জানিয়েছেন রাজ্যের শিশু ও নারী সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 6:59 PM IST

রাজ্যের সরকারি হাসপাতালে আর বিনামূল্যের ভিনরাজ্যের রোগীদের পরিষেবা নয় ৷

মালদা, 29 ডিসেম্বর: আর বিনামূল্যে নয়, এবার ফেলো কড়ি মাখো তেল ৷ ভিনরাজ্যের রোগীদের এবার থেকে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে টাকার বিনিময়ে স্বাস্থ্য পরিষেবা নিতে হবে ৷ তবে, শুধুমাত্র আশঙ্কাজনক রোগীরাই এ রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়ার সুযোগ পাবেন ৷ আর সাধারণ চিকিৎসার ক্ষেত্রে রোগীদের নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালেই ভরতি হতে হবে ৷ আর এ সংক্রান্ত নির্দেশিকা কয়েকদিনের মধ্যে রাজ্য সরকারের তরফে প্রকাশ করা হবে ৷

শুক্রবার মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এসে এ কথা জানালেন রাজ্যের শিশু ও নারী সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী ৷ এ দিন মালদা মেডিক্যালের মাতৃ মা বিভাগ ঘুরে দেখেন কমিশনের চেয়ারপার্সন ৷ যান সিক নিউবর্ন কেয়ার ইউনিটেও ৷ কথা বলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগী ও তাঁদের পরিবার পরিজনের সঙ্গেও ৷

সংবাদমাধ্যমকে অনন্যা বলেন, “মুখ্যমন্ত্রী সম্প্রতি একটি নির্দেশ দিয়েছেন ৷ অন্যান্য রাজ্য থেকে যাঁরা পশ্চিমবঙ্গে চিকিৎসা করাতে আসছেন, তাঁদের এবার থেকে এ রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবা নিতে গেলে টাকা দিতে হবে ৷ তবে, তাঁদের অবশ্যই এখানে চিকিৎসা করা হবে ৷ শুধুমাত্র এ রাজ্যের বাসিন্দাদেরই বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেবে সরকার ৷ এই ব্যবস্থা চালু না করা হলে, রাজ্যবাসী তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ৷ আমাদের যদি 100 টাকা বাজেট থাকে, বর্তমান ব্যবস্থায় তার 40 টাকা বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার বাসিন্দাদের চিকিৎসার জন্য খরচ হয়ে যাচ্ছে ৷ এতে আমাদের রাজ্যের বাসিন্দারা সঠিক স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না ৷”

তবে, জরুরি ক্ষেত্রে বা গুরুতর অবস্থায় কোনও রোগীকে ফিরিয়ে দেওয়া হবে না ৷ তিনি বলেন, “ভিনরাজ্যের ইমারজেন্সি রোগীদের অবশ্যই রাজ্যের সরকারি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ারে চিকিৎসা করা হবে ৷ কিন্তু, সাধারণ রোগীদের বেসরকারি হাসপাতাল কিংবা নার্সিংহোমে চিকিৎসা করাতে হবে ৷ তাঁরা নিজেদের রাজ্যেও চিকিৎসা করাতে পারেন ৷ তাঁদের রাজ্য তো চিকিৎসা পরিষেবায় অনেক উন্নত বলা হয় ৷ তবে, তাঁরা এ রাজ্যে চিকিৎসা করাতে আসছেন কেন ?”

অনন্যা জানান, “এ রাজ্যের বাজেটের একটা বড় অংশ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবায় ধরা হয়েছে ৷ সেটা শুধুমাত্র আমাদের রাজ্যের বাসিন্দাদের জন্য ৷ রাজ্যের নতুন এই নির্দেশিকা এখনও প্রকাশিত হয়নি ৷ খুব দ্রুত তা প্রকাশিত হবে ৷ তবে, পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য পরিষেবা নিতে ভিনরাজ্যের রোগীদের খুব বেশি টাকা খরচ করতে হবে না ৷ খুব সামান্যই তাঁদের টাকা খরচ হবে ৷ কীভাবে সেই টাকা নেওয়া হবে ? সেটাও সংশ্লিষ্ট দফতর ঠিক করে দেবে ৷”

উল্লেখ্য, মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রতিদিনই ভিনরাজ্যের প্রচুর মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নিতে আসেন ৷ তাঁরা মূলত বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ এতে মালদা মেডিক্যালে রোগীর চাপও বাড়ে ৷ রাজ্য সরকার নয়া এই নির্দেশিকা লাগু করলে ওই দুই রাজ্যের রোগীদের ভিড় অনেকটাই কমবে বলে মনে করছেন মালদা মেডিক্যালের চিকিৎসকদের একাংশ ৷ তাঁরা মনে করছেন, এতে তাঁদেরও ভালো হবে ৷ আরও ভালোভাবে রোগীদের পরিষেবা দিতে পারবেন চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা ৷

আরও পড়ুন:

  1. দেশের মধ্যে প্রথম রাজস্থান বিধানসভায় পাশ হল স্বাস্থ্য অধিকার বিল
  2. চাকরি ছেড়ে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা! সুন্দরবনের গরিব মানুষের 'মসিহা' চিকিৎসক ফারুক হোসেন
  3. রাত পর্যন্ত খোলা চেম্বার, দুস্থদের পাশে চুঁচুড়ার ডাক্তারবাবু

