মালদা, 14 সেপ্টেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতি রুখল ইংরেজবাজার থানার পুলিশ । গতকাল রাতে এই ঘটনায় ধারালো অস্ত্রসহ সাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদন চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।
গতকাল রাতে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশের একটি দল মালদা শহরের বাগবাড়ি এলাকায় হানা দেয় । গোপন তথ্য অনুযায়ী সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সাত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশকর্মীরা । সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় বেশকিছু ধারালো অস্ত্র । গ্রেফতার করা হয় ওই সাত ব্যক্তিকে । ধৃতদের নাম মিঠু শেখ, কমল শেখ, মানোয়ার মোমিন, মতিউর রহমান, আনসারুল শেখ, পিন্টু গোস্বামী, সুরজিৎ সাহা । ধৃতদের বয়স 25 থেকে 30 বছরের মধ্যে । মিঠু শেখের বাড়ি কালিয়াচক থানার আলিপুর এলাকায় । বাকিরা ইংরেজবাজার থানার বিভিন্ন এলাকার বাসিন্দা ।
ইংরেজবাজার থানার অফিসার কাজল দাস জানান, “গতকাল রাতে ইংরেজবাজার থানার OC PC আনসারুল হকের কাছে একটি তথ্য আসে কয়েকজন ব্যক্তি মালদা শহরের বাগবাড়ি এলাকায় কোনও অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে জড়ো হয়েছে । সেই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় হানা দিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয় । ধৃতদের হেপাজত থেকে ধারালো অস্ত্রসহ বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যে তাঁরা জমায়েত হয়েছিল । ধৃতদের আজ পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।”