মালদা, ১৬ এপ্রিল : লকডাউনে সাধারণ মানুষের জন্য একাধিক দাবি নিয়ে মহকুমাশাসকের কাছে স্মারকলিপি পেশ করল CITU-র মালদা জেলা নেতৃত্ব । আজ দুপুরে ইংরেজবাজারে CITU- র এক প্রতিনিধি দল মহকুমাশাসকের হাতে 19 দফা দাবিতে একটি স্মারকলিপি তুলে দেয় ।
কোরোনা মোকাবিলায় 3 মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী । লকডাউনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও । ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের ঘরে ফেরাতে ইতিমধ্যেই জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলাশাসকের কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে । সেই দাবি সহ একাধিক দাবিতে এবার মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দিল CITU-র ইংরেজবাজার শাখা । আজ দুপুরে মহকুমাশাসকের কাছে 19 দফা দাবি সহ স্মারকলিপি তুলে দেওয়া হয় ।
CITU- র পক্ষে কৌশিক মিশ্র বলেন, "আজ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নির্দেশে মহকুমাশাসক ছাড়াও জেলা প্রশাসনিক কর্তাদের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে । লকডাউনে শ্রমিক ও নিম্নবিত্ত শ্রেণির সমস্যা নিয়ে এই স্মারকলিপি । আমাদের 19 দফা দাবির মধ্যে অন্যতম হল লকডাউন থাকাকালীন নিম্নবিত্ত মানুষদের রেশন কার্ড না থাকলেও খাদ্যশস্য প্রদান করা । পাশাপাশি, বাজারে খাদ্যসামগ্রীর যেন মূল্যবৃদ্ধি না হয় ৷ ওষুধের জোগান যেন না কমে ৷ অঙ্গনওয়াড়ি কর্মী ও পৌরসভার কর্মীদের মাস্ক ও গ্লাভসের ব্যবস্থা করা ৷ লকডাউনে পৌর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের ভাড়া মকুব করা ৷ ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের টেস্ট করিয়ে রাজ্যে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা ৷ রেশন দোকানে উপভোক্তাদের প্রাপ্য খাদ্য তালিকা টাঙানো । "