রাজ্যের সরকারি হাসপাতালে আর বিনামূল্যের ভিনরাজ্যের রোগীদের পরিষেবা নয় ৷

মালদা, 29 ডিসেম্বর: আর বিনামূল্যে নয়, এবার ফেলো কড়ি মাখো তেল ৷ ভিনরাজ্যের রোগীদের এবার থেকে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে টাকার বিনিময়ে স্বাস্থ্য পরিষেবা নিতে হবে ৷ তবে, শুধুমাত্র আশঙ্কাজনক রোগীরাই এ রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়ার সুযোগ পাবেন ৷ আর সাধারণ চিকিৎসার ক্ষেত্রে রোগীদের নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালেই ভরতি হতে হবে ৷ আর এ সংক্রান্ত নির্দেশিকা কয়েকদিনের মধ্যে রাজ্য সরকারের তরফে প্রকাশ করা হবে ৷

শুক্রবার মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এসে এ কথা জানালেন রাজ্যের শিশু ও নারী সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী ৷ এ দিন মালদা মেডিক্যালের মাতৃ মা বিভাগ ঘুরে দেখেন কমিশনের চেয়ারপার্সন ৷ যান সিক নিউবর্ন কেয়ার ইউনিটেও ৷ কথা বলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগী ও তাঁদের পরিবার পরিজনের সঙ্গেও ৷

সংবাদমাধ্যমকে অনন্যা বলেন, “মুখ্যমন্ত্রী সম্প্রতি একটি নির্দেশ দিয়েছেন ৷ অন্যান্য রাজ্য থেকে যাঁরা পশ্চিমবঙ্গে চিকিৎসা করাতে আসছেন, তাঁদের এবার থেকে এ রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবা নিতে গেলে টাকা দিতে হবে ৷ তবে, তাঁদের অবশ্যই এখানে চিকিৎসা করা হবে ৷ শুধুমাত্র এ রাজ্যের বাসিন্দাদেরই বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেবে সরকার ৷ এই ব্যবস্থা চালু না করা হলে, রাজ্যবাসী তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ৷ আমাদের যদি 100 টাকা বাজেট থাকে, বর্তমান ব্যবস্থায় তার 40 টাকা বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার বাসিন্দাদের চিকিৎসার জন্য খরচ হয়ে যাচ্ছে ৷ এতে আমাদের রাজ্যের বাসিন্দারা সঠিক স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না ৷”

তবে, জরুরি ক্ষেত্রে বা গুরুতর অবস্থায় কোনও রোগীকে ফিরিয়ে দেওয়া হবে না ৷ তিনি বলেন, “ভিনরাজ্যের ইমারজেন্সি রোগীদের অবশ্যই রাজ্যের সরকারি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ারে চিকিৎসা করা হবে ৷ কিন্তু, সাধারণ রোগীদের বেসরকারি হাসপাতাল কিংবা নার্সিংহোমে চিকিৎসা করাতে হবে ৷ তাঁরা নিজেদের রাজ্যেও চিকিৎসা করাতে পারেন ৷ তাঁদের রাজ্য তো চিকিৎসা পরিষেবায় অনেক উন্নত বলা হয় ৷ তবে, তাঁরা এ রাজ্যে চিকিৎসা করাতে আসছেন কেন ?”

অনন্যা জানান, “এ রাজ্যের বাজেটের একটা বড় অংশ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবায় ধরা হয়েছে ৷ সেটা শুধুমাত্র আমাদের রাজ্যের বাসিন্দাদের জন্য ৷ রাজ্যের নতুন এই নির্দেশিকা এখনও প্রকাশিত হয়নি ৷ খুব দ্রুত তা প্রকাশিত হবে ৷ তবে, পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য পরিষেবা নিতে ভিনরাজ্যের রোগীদের খুব বেশি টাকা খরচ করতে হবে না ৷ খুব সামান্যই তাঁদের টাকা খরচ হবে ৷ কীভাবে সেই টাকা নেওয়া হবে ? সেটাও সংশ্লিষ্ট দফতর ঠিক করে দেবে ৷”

উল্লেখ্য, মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রতিদিনই ভিনরাজ্যের প্রচুর মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নিতে আসেন ৷ তাঁরা মূলত বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ এতে মালদা মেডিক্যালে রোগীর চাপও বাড়ে ৷ রাজ্য সরকার নয়া এই নির্দেশিকা লাগু করলে ওই দুই রাজ্যের রোগীদের ভিড় অনেকটাই কমবে বলে মনে করছেন মালদা মেডিক্যালের চিকিৎসকদের একাংশ ৷ তাঁরা মনে করছেন, এতে তাঁদেরও ভালো হবে ৷ আরও ভালোভাবে রোগীদের পরিষেবা দিতে পারবেন চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা ৷

আরও পড়ুন:

  1. দেশের মধ্যে প্রথম রাজস্থান বিধানসভায় পাশ হল স্বাস্থ্য অধিকার বিল
  2. চাকরি ছেড়ে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা! সুন্দরবনের গরিব মানুষের 'মসিহা' চিকিৎসক ফারুক হোসেন
  3. রাত পর্যন্ত খোলা চেম্বার, দুস্থদের পাশে চুঁচুড়ার ডাক্তারবাবু
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.