মালদা, 18 অক্টোবর: বাড়ির বাথরুম থেকে উদ্ধার হয়েছিল স্নাতকোত্তরের ছাত্রের ঝুলন্ত দেহ ৷ পরিবারের লোকজন মৌখিকভাবে জানিয়েছিলেন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ব়্যাগিংয়ের শিকার ওই পড়ুয়া ৷ তার জেরেই আত্মহননের পথ বেছে নিয়েছেন ওই পড়ুয়া ৷ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন মৃত পড়ুয়ার পরিবারের লোকজন ৷ পাশপাশি পুলিশের কাছে ব়্যাগিংয়ের লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ ইমেল মারফৎ অভিযোগ দায়ের করা হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছেও ৷ প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের প্রথম সেমেস্টারের পড়ুয়া ছিলেন গাজোলের শিসাডাঙা এলাকার উত্তম মার্ডি ৷ ক’দিন আগে বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে বাড়ি ফেরেন তিনি ৷ এরপর সোমবার বাড়ির বাথরুমে আত্নঘাতী হন ৷ প্রথম থেকেই পরিবারের সদস্যদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের হস্টলে ব়্যাগিংয়ের শিকার হয়েছেন ওই পডুয়া ৷ তার জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন ৷ ওই পড়ুয়ার মোবাইল ফোন থেকেও ব়্যাগিংয়ের বেশ কিছু চিহ্ন মিলেছে বলে দাবি পরিবারের ৷ তদন্তের স্বার্থে ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই পড়ুয়া তাঁর দিদি পাঞ্চালি মার্ডিকে সব কিছু বলতেন ৷ পাঞ্চালি বলেন, "4 অক্টোবর ওর সঙ্গে শেষবার ফোনে কথা হয় ৷ হস্টেল কেমন চলছে প্রশ্ন করতেই চুপ করে ছিল ভাই ৷ পরদিন ওকে ফের ফোন করি ৷ হস্টেলের কথা জানতে চাই ৷ তখন কেঁদে ফেলে ৷ হস্টেল থেকে বাড়ি ফেরার পর ও আমাকে সব কথাই জানিয়েছিল ৷ ব়্যাগিংয়ের নামে ওর সঙ্গে যৌন নির্যাতনও চালানো হত ৷ ইন্ট্রোডাকশনের নামে এসব অত্যাচার চালাত বিভিন্ন বিভাগের সিনিয়ররা ৷ এনিয়ে ও মানসিকভাবে ভেঙে পড়েছিল ৷ আমরা গোটা ঘটনা জানিয়ে গাজোল থানায় অভিযোগ দায়ের করেছি ৷ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও ইমেইলে অভিযোগ জানানো হয়েছে ৷"
আরও পড়ুন: পেরিয়েছে 24 ঘণ্টার বেশি সময়, শনাক্ত হল না মালদায় উদ্ধার ক্ষতবিক্ষত মহিলার দেহ
পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনা নিয়ে পুলিশি তদন্ত শুরু করা হয়েছে ৷ মৃতের মোবাইল ফোনটিও পরীক্ষা করে দেখা হচ্ছে ৷ তবে এ প্রসঙ্গেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