ETV Bharat / state

মালদায় কিশোরীকে অপহরণের অভিযোগ

১৩ ফেব্রুয়ারি দুপুরে আমার মেয়ে দুইশত বিঘি গ্রামে গৃহশিক্ষকের কাছে পড়তে গেছিল। তারপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই আজ পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছি।

পুলিশের দ্বারস্থ বাবা
author img

By

Published : Feb 20, 2019, 8:42 PM IST

মালদা, ২০ ফেব্রুয়ারি : মেয়ের খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ বাবা। অভিযোগ, তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে। থানায় জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না। তাই আজ তিনি মেয়েকে ফিরে পেতে পুলিশ সুপারের দ্বারস্থ হন। পুলিশ সুপার তাঁর মেয়েকে দ্রুত উদ্ধারের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বৈষ্ণবনগর থানার সুকদেবপুরের বাসিন্দা গৌতম রায়। পেশায় ঠিকাদার। তিনি যাদব সমিতির জেলা কমিটির সদস্য। ১৩ তারিখ থেকে মেয়েকে খুঁজে পাচ্ছেন না। খোঁজখবর নিয়ে জানতে পারেন, দুইশত বিঘি গ্রামের টোটোন মণ্ডল ও তার বাড়ির লোকজন তাঁর মেয়েকে অপহরণ করেছে। ১৩ তারিখেই গৌতমবাবু গোটা ঘটনা জানিয়ে বৈষ্ণবনগর থানায় মেয়ের অপহরণের অভিযোগ দায়ের করেন। নিজের অভিযোগপত্রে তিনি টোটোন সহ ৪ জনের নাম অভিযুক্ত হিসাবে দেন।

আজ গৌতমবাবু বলেন, " ১৩ ফেব্রুয়ারি দুপুরে আমার মেয়ে দুইশত বিঘি গ্রামে গৃহশিক্ষকের কাছে পড়তে গেছিল। তারপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি গোটা ঘটনা বৈষ্ণবনগর থানায় জানিয়েছি। কিন্তু, পুলিশ মেয়েকে উদ্ধারে কোনও ব্যবস্থা নিচ্ছে না। শুধু গ্রামে যাচ্ছে, আর ঘুরে আসছে। প্রতিদিন থানায় গিয়ে ঘুরে আসছি। বাধ্য হয়ে আজ পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছি। আমার সামনেই পুলিশ সুপার বৈষ্ণবনগর থানার IC-কে ফোন করে দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন। পুলিশ সুপারের আশাই এখন আমার বড়ো ভরসা।"

undefined
শুনুন বক্তব্য

বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, ওই কিশোরীকে উদ্ধার করতে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুত উদ্ধার করা যাবে।

মালদা, ২০ ফেব্রুয়ারি : মেয়ের খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ বাবা। অভিযোগ, তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে। থানায় জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না। তাই আজ তিনি মেয়েকে ফিরে পেতে পুলিশ সুপারের দ্বারস্থ হন। পুলিশ সুপার তাঁর মেয়েকে দ্রুত উদ্ধারের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বৈষ্ণবনগর থানার সুকদেবপুরের বাসিন্দা গৌতম রায়। পেশায় ঠিকাদার। তিনি যাদব সমিতির জেলা কমিটির সদস্য। ১৩ তারিখ থেকে মেয়েকে খুঁজে পাচ্ছেন না। খোঁজখবর নিয়ে জানতে পারেন, দুইশত বিঘি গ্রামের টোটোন মণ্ডল ও তার বাড়ির লোকজন তাঁর মেয়েকে অপহরণ করেছে। ১৩ তারিখেই গৌতমবাবু গোটা ঘটনা জানিয়ে বৈষ্ণবনগর থানায় মেয়ের অপহরণের অভিযোগ দায়ের করেন। নিজের অভিযোগপত্রে তিনি টোটোন সহ ৪ জনের নাম অভিযুক্ত হিসাবে দেন।

আজ গৌতমবাবু বলেন, " ১৩ ফেব্রুয়ারি দুপুরে আমার মেয়ে দুইশত বিঘি গ্রামে গৃহশিক্ষকের কাছে পড়তে গেছিল। তারপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি গোটা ঘটনা বৈষ্ণবনগর থানায় জানিয়েছি। কিন্তু, পুলিশ মেয়েকে উদ্ধারে কোনও ব্যবস্থা নিচ্ছে না। শুধু গ্রামে যাচ্ছে, আর ঘুরে আসছে। প্রতিদিন থানায় গিয়ে ঘুরে আসছি। বাধ্য হয়ে আজ পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছি। আমার সামনেই পুলিশ সুপার বৈষ্ণবনগর থানার IC-কে ফোন করে দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন। পুলিশ সুপারের আশাই এখন আমার বড়ো ভরসা।"

undefined
শুনুন বক্তব্য

বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, ওই কিশোরীকে উদ্ধার করতে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুত উদ্ধার করা যাবে।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.