ETV Bharat / state

Fake job consultancy : চাকরি প্রতারণা চক্রের হদিশ মালদায়, গ্রেফতার 5 - Malda crime news

চাকরির প্রলোভন দিয়ে টাকা হাতানোর অভিযোগ । মালদার হবিবপুর এলাকা থেকে গ্রেফতার পাঁচ অভিযুক্ত ।

মালদার চাকরি প্রতারণা চক্র
মালদার চাকরি প্রতারণা চক্র
author img

By

Published : Aug 11, 2021, 9:56 AM IST

মালদা, 11 অগস্ট : চাকরি দেওয়ার নামে যুবক-যুবতিদের থেকে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগ উঠেছে মালদায় । রীতিমতো অফিস খুলে চলছিল এই জালিয়াতি চক্র । মঙ্গলবার দুপুরে হবিবপুর থানার বুলবুলচণ্ডী এলাকায় থাকা এমনই এক সংস্থার অফিসে হানা দিয়ে পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ । ওই সংস্থার অফিস থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র, একাধিক কম্পিউটার । জেলায় আরও এমন সংস্থা গজিয়ে উঠেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ প্রশাসন ।

দিনের পর দিন বেকারত্বের সংখ্যা বাড়ার সুযোগকে কাজে লাগিয়ে গজিয়ে উঠেছে প্রতারণা চক্র । বেকার যুবক-যুবতিদের চাকরি পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা হাতাচ্ছে কিছু অসাধু ব্যক্তি । তেমনই এক সংস্থার হদিস মিলল মালদায় । পুলিশের কাছে খবর ছিল, হবিবপুরের বুলবুলচণ্ডী এলাকায় একটি সংস্থা এভাবেই বেকারদের সঙ্গে প্রতারণা করে চলেছে । সেই খবর পেয়ে পুলিশের তরফে বেশ কিছুদিন ওই অফিসে নজরদারি চালানো হচ্ছিল ।

শেষে গতকাল দুপুরে ওই সংস্থার অফিসে হানা দেন হবিবপুর থানার পুলিশকর্মীরা । তল্লাশি চালিয়ে জালিয়াতির বেশ কিছু নথিপত্র হাতে আসে পুলিশের । বাজেয়াপ্ত করা হয় দফতরের সমস্ত কম্পিউটার । অফিসে থাকা পাঁচজনকে গ্রেফতার করেন তদন্তকারী আধিকারিকরা । সূত্র মারফত জানা গিয়েছে, তাদের জেরা করে এই চক্রে যুক্ত একজনকে মঙ্গলবার বিকেলে গাজোল থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “চাকরি দেওয়ার নামে যুবক-যুবতিদের থেকে টাকা হাতানোর অভিযোগ ছিল একটি সংস্থার বিরুদ্ধে । কয়েকজন লোক সেই শর্তে রাজি হয়েছিলেন । পরে তাঁরা ওই সংস্থার অফিসে ঝামেলা করেন । সেই অভিযোগের তথ্য যাচাই করে ওই অফিসে হানা দেওয়া হয় । এই ঘটনায় শুভঙ্কর সিনহা নামে আরও এক ব্যক্তির নাম উঠে এসেছে । প্রাথমিক তদন্তে মনে হচ্ছে যুবক সমাজকে প্রলোভন দেখিয়ে টাকা হাতানোর উদ্দেশ্যে এই সংস্থা খোলা হয়েছিল । এধরণের আরও অফিস মালদাতে আছে বলেও আমরা তথ্য পেয়েছি । ওই সংস্থার অফিসে বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে । কিছু যুবক-যুবতিদের থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছিল । ঘটনার পুরো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।”

মালদা, 11 অগস্ট : চাকরি দেওয়ার নামে যুবক-যুবতিদের থেকে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগ উঠেছে মালদায় । রীতিমতো অফিস খুলে চলছিল এই জালিয়াতি চক্র । মঙ্গলবার দুপুরে হবিবপুর থানার বুলবুলচণ্ডী এলাকায় থাকা এমনই এক সংস্থার অফিসে হানা দিয়ে পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ । ওই সংস্থার অফিস থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র, একাধিক কম্পিউটার । জেলায় আরও এমন সংস্থা গজিয়ে উঠেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ প্রশাসন ।

দিনের পর দিন বেকারত্বের সংখ্যা বাড়ার সুযোগকে কাজে লাগিয়ে গজিয়ে উঠেছে প্রতারণা চক্র । বেকার যুবক-যুবতিদের চাকরি পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা হাতাচ্ছে কিছু অসাধু ব্যক্তি । তেমনই এক সংস্থার হদিস মিলল মালদায় । পুলিশের কাছে খবর ছিল, হবিবপুরের বুলবুলচণ্ডী এলাকায় একটি সংস্থা এভাবেই বেকারদের সঙ্গে প্রতারণা করে চলেছে । সেই খবর পেয়ে পুলিশের তরফে বেশ কিছুদিন ওই অফিসে নজরদারি চালানো হচ্ছিল ।

শেষে গতকাল দুপুরে ওই সংস্থার অফিসে হানা দেন হবিবপুর থানার পুলিশকর্মীরা । তল্লাশি চালিয়ে জালিয়াতির বেশ কিছু নথিপত্র হাতে আসে পুলিশের । বাজেয়াপ্ত করা হয় দফতরের সমস্ত কম্পিউটার । অফিসে থাকা পাঁচজনকে গ্রেফতার করেন তদন্তকারী আধিকারিকরা । সূত্র মারফত জানা গিয়েছে, তাদের জেরা করে এই চক্রে যুক্ত একজনকে মঙ্গলবার বিকেলে গাজোল থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “চাকরি দেওয়ার নামে যুবক-যুবতিদের থেকে টাকা হাতানোর অভিযোগ ছিল একটি সংস্থার বিরুদ্ধে । কয়েকজন লোক সেই শর্তে রাজি হয়েছিলেন । পরে তাঁরা ওই সংস্থার অফিসে ঝামেলা করেন । সেই অভিযোগের তথ্য যাচাই করে ওই অফিসে হানা দেওয়া হয় । এই ঘটনায় শুভঙ্কর সিনহা নামে আরও এক ব্যক্তির নাম উঠে এসেছে । প্রাথমিক তদন্তে মনে হচ্ছে যুবক সমাজকে প্রলোভন দেখিয়ে টাকা হাতানোর উদ্দেশ্যে এই সংস্থা খোলা হয়েছিল । এধরণের আরও অফিস মালদাতে আছে বলেও আমরা তথ্য পেয়েছি । ওই সংস্থার অফিসে বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে । কিছু যুবক-যুবতিদের থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছিল । ঘটনার পুরো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.