ETV Bharat / state

তদন্তে গাফিলতির অভিযোগ, ইংরেজবাজার থানার ICসহ ক্লোজ়ড 4 অফিসার - ক্লোজ করা হল ইংরেজবাজার থানার চার পুলিশ অফিসারকে

পুলিশ সুপার অলোক রাজোরিয়া ফোনে বলেন, "তদন্তে গাফিলতির অভিযোগে ইংরেজবাজার থানার IC এবং আরও তিন অফিসারকে ক্লোজ় করা হয়েছে ৷ তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়ে গিয়েছে ৷ তদন্ত চলাকালীন তাঁরা সাসপেন্ড থাকবেন ৷ ইতিমধ্যে থানার দায়িত্বে এক অফিসারকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে৷" ইংরেজবাজার থানার ক্রাইম মনিটারিং সেলের দায়িত্বপ্রাপ্ত অফিসার ত্রিগুণা রায় আজ রাতেই নিজের দায়িত্ব গ্রহণ করেছেন ৷

english
english
author img

By

Published : Mar 7, 2020, 10:53 PM IST

Updated : Mar 7, 2020, 11:01 PM IST

মালদা, 7 মার্চ : ক্লোজ় করা হল ইংরেজবাজার থানার IC অমলেন্দু বিশ্বাসসহ চার পুলিশ অফিসারকে ৷ আজ রাতে মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়ার নির্দেশে তাঁদের ক্লোজ় করা হয় ৷ তাঁদের বিরুদ্ধে তদন্তের গাফিলতির অভিযোগ রয়েছে । একসঙ্গে চার অফিসার ক্লোজ়িংয়ের সিদ্ধান্তে শোরগোল পড়ে গেছে জেলার পুলিশ মহলে ৷ ইতিমধ্যে অস্থায়ীভাবে থানার দায়িত্ব নিয়েছেন নতুন IC ৷

পুলিশ সুপার ফোনে বলেন, "তদন্তে গাফিলতির অভিযোগে ইংরেজবাজার থানার IC এবং আরও তিন অফিসারকে ক্লোজ় করা হয়েছে ৷ তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ৷ তদন্ত চলাকালীন তাঁরা সাসপেন্ড থাকবেন ৷ ইতিমধ্যে থানার দায়িত্বে এক অফিসারকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে৷" ইংরেজবাজার থানার ক্রাইম মনিটারিং সেলের দায়িত্বপ্রাপ্ত অফিসার ত্রিগুণা রায় আজ রাতেই নিজের দায়িত্ব গ্রহণ করেছেন ৷

ভিডিয়োয় দেখুন...

কয়েকদিন আগেই ইংরেজবাজার থানার IC-র দায়িত্ব নেন অমলেন্দু বিশ্বাস ৷ দায়িত্ব নেওয়ার পর তিনি স্থানীয় ধানতলা যুবতি হত্যাকাণ্ডের সমাধান করেন ৷ কিন্তু এরপরেই একশ্রেণির অসাধু পুলিশ অফিসারের সঙ্গে তাঁর সংশ্রব বাড়ে বলে অভিযোগ ওঠে ৷ পুলিশ সূত্রে খবর, মাস দু'য়েক আগে কমলাবাড়ি মোড় এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের বাইপাসে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় ৷ ওই বাংলাদেশির সঙ্গে নাকি বেশ কিছু অবৈধ জিনিসপত্র ছিল ৷ কিন্তু তার সঙ্গে বিপুল টাকার রফা করে পুলিশ ৷ এরপরেই ওই মামলার প্রকৃত তদন্ত ধামাচাপা পড়ে ৷ ওই মামলার তদন্তকারী অফিসার ছিলেন থানার মেজোবাবু, SI সুবীর সরকার ৷ আজ অমলেন্দু বিশ্বাস ও সুবীর সরকারের সঙ্গে ক্লোজ় করা হয়েছে SI নরবু ডুকপা ও তনয় চক্রবর্তীকে ৷ এই দু’জনও ওই রফায় যুক্ত ছিলেন বলে থানার একাংশ অফিসার ইঙ্গিত দিয়েছেন ৷ পুলিশ সুপারের এই কড়া পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন তাঁরা ৷

মালদা, 7 মার্চ : ক্লোজ় করা হল ইংরেজবাজার থানার IC অমলেন্দু বিশ্বাসসহ চার পুলিশ অফিসারকে ৷ আজ রাতে মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়ার নির্দেশে তাঁদের ক্লোজ় করা হয় ৷ তাঁদের বিরুদ্ধে তদন্তের গাফিলতির অভিযোগ রয়েছে । একসঙ্গে চার অফিসার ক্লোজ়িংয়ের সিদ্ধান্তে শোরগোল পড়ে গেছে জেলার পুলিশ মহলে ৷ ইতিমধ্যে অস্থায়ীভাবে থানার দায়িত্ব নিয়েছেন নতুন IC ৷

পুলিশ সুপার ফোনে বলেন, "তদন্তে গাফিলতির অভিযোগে ইংরেজবাজার থানার IC এবং আরও তিন অফিসারকে ক্লোজ় করা হয়েছে ৷ তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ৷ তদন্ত চলাকালীন তাঁরা সাসপেন্ড থাকবেন ৷ ইতিমধ্যে থানার দায়িত্বে এক অফিসারকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে৷" ইংরেজবাজার থানার ক্রাইম মনিটারিং সেলের দায়িত্বপ্রাপ্ত অফিসার ত্রিগুণা রায় আজ রাতেই নিজের দায়িত্ব গ্রহণ করেছেন ৷

ভিডিয়োয় দেখুন...

কয়েকদিন আগেই ইংরেজবাজার থানার IC-র দায়িত্ব নেন অমলেন্দু বিশ্বাস ৷ দায়িত্ব নেওয়ার পর তিনি স্থানীয় ধানতলা যুবতি হত্যাকাণ্ডের সমাধান করেন ৷ কিন্তু এরপরেই একশ্রেণির অসাধু পুলিশ অফিসারের সঙ্গে তাঁর সংশ্রব বাড়ে বলে অভিযোগ ওঠে ৷ পুলিশ সূত্রে খবর, মাস দু'য়েক আগে কমলাবাড়ি মোড় এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের বাইপাসে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় ৷ ওই বাংলাদেশির সঙ্গে নাকি বেশ কিছু অবৈধ জিনিসপত্র ছিল ৷ কিন্তু তার সঙ্গে বিপুল টাকার রফা করে পুলিশ ৷ এরপরেই ওই মামলার প্রকৃত তদন্ত ধামাচাপা পড়ে ৷ ওই মামলার তদন্তকারী অফিসার ছিলেন থানার মেজোবাবু, SI সুবীর সরকার ৷ আজ অমলেন্দু বিশ্বাস ও সুবীর সরকারের সঙ্গে ক্লোজ় করা হয়েছে SI নরবু ডুকপা ও তনয় চক্রবর্তীকে ৷ এই দু’জনও ওই রফায় যুক্ত ছিলেন বলে থানার একাংশ অফিসার ইঙ্গিত দিয়েছেন ৷ পুলিশ সুপারের এই কড়া পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন তাঁরা ৷

Last Updated : Mar 7, 2020, 11:01 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.