ETV Bharat / state

Sajal Ghosh: মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য, বিজেপির রাজ্য নেতা সজল ঘোষের বিরুদ্ধে এফআইআর - বিজেপির রাজ্য নেতা সজল ঘোষের বিরুদ্ধে এফআইআর

কুরুচিকর মন্তব্যের খেসারত ৷ বিজেপি নেতা সজল ঘোষের (Sajal Ghosh)বিরুদ্ধে মালদার রতুয়া থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল ৷

Etv Bharat
বিজেপির রাজ্য নেতা সজল ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল
author img

By

Published : Nov 16, 2022, 4:30 PM IST

Updated : Nov 16, 2022, 4:51 PM IST

মালদা, 16 নভেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিজেপি নেতা তথা কলকাতা পৌরনিগমের কাউন্সিলর সজল ঘোষের বিরুদ্ধে বুধবার রতুয়া থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল(FIR Against BJP State Leader Sajal Ghosh due to Controversial Comments on CM) ৷ সজলবাবুর মন্তব্যের প্রতিবাদে এদিন মালদার রতুয়ায় একটি বিক্ষোভ মিছিলও করেন ঘাসফুলের নেতা-কর্মীরা ৷ তাতে সামিল হন তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি, রতুয়া 1 নম্বর ব্লক সভাপতি অজয়কুমার সিনহা-সহ আরও অনেকে ৷ তাঁরা সজলবাবুর কুশপুতুলও পোড়ান ৷

উল্লেখ্য, মঙ্গলবার রতুয়ার কাহালায় দলীয় কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুর্পনখার সঙ্গে তুলনা করেন সজল ঘোষ ৷ তৃণমূলের সঙ্গে পুলিশের একাংশকে কুকুরের সঙ্গে তুলনা করেন তিনি ৷ তাঁর নিশানা থেকে ছাড় পাননি ঘাসফুলের অনেক বড় নেতাও ৷ তাঁর এহেন মন্তব্য ঘিরে গতকাল সভায় উপস্থিত দলীয় নেতা-কর্মীদের একাংশের মধ্যেই গুঞ্জন শুরু হয়েছিল ৷ বুধবার এ নিয়ে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল ৷

আরও পড়ুন : 'ডেডলাইন ডিসেম্বর', শুভেন্দু-সুকান্তদের চাপে রাখতে সুর চড়ালেন অভিষেক

এই প্রসঙ্গে জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সি বলেন, "এটা বিজেপির সংস্কৃতি ৷ এটা অপদার্থ ও বর্বর প্রধানমন্ত্রীর দল ৷ প্রধানমন্ত্রী যেমন অকথ্য ভাষায় বক্তব্য রাখেন, তাঁর দলের নেতারাও সেই ভাষায় কথা বলেন ৷ সজল ঘোষ তাঁর মন্তব্যে মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন ৷ অবমাননা করেছেন ৷ আমরা এখনও সংযত আছি ৷ সজল ঘোষ যদি ক্ষমা না-চান, তাহলে আগামীতে রতুয়ায় বিজেপিকে একটি কর্মসূচিও করতে দেওয়া হবে না ৷ বিজেপি কর্মীরা কীভাবে রাস্তায় নামে, তা তৃণমূল কর্মীরা দেখবে ৷"

সজল ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পর রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি অজয়কুমার সিনহা বলেন, "গতকাল কাহালায় বিজেপি নেতা সজল ঘোষ তৃণমূল ও প্রশাসনকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন ৷ দলীয় কর্মীদের হাতে অস্ত্র তুলে নিতে বলেছেন ৷ আমাদের দলনেত্রীকে সুর্পনখার সঙ্গে তুলনা করেছেন ৷ এই সরকারকে সুর্পনখার সরকার বলে মন্তব্য করেছেন ৷ আমরা মনে করি, তাঁর এই মন্তব্যে মুখ্যমন্ত্রীর মানহানি হয়েছে ৷ তাই আজ তাঁর বিরুদ্ধে আমরা রতুয়া থানায় এফআইআর করেছি ৷ সজল ঘোষকে গ্রেফতার করতে প্রয়োজনে আমরা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করব ৷"
আরও পড়ুন : 'মুখ্যমন্ত্রী সুর্পণখা, পুলিশ কুকুর' বিতর্কে বিজেপি মুখপাত্র

