মালদা, 25 সেপ্টেম্বর : বাংলাদেশে পাচার করার আগে প্রায় 7 কেজি সোনা উদ্ধার করল শুল্ক দফতরের ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স। গ্রেফতার করা হয়েছে ভিন জেলার পাঁচ সোনা পাচাকারীকে। ধৃতদের জেলা আদালতে তোলা হলে সবাইকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন মুখ্য দায়রা বিচারক।
শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুর থেকে বাংলাদেশে সোনা পাচার করার পরিকল্পনা ছিল এই পাঁচ অভিযুক্তের ৷ কিন্তু এই খবর আগেই পেয়ে যান ডিআরআই কাস্টমস আধিকারিকরা। সেইমতো জাল পাতেন তাঁরা। জালে ধরা পড়ে পাঁচ পাচারকারী। তাদের হেফাজত থেকে 6 কিলো 712 গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয়। যার বাজারমূল্য 3 কোটি 15 লাখ 66 হাজার 536 টাকা। গ্রেফতার করা হয় পাঁচজনকেই। ধৃতদের নাম অখিল মোড়াল, উত্তমকুমার দত্ত, আশিসকুমার দত্ত, দীপেশকুমার ঘোষ এবং অতুল দাস। প্রত্যেকে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। এদের মধ্যে একমাত্র অতুলের বাড়ি বালুরঘাটে। বাকি সবার বাড়ি ইন্দো-বাংলা সীমান্তের হিলিতে। ধৃতদের বিরুদ্ধে শুল্ক আইনের 135 (1)(b)(i)(A) ধারায় মামলা রুজু করা হয় ৷ শনিবারই তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।
আরও পড়ুন : ইসলামপুরে উদ্ধার 140 কেজি পদ্মার ইলিশ, গ্রেফতার 2 পাচারকারী
ডিআরআই কাস্টমসের আইনজীবী সুদীপ্ত গঙ্গোপাধ্যায় বলেন, "নিজস্ব সূত্রে খবরের ভিত্তিতে ডিআইআই কাস্টমস গতকাল মালদা থেকে 6 কেজি 712 গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে ৷ যার বাজারমূল্য প্রায় 3 কোটি 15 লাখ টাকা। পাঁচ ব্যক্তির হেফাজত থেকে এই সোনা বাজেয়াপ্ত করা হয়। তারা এই সোনা দক্ষিণ দিনাজপুর থেকে মালদা হয়ে বাংলাদেশে পাচার করছিল। ধৃতরা সবাই জেলার বালুরঘাট ও হিলির বাসিন্দা।" প্রত্যেকেই সোনা পাচারকারী। যথাযথ তদন্ত এবং ধৃতদের জবানবন্দির ভিত্তিতে এদিন তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। বিচারক সবার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদের জেরা করে আরও কিছু তথ্য পাওয়া গিয়েছে। যা তদন্তে কাজে লাগবে বলে জানা গিয়েছে ৷