ETV Bharat / state

Fire in Car at Malda : মালদার ১২ নম্বর জাতীয় সড়কে গাড়িতে আগুন, প্রাণে বাঁচল পরিবার - fire in car at maldha 12 natianal highway

শিশুকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে জাতীয় সড়কে গাড়িতে আগুন (Fire in Car at Maldha)। অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবার। ঘটনাটি ঘটেছে মালদা শহরের রথবাড়ি সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে।

car
car
author img

By

Published : Jan 30, 2022, 3:21 PM IST

Updated : Jan 30, 2022, 7:00 PM IST

মালদা, ৩০ জানুয়ারি: শিশুকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে গাড়িতে আগুন (Fire in Car at Maldha) । অল্পের জন্য প্রাণে বাঁচল পুরো পরিবার । ঘটনাটি ঘটেছে মালদা শহরের রথবাড়ি সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে । জানা গিয়েছে, রবিবার গাজোল থেকে বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে আসছিলেন অজয় দাস । রথবাড়ি এলাকায় আসতেই তিনি গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখেন । তড়িঘড়ি সকলকে গাড়ি থেকে নামিয়ে ইঞ্জিন কভার খোলার চেষ্টা করেন তিনি । এরই মধ্যে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন । দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।

আরও পড়ুন: Car Caught Fire : গোঘাটে চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য় প্রাণরক্ষা সওয়ারিদের

অজয়বাবু বলেন, “স্ত্রীকে নিয়ে বাচ্চাকে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম । রথবাড়ি এলাকায় আসতেই দেখি গাড়ি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে । গাড়ি দাঁড় করিয়ে ইঞ্জিন কভার খোলার চেষ্টা করলাম । কিন্তু খুলতে পারিনি । এরই মধ্যে পুরো গাড়িতে আগুন ধরে যায় । কীভাবে আগুন লাগল বুঝতে পারছি না । গাড়িতে আমরা চারজন ছিলাম । কোনও ক্ষতি হয়নি । তবে গাড়ি পুড়ে গিয়েছে ।”

মালদার ১২ নম্বর জাতীয় সড়কে গাড়িতে আগুন

দমকল আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল বলেন, “আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে দেখি গাড়িটি জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে । এই ঘটনায় কেউ জখম হননি । প্রাথমিকভাবে মনে হচ্ছে ব্যাটারির সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।”

মালদা, ৩০ জানুয়ারি: শিশুকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে গাড়িতে আগুন (Fire in Car at Maldha) । অল্পের জন্য প্রাণে বাঁচল পুরো পরিবার । ঘটনাটি ঘটেছে মালদা শহরের রথবাড়ি সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে । জানা গিয়েছে, রবিবার গাজোল থেকে বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে আসছিলেন অজয় দাস । রথবাড়ি এলাকায় আসতেই তিনি গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখেন । তড়িঘড়ি সকলকে গাড়ি থেকে নামিয়ে ইঞ্জিন কভার খোলার চেষ্টা করেন তিনি । এরই মধ্যে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন । দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।

আরও পড়ুন: Car Caught Fire : গোঘাটে চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য় প্রাণরক্ষা সওয়ারিদের

অজয়বাবু বলেন, “স্ত্রীকে নিয়ে বাচ্চাকে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম । রথবাড়ি এলাকায় আসতেই দেখি গাড়ি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে । গাড়ি দাঁড় করিয়ে ইঞ্জিন কভার খোলার চেষ্টা করলাম । কিন্তু খুলতে পারিনি । এরই মধ্যে পুরো গাড়িতে আগুন ধরে যায় । কীভাবে আগুন লাগল বুঝতে পারছি না । গাড়িতে আমরা চারজন ছিলাম । কোনও ক্ষতি হয়নি । তবে গাড়ি পুড়ে গিয়েছে ।”

মালদার ১২ নম্বর জাতীয় সড়কে গাড়িতে আগুন

দমকল আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল বলেন, “আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে দেখি গাড়িটি জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে । এই ঘটনায় কেউ জখম হননি । প্রাথমিকভাবে মনে হচ্ছে ব্যাটারির সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।”

Last Updated : Jan 30, 2022, 7:00 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.