ETV Bharat / state

Eco Bricks প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে ইকো ব্রিক তৈরি করে নতুন দিশা দেখাচ্ছেন স্কুলের প্রাক্তনীরা - মালদা ইকো ব্রিক

প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে নতুন দিশা দেখাচ্ছে মালদা শহরের নামকরা স্কুলের প্রাক্তনীরা (Ex Students are Making Eco Bricks)। ইতিমধ্যে অপচনশীল প্লাস্টিক দিয়ে 'ইকো ব্রিক' তৈরি করেছে স্কুলের প্রাক্তন পড়ুয়া-শিক্ষক-শিক্ষাকর্মীরা । প্রথম পর্যায়ে পাইলট প্রোজেক্ট হিসেবে স্কুলেই সেই 'ইকো ব্রিক' দিয়ে নির্মাণ করা হচ্ছে একটি ফোয়ারা । পাইলট প্রোজেক্টের পর এই শক্তি যাচাই করে নির্মাণ কাজে 'ইকো ব্রিক' ব্যবহার করার চিন্তাভাবনা শুরু করেছেন প্রধান শিক্ষক-সহ অন্যান্যরা ।

Eco Bricks
প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে ইকো ব্রিক তৈরি করছেন স্কুলের প্রাক্তনীরা
author img

By

Published : Aug 12, 2022, 5:18 PM IST

মালদা, 12 অগস্ট: প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়তে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । ইতিমধ্যে নির্দিষ্ট মাপের প্লাস্টিক ছাড়া অন্যান্য প্লাস্টিক ক্যারিব্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । দীর্ঘ সময় ধরে ব্যবহার হওয়া নিষিদ্ধ প্লাস্টিক এখনও পরিবেশে ছড়িয়ে রয়েছে । সেই নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করে পরিবেশ মুক্ত করার দিশা দেখাচ্ছে অক্রূরমণি করোনেশন ইনস্টিটিউশনের বর্তমান ও প্রাক্তনীরা (Ex Students are Making Eco Bricks)। পাইলট প্রোজেক্টে 'ইকো ব্রিক' দিয়ে ফোয়ারা নির্মাণ করে আগামী 14 অগস্ট জেলা প্রশাসন, পুরসভা ও সাধারণ মানুষের সামনে প্রদর্শনী করতে চলেছে এই শহরের স্বনামধন্য স্কুলের সঙ্গে জড়িতরা ।

আরও পড়ুন: প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা, না-মানলে জরিমানা

স্কুলের এক প্রাক্তনী তমালকৃষ্ণ বসাক বলেন, "স্কুলের বর্তমান, প্রাক্তন ছাত্র-শিক্ষ-শিক্ষাকর্মী একত্রিত হয়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করে থাকি । এখন আমরা পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করছি । প্লাস্টিক মুক্ত সমাজ করতে আমরা 'ইকো ব্রিক' তৈরির উদ্যোগ নিয়েছি । এটাকে পরিবেশ বান্ধব ইট বলা যায় । যে সমস্ত প্লাস্টিক পুনর্ব্যবহারের উপযোগী নয়, যা সাধারণত মানুষ ফেলে দেয় । সেগুলি নদী-নালায় জমা হয়ে পরিবেশ দূষণ করে । এই প্লাস্টিক থেকে সমাজকে মুক্তি দিতে এই প্রয়াস । বিভিন্ন জায়গা থেকে প্লাস্টিক কুড়িয়ে সেই প্লাস্টিকগুলোকে শক্ত করে বোতলে ভরে ইট তৈরি করা হচ্ছে । সেই ইট ব্যবহার করে আমরা অক্রূরমণি করোনেশন হাইস্কুলে একটি ফোয়ারা নির্মাণ করছি ।"

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিস বসাক বলেন, "প্লাস্টিক দূষণ রোধ করতে স্কুলের প্রাক্তনীরা ইকো ব্রিক তৈরির উদ্যোগ নিয়েছে । তাঁদের পক্ষ থেকে পাইলট প্রোজেক্ট হিসেবে স্কুলে একটি ফোয়ারা নির্মাণের অনুমতি চাওয়া হয়েছিল । আমরা সেই নির্মাণের অনুমতি দিয়েছি । যদি এই ইকো ব্রিক সফল পর্যায়ে পৌঁছয় তবে প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে এই ইকো ব্রিক অন্যতম ভূমিকা নেবে।"

নতুন দিশা দেখাচ্ছেন স্কুলের প্রাক্তনীরা

আরও পড়ুন: প্লাস্টিক বর্জ্য থেকে রাস্তা, নয়া উদ্যোগ হাওড়া পৌরসভার

স্কুলের প্রাক্তন শিক্ষক চঞ্চল ঝা বলেন, "যে সমস্ত প্লাস্টিক পচে না, সেগুলো নানাভাবে পরিবেশ দূষণ করে । পরিবেশ থেকে প্লাস্টিকের দূষণ মুক্ত করতে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে নিজেরা ভাবনা চিন্তা করে ইকো ব্রিক তৈরি করছে আমাদের ছেলেরা। এতে দুটো জিনিস হবে । প্রথমত, বিভিন্ন জায়গায় পড়ে থাকা প্লাস্টিক সাফাই হবে । দ্বিতীয়ত, সেই প্লাস্টিক দিয়ে তৈরি ইটের বিভিন্ন নির্মাণ অনেক কম খরচে করা যেতে পারে । আপাতত পাইলট প্রোজেক্টে স্কুল চত্বরে একটি ফোয়ারা নির্মাণ করা হচ্ছে । এটা কতখানি ফলপ্রসু হচ্ছে তা দেখেই পরবর্তীতে পরীক্ষা করে দেখা হবে এই ইট কতখানি চাপ নিতে পারছে ।"

