ETV Bharat / state

মালদায় বাংলাদেশ সীমান্তে উদ্ধার 12 লাখ টাকার জাল নোট - উদ্ধার করা হয় 12 লাখ টাকার জাল নোট।

কলকাতা পুলিশের STF জানতে পারে বাংলাদেশের সোনা মসজিদ এলাকা থেকে ভারতে পাচার হবে প্রচুর জাল নোট । সেইমতো খবর দেওয়া হয় বর্ডার সিকিউরিটি ফোর্সকে । তাদের সাহায্য চাওয়া হয় । এরপর অভিযান চালিয়ে জাল নোট উদ্ধার করে BSF ।

বিপুল জালনোট উদ্ধার
author img

By

Published : Nov 14, 2019, 6:13 PM IST

Updated : Nov 14, 2019, 9:28 PM IST

কলকাতা, 14 নভেম্বর: বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হলো ১২ লাখ টাকার জাল নোট। কলকাতা পুলিশের টাস্ক ফোর্স ও BSF-এর যৌথ অভিযানে এই জাল নোট উদ্ধার হয় ।

কলকাতা পুলিশের STF (স্পেশাল টাস্ক ফোর্স) জানতে পারে বাংলাদেশের সোনা মসজিদ এলাকা থেকে ভারতে পাচার হবে প্রচুর জাল নোট । STF-এর তরফে খবর দেওয়া হয় BSF (বর্ডার সিকিউরিটি ফোর্স)-কে । তাদের সাহায্য চাওয়া হয় । এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ট্রাক চালককে ।

STF - এর কাছে গতকাল সোর্স মারফত খবর আসে বাংলাদেশের সোনা মসজিদ থেকে ট্রাকে করে এদেশে ঢুকবে বিপুল সংখ্যায় জালনোট । এরপর বর্ডার সিকিউরিটি ফোর্সের উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স । খবর পাওয়া গিয়েছিল মালদার মেহেদিপুর সীমান্ত দিয়ে ঢুকবে ওই জালনোট । সেইমতো মেহেদিপুর চেকপোস্টে বাড়িয়ে দেওয়া হয়েছিল নিরাপত্তা । প্রতিটি লরিতেই চালানো হচ্ছিল তল্লাশি। সেই তল্লাশির জেরে আজ সকাল সাড়ে নয়টা নাগাদ আটক করা হয় WB59B- 0749 নম্বরের একটি লরিকে। তল্লাশি চালিয়ে লরি থেকে উদ্ধার করা হয় 12 লাখ টাকার জাল নোট ।


এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নুর আলম শেখ নামে ওই ট্রাক ড্রাইভারকে । নুরের বাড়ি মালদার ইংলিশ বাজার এলাকার মেহেদিপুর গ্রামে। উদ্ধার হওয়া নোট এবং ট্রাক ড্রাইভারকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের হাতে তুলে দিয়েছে BSF। নুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কলকাতা, 14 নভেম্বর: বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হলো ১২ লাখ টাকার জাল নোট। কলকাতা পুলিশের টাস্ক ফোর্স ও BSF-এর যৌথ অভিযানে এই জাল নোট উদ্ধার হয় ।

কলকাতা পুলিশের STF (স্পেশাল টাস্ক ফোর্স) জানতে পারে বাংলাদেশের সোনা মসজিদ এলাকা থেকে ভারতে পাচার হবে প্রচুর জাল নোট । STF-এর তরফে খবর দেওয়া হয় BSF (বর্ডার সিকিউরিটি ফোর্স)-কে । তাদের সাহায্য চাওয়া হয় । এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ট্রাক চালককে ।

STF - এর কাছে গতকাল সোর্স মারফত খবর আসে বাংলাদেশের সোনা মসজিদ থেকে ট্রাকে করে এদেশে ঢুকবে বিপুল সংখ্যায় জালনোট । এরপর বর্ডার সিকিউরিটি ফোর্সের উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স । খবর পাওয়া গিয়েছিল মালদার মেহেদিপুর সীমান্ত দিয়ে ঢুকবে ওই জালনোট । সেইমতো মেহেদিপুর চেকপোস্টে বাড়িয়ে দেওয়া হয়েছিল নিরাপত্তা । প্রতিটি লরিতেই চালানো হচ্ছিল তল্লাশি। সেই তল্লাশির জেরে আজ সকাল সাড়ে নয়টা নাগাদ আটক করা হয় WB59B- 0749 নম্বরের একটি লরিকে। তল্লাশি চালিয়ে লরি থেকে উদ্ধার করা হয় 12 লাখ টাকার জাল নোট ।


এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নুর আলম শেখ নামে ওই ট্রাক ড্রাইভারকে । নুরের বাড়ি মালদার ইংলিশ বাজার এলাকার মেহেদিপুর গ্রামে। উদ্ধার হওয়া নোট এবং ট্রাক ড্রাইভারকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের হাতে তুলে দিয়েছে BSF। নুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Intro:কলকাতা, 14 নভেম্বর: কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের কাছে খবর ছিল আগেই। ইন্টেলিজেন্স মারফত খবর পায় টাস্কফোর্স। খবর ছিল, বাংলাদেশের সোনা মসজিদ এলাকা থেকে ঢুকবে ঢুকবে বিপুল জাল নোট। সেইমতো খবর দেওয়া হয় বর্ডার সিকিউরিটি ফোর্সকে। চাওয়া হয় সাহায্য। একটাতেই পর্দা ফাঁস হল জাল নোট পাচারের ঘটনার। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালককে।
Body:STF সূত্রে খবর, গতকাল ইনটেলিজেন্স মারফত খবর আসে বাংলাদেশের সোনা মসজিদ থেকে ট্রাকে করে এদেশে ঢুকবে জালনোট। পুলিশ পরিকল্পনা করে দেশে ঢোকা মাত্রই গ্রেফতার করা হবে পাচারকারীদের। সেইমতো বর্ডার সিকিউরিটি ফোর্সের উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। খবর পাওয়া গিয়েছিল মালদার মেহেদিপুর সীমান্ত দিয়ে ঢুকবে ওই জালনোট। সেইমতো মেহেদিপুর চেকপোষ্টে বাড়িয়ে দেওয়া হয়েছিল নিরাপত্তা। প্রতিটি লরিতেই চালানো হচ্ছিল তল্লাশি। সেই তল্লাশির সূত্র ধরেই আজ সকাল 9 টা 40 নাগাদ আটক করা হয় WB59B- 0749 নম্বরের লরিটিকে। এই লড়ির ইন্টারন্যাশনাল পন্য পরিবহনের লাইসেন্স রয়েছে। তল্লাশি চালিয়ে লরিতে উদ্ধার করা হয় 12 লাখ টাকার জাল নোট।Conclusion:ঘটনায় বমাল পাকড়াও করা হয়েছে নুর আলম শেখ নামে ট্রাক ড্রাইভারকে। নুরের বাড়ি মালদার ইংলিশ বাজার এলাকার মেহেদিপুর গ্রামে। উদ্ধার হওয়া নোট এবং ট্রাক ড্রাইভারকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স হাতে তুলে দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Last Updated : Nov 14, 2019, 9:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.