মালদা, 16 নভেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিজেপি নেতা তথা কলকাতা পৌরনিগমের কাউন্সিলর সজল ঘোষের বিরুদ্ধে বুধবার রতুয়া থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল(FIR Against BJP State Leader Sajal Ghosh due to Controversial Comments on CM) ৷ সজলবাবুর মন্তব্যের প্রতিবাদে এদিন মালদার রতুয়ায় একটি বিক্ষোভ মিছিলও করেন ঘাসফুলের নেতা-কর্মীরা ৷ তাতে সামিল হন তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি, রতুয়া 1 নম্বর ব্লক সভাপতি অজয়কুমার সিনহা-সহ আরও অনেকে ৷ তাঁরা সজলবাবুর কুশপুতুলও পোড়ান ৷

উল্লেখ্য, মঙ্গলবার রতুয়ার কাহালায় দলীয় কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুর্পনখার সঙ্গে তুলনা করেন সজল ঘোষ ৷ তৃণমূলের সঙ্গে পুলিশের একাংশকে কুকুরের সঙ্গে তুলনা করেন তিনি ৷ তাঁর নিশানা থেকে ছাড় পাননি ঘাসফুলের অনেক বড় নেতাও ৷ তাঁর এহেন মন্তব্য ঘিরে গতকাল সভায় উপস্থিত দলীয় নেতা-কর্মীদের একাংশের মধ্যেই গুঞ্জন শুরু হয়েছিল ৷ বুধবার এ নিয়ে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল ৷

আরও পড়ুন : 'ডেডলাইন ডিসেম্বর', শুভেন্দু-সুকান্তদের চাপে রাখতে সুর চড়ালেন অভিষেক

এই প্রসঙ্গে জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সি বলেন, "এটা বিজেপির সংস্কৃতি ৷ এটা অপদার্থ ও বর্বর প্রধানমন্ত্রীর দল ৷ প্রধানমন্ত্রী যেমন অকথ্য ভাষায় বক্তব্য রাখেন, তাঁর দলের নেতারাও সেই ভাষায় কথা বলেন ৷ সজল ঘোষ তাঁর মন্তব্যে মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন ৷ অবমাননা করেছেন ৷ আমরা এখনও সংযত আছি ৷ সজল ঘোষ যদি ক্ষমা না-চান, তাহলে আগামীতে রতুয়ায় বিজেপিকে একটি কর্মসূচিও করতে দেওয়া হবে না ৷ বিজেপি কর্মীরা কীভাবে রাস্তায় নামে, তা তৃণমূল কর্মীরা দেখবে ৷"

সজল ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পর রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি অজয়কুমার সিনহা বলেন, "গতকাল কাহালায় বিজেপি নেতা সজল ঘোষ তৃণমূল ও প্রশাসনকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন ৷ দলীয় কর্মীদের হাতে অস্ত্র তুলে নিতে বলেছেন ৷ আমাদের দলনেত্রীকে সুর্পনখার সঙ্গে তুলনা করেছেন ৷ এই সরকারকে সুর্পনখার সরকার বলে মন্তব্য করেছেন ৷ আমরা মনে করি, তাঁর এই মন্তব্যে মুখ্যমন্ত্রীর মানহানি হয়েছে ৷ তাই আজ তাঁর বিরুদ্ধে আমরা রতুয়া থানায় এফআইআর করেছি ৷ সজল ঘোষকে গ্রেফতার করতে প্রয়োজনে আমরা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করব ৷"
আরও পড়ুন : 'মুখ্যমন্ত্রী সুর্পণখা, পুলিশ কুকুর' বিতর্কে বিজেপি মুখপাত্র

Last Updated : Nov 16, 2022, 4:51 PM IST

For All Latest Updates

TAGGED:

Sajal Ghosh
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.