মালদা, 12 অগস্ট: প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়তে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । ইতিমধ্যে নির্দিষ্ট মাপের প্লাস্টিক ছাড়া অন্যান্য প্লাস্টিক ক্যারিব্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । দীর্ঘ সময় ধরে ব্যবহার হওয়া নিষিদ্ধ প্লাস্টিক এখনও পরিবেশে ছড়িয়ে রয়েছে । সেই নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করে পরিবেশ মুক্ত করার দিশা দেখাচ্ছে অক্রূরমণি করোনেশন ইনস্টিটিউশনের বর্তমান ও প্রাক্তনীরা (Ex Students are Making Eco Bricks)। পাইলট প্রোজেক্টে 'ইকো ব্রিক' দিয়ে ফোয়ারা নির্মাণ করে আগামী 14 অগস্ট জেলা প্রশাসন, পুরসভা ও সাধারণ মানুষের সামনে প্রদর্শনী করতে চলেছে এই শহরের স্বনামধন্য স্কুলের সঙ্গে জড়িতরা ।

আরও পড়ুন: প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা, না-মানলে জরিমানা

স্কুলের এক প্রাক্তনী তমালকৃষ্ণ বসাক বলেন, "স্কুলের বর্তমান, প্রাক্তন ছাত্র-শিক্ষ-শিক্ষাকর্মী একত্রিত হয়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করে থাকি । এখন আমরা পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করছি । প্লাস্টিক মুক্ত সমাজ করতে আমরা 'ইকো ব্রিক' তৈরির উদ্যোগ নিয়েছি । এটাকে পরিবেশ বান্ধব ইট বলা যায় । যে সমস্ত প্লাস্টিক পুনর্ব্যবহারের উপযোগী নয়, যা সাধারণত মানুষ ফেলে দেয় । সেগুলি নদী-নালায় জমা হয়ে পরিবেশ দূষণ করে । এই প্লাস্টিক থেকে সমাজকে মুক্তি দিতে এই প্রয়াস । বিভিন্ন জায়গা থেকে প্লাস্টিক কুড়িয়ে সেই প্লাস্টিকগুলোকে শক্ত করে বোতলে ভরে ইট তৈরি করা হচ্ছে । সেই ইট ব্যবহার করে আমরা অক্রূরমণি করোনেশন হাইস্কুলে একটি ফোয়ারা নির্মাণ করছি ।"

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিস বসাক বলেন, "প্লাস্টিক দূষণ রোধ করতে স্কুলের প্রাক্তনীরা ইকো ব্রিক তৈরির উদ্যোগ নিয়েছে । তাঁদের পক্ষ থেকে পাইলট প্রোজেক্ট হিসেবে স্কুলে একটি ফোয়ারা নির্মাণের অনুমতি চাওয়া হয়েছিল । আমরা সেই নির্মাণের অনুমতি দিয়েছি । যদি এই ইকো ব্রিক সফল পর্যায়ে পৌঁছয় তবে প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে এই ইকো ব্রিক অন্যতম ভূমিকা নেবে।"

নতুন দিশা দেখাচ্ছেন স্কুলের প্রাক্তনীরা

আরও পড়ুন: প্লাস্টিক বর্জ্য থেকে রাস্তা, নয়া উদ্যোগ হাওড়া পৌরসভার

স্কুলের প্রাক্তন শিক্ষক চঞ্চল ঝা বলেন, "যে সমস্ত প্লাস্টিক পচে না, সেগুলো নানাভাবে পরিবেশ দূষণ করে । পরিবেশ থেকে প্লাস্টিকের দূষণ মুক্ত করতে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে নিজেরা ভাবনা চিন্তা করে ইকো ব্রিক তৈরি করছে আমাদের ছেলেরা। এতে দুটো জিনিস হবে । প্রথমত, বিভিন্ন জায়গায় পড়ে থাকা প্লাস্টিক সাফাই হবে । দ্বিতীয়ত, সেই প্লাস্টিক দিয়ে তৈরি ইটের বিভিন্ন নির্মাণ অনেক কম খরচে করা যেতে পারে । আপাতত পাইলট প্রোজেক্টে স্কুল চত্বরে একটি ফোয়ারা নির্মাণ করা হচ্ছে । এটা কতখানি ফলপ্রসু হচ্ছে তা দেখেই পরবর্তীতে পরীক্ষা করে দেখা হবে এই ইট কতখানি চাপ নিতে পারছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.