মালদা, 21 এপ্রিল: পরকীয়ার জের, বিবিকে গলা টিপে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের নতুন নঘরিয়ার নীচা পাড়া এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
মৃতার নাম রিনা বিবি (28)। বাড়ি নতুন নঘরিয়ার নাদার পাড়ায়। প্রায় দশ বছর আগে স্থানীয় নীচা পাড়ার শাহরুল খানের সঙ্গে বিয়ে হয় রিনা বিবির। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, কিছুদিন হল স্থানীয় এক যুবতির সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল শাহরুল খানের। সেই ঘটনা জানতে পারেন রিনা বিবি। এরপর থেকেই পরিবারে অশান্তি লেগেই থাকত। শাহরুল বেশ কয়েকবার মারধরও করে। এরপর বিবিকে এই ব্যক্তি গলা টিপে খুন করে বলে অভিযোগ।
আজ সন্ধ্যায় নিজের ঘর থেকে রিনা বিবির মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। মৃতার ভাই আপাতত মৌখিক অভিযোগ জানিয়েছে পুলিশকে। অন্যদিকে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
রিনা বিবির ভাই বিলাল শেখ বলেন, “10 বছর আগে দিদির নিকাহ হয়েছিল। তাঁদের দুই ছেলে এক মেয়ে রয়েছে। দিদির থেকে জানতে পারি, কিছুদিন আগে শাহরুলের সঙ্গে অন্য এক যুবতির সম্পর্ক হয়েছে। সেই সম্পর্কের কারণে আজ সন্ধ্যায় দিদিকে গলা টিপে খুন করেছে শাহরুল। আমরা মৌখিকভাবে সমস্ত ঘটনা পুলিশকে জানিয়েছি। আগামীকাল লিখিত অভিযোগ জানাব।”