ETV Bharat / state

Malda fire: মালদার ফলবাজারে বিধ্বংসী আগুন, কোটি টাকা ক্ষতির আশঙ্কা - কালিয়াচকের ফলবাজারে আগুন

ভোরের আগুনে পুড়ে ছাই কালিয়াচক ফল বাজারের একাংশ (Fire breaks out at Malda fruit market)। ক্ষতির অঙ্ক ছাড়াতে পারে কোটি টাকা ।

Malda news
মালদার ফলবাজারে বিধ্বংসী আগুন, কোটি টাকা ক্ষতির আশঙ্কা
author img

By

Published : Mar 9, 2022, 12:59 PM IST

মালদা, 9 মার্চ : ভোরের আগুনে পুড়ে ছাই হয়ে গেল মালদার কালিয়াচকের বিখ্যাত ফলবাজারের একাংশ (Fire breaks out at Malda fruit market) । বাজারের 25-26টি দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে । আংশিক ক্ষতি হয়েছে আরও অনেক দোকানের । ক্ষতির পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে । স্থানীয় মানুষজন ও দমকল বাহিনীর ঘণ্টা চারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । কীভাবে এই আগুন লাগল, তা নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ ও দমকল বিভাগ । যদিও স্থানীয়দের একাংশের ধারণা, এটা এলাকার নেশাগ্রস্ত যুবকদের কাজ । এই ঘটনার পর কালিয়াচকে দমকল কেন্দ্র স্থাপনের দাবি আরও জোরদার হয়েছে ।

মালদা জেলার সবচেয়ে বড় ফলের বাজার কালিয়াচকে । এলাকার প্রাণকেন্দ্র চৌরঙ্গি মোড়ের পাশেই রয়েছে ফলপট্টি । প্রতিদিন এই বাজারে কয়েক লাখ টাকার ব্যবসা হয় । জেলা তো বটেই, জেলার বাইরে থেকেও ক্রেতারা এই বাজারে আসেন । অনেক রাত পর্যন্ত বাজার খোলা থাকে । আজ ভোর তিনটে নাগাদ হঠাৎ বাজারের একাংশে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায় । দ্রুত ছুটে যান স্থানীয় লোকজন । কিন্তু আগুনের ভয়াবহতা দেখে তাঁরা কাছে যেতে পারেননি । খবর দেওয়া হয় ইংরেজবাজার দমকল কেন্দ্রে । প্রায় এক ঘণ্টা পর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় । সকাল সাতটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে । দেখা যায়, বাজারের 25-26টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে ।

আরও পড়ুন: Golf Green Fire : গল্ফগ্রিনের আবাসনে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী

এক ব্যবসায়ী আরিফ মহম্মদ জানান, “রাত সওয়া দুটো পর্যন্ত দোকানেই ছিলাম । দোকান বন্ধ করে বাড়ি ফিরতেই খবর পাই, বাজারে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দোকানে ছুটে আসি । কিন্তু কিছু বাঁচাতে পারলাম না । আড়াই লাখ টাকার মাল পুড়ে ছাই । এই দোকানের উপরেই আমার সব চলত ।”

আরেক ব্যবসায়ী নওশাদ শেখ বলেন, “রাত 12টার সময় দোকান থেকে বাড়ি ফিরেছিলাম । রাত তিনটে নাগাদ খবর পেলাম, দোকানের পিছন দিকে আগুন লেগেছে । শুনলাম, নেশাখোররা আগুন লাগিয়ে দিয়েছে । এই বাজারে সবই অস্থায়ী দোকান । তাই আগুন ভয়ঙ্কর রূপ নেয় । একাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায় । আমার অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে ।”

আরও পড়ুন : কাঁকসায় হার্ডওয়ারের গোডাউনে ভয়াবহ আগুন

ফল ব্যবসায়ী মজনু শেখ জানান, “এই দোকানের উপরেই আমার আর দুই কর্মীর সংসার চলত । আগুনের মধ্যে একটা মালও দোকান থেকে বের করে আনতে পারিনি । কী করে সংসার চলবে জানি না । সরকার আমাদের পাশে দাঁড়ালে ভালো হয় ।”

মালদা, 9 মার্চ : ভোরের আগুনে পুড়ে ছাই হয়ে গেল মালদার কালিয়াচকের বিখ্যাত ফলবাজারের একাংশ (Fire breaks out at Malda fruit market) । বাজারের 25-26টি দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে । আংশিক ক্ষতি হয়েছে আরও অনেক দোকানের । ক্ষতির পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে । স্থানীয় মানুষজন ও দমকল বাহিনীর ঘণ্টা চারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । কীভাবে এই আগুন লাগল, তা নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ ও দমকল বিভাগ । যদিও স্থানীয়দের একাংশের ধারণা, এটা এলাকার নেশাগ্রস্ত যুবকদের কাজ । এই ঘটনার পর কালিয়াচকে দমকল কেন্দ্র স্থাপনের দাবি আরও জোরদার হয়েছে ।

মালদা জেলার সবচেয়ে বড় ফলের বাজার কালিয়াচকে । এলাকার প্রাণকেন্দ্র চৌরঙ্গি মোড়ের পাশেই রয়েছে ফলপট্টি । প্রতিদিন এই বাজারে কয়েক লাখ টাকার ব্যবসা হয় । জেলা তো বটেই, জেলার বাইরে থেকেও ক্রেতারা এই বাজারে আসেন । অনেক রাত পর্যন্ত বাজার খোলা থাকে । আজ ভোর তিনটে নাগাদ হঠাৎ বাজারের একাংশে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায় । দ্রুত ছুটে যান স্থানীয় লোকজন । কিন্তু আগুনের ভয়াবহতা দেখে তাঁরা কাছে যেতে পারেননি । খবর দেওয়া হয় ইংরেজবাজার দমকল কেন্দ্রে । প্রায় এক ঘণ্টা পর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় । সকাল সাতটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে । দেখা যায়, বাজারের 25-26টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে ।

আরও পড়ুন: Golf Green Fire : গল্ফগ্রিনের আবাসনে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী

এক ব্যবসায়ী আরিফ মহম্মদ জানান, “রাত সওয়া দুটো পর্যন্ত দোকানেই ছিলাম । দোকান বন্ধ করে বাড়ি ফিরতেই খবর পাই, বাজারে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দোকানে ছুটে আসি । কিন্তু কিছু বাঁচাতে পারলাম না । আড়াই লাখ টাকার মাল পুড়ে ছাই । এই দোকানের উপরেই আমার সব চলত ।”

আরেক ব্যবসায়ী নওশাদ শেখ বলেন, “রাত 12টার সময় দোকান থেকে বাড়ি ফিরেছিলাম । রাত তিনটে নাগাদ খবর পেলাম, দোকানের পিছন দিকে আগুন লেগেছে । শুনলাম, নেশাখোররা আগুন লাগিয়ে দিয়েছে । এই বাজারে সবই অস্থায়ী দোকান । তাই আগুন ভয়ঙ্কর রূপ নেয় । একাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায় । আমার অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে ।”

আরও পড়ুন : কাঁকসায় হার্ডওয়ারের গোডাউনে ভয়াবহ আগুন

ফল ব্যবসায়ী মজনু শেখ জানান, “এই দোকানের উপরেই আমার আর দুই কর্মীর সংসার চলত । আগুনের মধ্যে একটা মালও দোকান থেকে বের করে আনতে পারিনি । কী করে সংসার চলবে জানি না । সরকার আমাদের পাশে দাঁড়ালে ভালো হয় ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.