ETV Bharat / state

মালদায় উদ্ধার 2 লাখ টাকার জালনোট, ধৃত 1 - wb_mld_01_one_arrested_with_fake_currency_wb10016

লকডাউনেও সক্রিয় জালনোট পাচারচক্র । গতকাল রাতে 2 লাখ টাকার জালনোটসহ এক পাচারকারিকে গ্রেপ্তার করে BSF জওয়ানরা ৷ ধৃতের নাম তসলিম শেখ ৷ কালিয়াচকের শ্মশান এলাকার বাসিন্দা সে ৷ কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চরি অনন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ৷

fake currency trafficking at malda , arrested 1
লকডাউনের মধ্যেই মালদায় 2 লাখ টাকার জালনোট উদ্ধার, ধৃত 1
author img

By

Published : Apr 5, 2020, 6:31 PM IST

মালদা, 5 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । কিন্তু লকডাউনেও সক্রিয় জালনোট পাচারচক্র । গতকাল রাতে 2 লাখ টাকার জালনোটসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করে BSF জওয়ানরা ৷ ধৃতের নাম তসলিম শেখ ৷ কালিয়াচকের শশ্মান এলাকার বাসিন্দা সে ৷ কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চরি অনন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ৷

লকডাউনে পাচারকারীদের রুখতে তৎপর সীমান্তরক্ষী বাহিনী । গতকাল রাতে কালিয়াচকের চরি অনন্তপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘেরাফেরা করতে দেখে কর্তব্যরত জওয়ানরা । ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 2 লাখ টাকার জালনোট । আজ সকালে ওই ব্যক্তি ও উদ্ধার হওয়া জালনোট কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয় BSF কর্তৃপক্ষ ।

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, " BSF কর্তৃপক্ষ 2 লাখ টাকার জালনোট এবং এক ব্যক্তিকে তাদের হেপাজতে তুলে দিয়েছে । উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি 2 হাজার টাকার । উদ্ধার হওয়া জালনোটের গুণগতমান যথেষ্ট উন্নত । এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে । ধৃতকেও জিজ্ঞাসাবাদ চলছে ৷ নোটগুলি কোথা থেকে কোথায় পাচার করার চেষ্টা করা হচ্ছিল তা জানার চেষ্টা চলছে । "

মালদা, 5 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । কিন্তু লকডাউনেও সক্রিয় জালনোট পাচারচক্র । গতকাল রাতে 2 লাখ টাকার জালনোটসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করে BSF জওয়ানরা ৷ ধৃতের নাম তসলিম শেখ ৷ কালিয়াচকের শশ্মান এলাকার বাসিন্দা সে ৷ কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চরি অনন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ৷

লকডাউনে পাচারকারীদের রুখতে তৎপর সীমান্তরক্ষী বাহিনী । গতকাল রাতে কালিয়াচকের চরি অনন্তপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘেরাফেরা করতে দেখে কর্তব্যরত জওয়ানরা । ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 2 লাখ টাকার জালনোট । আজ সকালে ওই ব্যক্তি ও উদ্ধার হওয়া জালনোট কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয় BSF কর্তৃপক্ষ ।

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, " BSF কর্তৃপক্ষ 2 লাখ টাকার জালনোট এবং এক ব্যক্তিকে তাদের হেপাজতে তুলে দিয়েছে । উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি 2 হাজার টাকার । উদ্ধার হওয়া জালনোটের গুণগতমান যথেষ্ট উন্নত । এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে । ধৃতকেও জিজ্ঞাসাবাদ চলছে ৷ নোটগুলি কোথা থেকে কোথায় পাচার করার চেষ্টা করা হচ্ছিল তা জানার চেষ্টা চলছে । "

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.