ETV Bharat / state

Crackers Godown Fire: ঘিঞ্জি এলাকায় বাজির গুদামে আগুন ! বিস্ফোরণের কারণ বাজি না কার্বাইড ?

এগরা, বজবজের পর এবার মালদা ৷ মঙ্গলবার ভোরে মালদায় বাজির গুদামে বিকট আওয়াজ ও ধোঁয়া বেরতে দেখে স্থানীয়রা ৷ দমকল আগুন নেভানোর কাজ চালাচ্ছে ৷ তবে এই ঘিঞ্জি এলাকায় বাজির গুদাম নিয়ে প্রশ্ন উঠেছে ৷ বাজির জন্য বিস্ফোরণ না কার্বাইড ? সে নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে ৷

ETV Bharat
বাজির গুদামে আগুন
author img

By

Published : May 23, 2023, 10:56 AM IST

Updated : May 23, 2023, 11:35 AM IST

মালদার নেতাজি পৌর বাজারে বাজির গুদামে ভয়াবহ আগুন

মালদা, 23 মে: একের পর এক বেআইনি বাজি কারখানায় আগুন লাগার ঘটনা সামনে আসছে ৷ এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের পর রবিবার বজবজে ফের বিস্ফোরণ ৷ আজ ভোরে মালদায় বাজি মজুতের গুদামে আগুন লেগে মৃত্যু হয়েছে এক ভ্যানচালকের ৷ এ নিয়েও প্রশ্ন নানাবিধ প্রশ্ন উঠছে ৷

এই বাজির গুদামটি নেতাজি পৌর বাজারে অবস্থিত ৷ এখানে গা ঘেঁষাঘেঁষি করে বহু দোকান থাকায় জায়গাটি কার্যত জঙ্গলে পরিণত হয়েছে ৷ স্থানীয়দের আশঙ্কা ছিল, যে কোনও দিন এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে ৷ মঙ্গলবার সকালে তা সত্যি হল ৷ সকালে পৌনে সাতটা নাগাদ স্থানীয়রা বিকট আওয়াজ শুনতে পান ৷ দেখা যায়, গুদামটির শাটার নামানো রয়েছে এবং ভিতর থেকে গলগল করে ধোঁয়া বেরচ্ছে ৷ সঙ্গে সঙ্গে দমকলে খবর দিলে মিনিট দশেকের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন ৷ এরপর শাটার খুলে আগুন নেভাতে গেলে সেখানে একজনের মৃতদেহ পাওয়া যায় ৷ দেহটি ভ্যানচালক রাজু ঋষির (45) ৷ জানা গিয়েছে, তিনি ভোরে ওই গুদামে কার্বাইডের জার রাখার কাজ করছিলেন ৷

দমকলকর্মীদের অনুমান, বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে তার ধাক্কায় বাজি গুদামের শাটারটি পড়ে গিয়ে থাকতে পারে ৷ তাতে সেখানেই আটকে পড়েন ভ্যানচালক রাজু ৷ ফলে জীবন্ত পুড়ে মৃত্যু হয় তাঁর ৷ এই ঘটনায় জেলার বণিকসভা, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডুর দাবি, ওই গুদামে মজুত রাখা বাজি থেকে কোনও বিস্ফোরণ হয়নি ৷ প্রতিদিনের মতো ভোর ছ'টা নাগাদ কার্বাইডের গাড়ি এসেছিল ৷ সেই গাড়িটি থেকে গুদামে কার্বাইড রাখার সময় বিস্ফোরণ হয় ৷ তিনি আরও দাবি করেন, আগুন খুব একটা ছড়ায়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷

তবে তিনি আশ্বস্ত করেছেন, এই বাজার থেকে বাজির দোকান, গুদাম শহরের বাইরে কোনও ফাঁকা জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বাজি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা হবে ৷ রান্নার গ্যাসের গুদামও সাধারণত শহরের বাইরে ফাঁকা জায়গায় থাকে ৷ মালদায় বাজির গুদামে আগুন লেগে আপাতত তিনজন আহতের কথা জানা গিয়েছে ৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷

নিহত ভ্যানচালক রাজু ঋষির স্ত্রী অরুণা ঋষি বাজার এলাকায় একটি বাড়িতে পরিচারিকার কাজ করেন ৷ সকালে কাজে এসেই তিনি জানতে পারেন, দুর্ঘটনায় তাঁর স্বামীর মৃত্যু হয়েছে ৷ তাঁদের তিন ছেলে ও এক মেয়ে আছে ৷ এখনও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি ৷ অতিরিক্ত ধোঁয়ায় এক দমকলকর্মীও অসুস্থ হয়ে পড়েছেন ৷ তাঁকে শুশ্রূষার জন্য বের করে নিয়ে আসা হয়েছে ৷ অনেকেরই অনুমান, আহতের পাশাপাশি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷

এগরার বিস্ফোরণ নিয়ে এমনিতেই রাজ্য-রাজনীতি তোলপাড় ৷ গেরুয়া শিবির এনআইএ তদন্তের দাবি জানিয়েছে ৷ তার উপর আবারও বাজির গুদামে আগুন ও তাতে মৃত্যুর ঘটনা তৃণমূল সরকারের উপর চাপ বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল ৷

আরও পড়ুন: বজবজের পর মালদা, বাজি গুদামে ভয়াবহ আগুনে মৃত 1

মালদার নেতাজি পৌর বাজারে বাজির গুদামে ভয়াবহ আগুন

মালদা, 23 মে: একের পর এক বেআইনি বাজি কারখানায় আগুন লাগার ঘটনা সামনে আসছে ৷ এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের পর রবিবার বজবজে ফের বিস্ফোরণ ৷ আজ ভোরে মালদায় বাজি মজুতের গুদামে আগুন লেগে মৃত্যু হয়েছে এক ভ্যানচালকের ৷ এ নিয়েও প্রশ্ন নানাবিধ প্রশ্ন উঠছে ৷

এই বাজির গুদামটি নেতাজি পৌর বাজারে অবস্থিত ৷ এখানে গা ঘেঁষাঘেঁষি করে বহু দোকান থাকায় জায়গাটি কার্যত জঙ্গলে পরিণত হয়েছে ৷ স্থানীয়দের আশঙ্কা ছিল, যে কোনও দিন এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে ৷ মঙ্গলবার সকালে তা সত্যি হল ৷ সকালে পৌনে সাতটা নাগাদ স্থানীয়রা বিকট আওয়াজ শুনতে পান ৷ দেখা যায়, গুদামটির শাটার নামানো রয়েছে এবং ভিতর থেকে গলগল করে ধোঁয়া বেরচ্ছে ৷ সঙ্গে সঙ্গে দমকলে খবর দিলে মিনিট দশেকের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন ৷ এরপর শাটার খুলে আগুন নেভাতে গেলে সেখানে একজনের মৃতদেহ পাওয়া যায় ৷ দেহটি ভ্যানচালক রাজু ঋষির (45) ৷ জানা গিয়েছে, তিনি ভোরে ওই গুদামে কার্বাইডের জার রাখার কাজ করছিলেন ৷

দমকলকর্মীদের অনুমান, বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে তার ধাক্কায় বাজি গুদামের শাটারটি পড়ে গিয়ে থাকতে পারে ৷ তাতে সেখানেই আটকে পড়েন ভ্যানচালক রাজু ৷ ফলে জীবন্ত পুড়ে মৃত্যু হয় তাঁর ৷ এই ঘটনায় জেলার বণিকসভা, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডুর দাবি, ওই গুদামে মজুত রাখা বাজি থেকে কোনও বিস্ফোরণ হয়নি ৷ প্রতিদিনের মতো ভোর ছ'টা নাগাদ কার্বাইডের গাড়ি এসেছিল ৷ সেই গাড়িটি থেকে গুদামে কার্বাইড রাখার সময় বিস্ফোরণ হয় ৷ তিনি আরও দাবি করেন, আগুন খুব একটা ছড়ায়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷

তবে তিনি আশ্বস্ত করেছেন, এই বাজার থেকে বাজির দোকান, গুদাম শহরের বাইরে কোনও ফাঁকা জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বাজি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা হবে ৷ রান্নার গ্যাসের গুদামও সাধারণত শহরের বাইরে ফাঁকা জায়গায় থাকে ৷ মালদায় বাজির গুদামে আগুন লেগে আপাতত তিনজন আহতের কথা জানা গিয়েছে ৷ এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷

নিহত ভ্যানচালক রাজু ঋষির স্ত্রী অরুণা ঋষি বাজার এলাকায় একটি বাড়িতে পরিচারিকার কাজ করেন ৷ সকালে কাজে এসেই তিনি জানতে পারেন, দুর্ঘটনায় তাঁর স্বামীর মৃত্যু হয়েছে ৷ তাঁদের তিন ছেলে ও এক মেয়ে আছে ৷ এখনও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি ৷ অতিরিক্ত ধোঁয়ায় এক দমকলকর্মীও অসুস্থ হয়ে পড়েছেন ৷ তাঁকে শুশ্রূষার জন্য বের করে নিয়ে আসা হয়েছে ৷ অনেকেরই অনুমান, আহতের পাশাপাশি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷

এগরার বিস্ফোরণ নিয়ে এমনিতেই রাজ্য-রাজনীতি তোলপাড় ৷ গেরুয়া শিবির এনআইএ তদন্তের দাবি জানিয়েছে ৷ তার উপর আবারও বাজির গুদামে আগুন ও তাতে মৃত্যুর ঘটনা তৃণমূল সরকারের উপর চাপ বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল ৷

আরও পড়ুন: বজবজের পর মালদা, বাজি গুদামে ভয়াবহ আগুনে মৃত 1

Last Updated : May 23, 2023, 11:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.