ETV Bharat / state

চাঁচলের গ্রামে নেই টিউবওয়েল, পুকুরের জল খেয়ে আন্ত্রিকে আক্রান্ত 20 - চাঁচলের রাণিদিঘী গ্রাম

চাঁচল ২ ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েতের রানিদিঘি গ্রামে প্রায় ১০০ পরিবারের বসবাস ৷ গ্রামে রয়েছে একটি মাত্র টিউবওয়েল ৷ সেটিও দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে ৷ বাধ্য হয়েই পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের ৷ আন্ত্রিক আতঙ্কে ভুগছে গ্রামেল লোকজন ৷ ইতিমধ্যেই আন্ত্রিকে আক্রান্ত হয়ে দু'জনের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ ৷

আন্ত্রিক আতঙ্কে চাঞ্চলের রাণিদিঘি
author img

By

Published : Oct 24, 2019, 11:06 AM IST

Updated : Oct 24, 2019, 1:05 PM IST

মালদা, 24 অক্টোবর : আন্ত্রিক আতঙ্কে ভুগছে চাঁচলের রানিদিঘি গ্রাম ৷ ইতিমধ্যেই আন্ত্রিকে আক্রান্ত হয়ে দু'জনের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ ৷ ঘটনার খবর পেয়ে গ্রামে যেতেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন প্রশাসনিক কর্তারা ৷

চাঁচল ২ নম্বর ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েতের রানিদিঘি গ্রামে প্রায় ১০০ পরিবারের বসবাস ৷ গ্রামে রয়েছে একটিই মাত্র টিউবওয়েল ৷ সেটিও দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে ৷ বাধ্য হয়েই পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের ৷ বেশ কয়েকদিন ধরে গ্রামের বাসিন্দাদের পেটের রোগ দেখা দিচ্ছে ৷ ইতিমধ্যে, দীপক ভুঁইঞা (১৬) ও দুলিয়া ভুঁইঞা (৫০) নামে দুই গ্রামবাসীর মৃত্যু হয়েছে । তারপর থেকেই গ্রামবাসীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক । গ্রামের হাতুড়ে ডাক্তারদের দিয়েই বাড়িতে চিকিৎসা করাচ্ছে তারা ৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামে যান চাঁচলের মহকুমাশাসক সব্যসাচী রায়, চাঁচল ২ ব্লক আধিকারিক অমিতকুমার সাউ সহ স্বাস্থ্য দপ্তরের কর্তারা ৷ গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের ৷

গ্রামের এক বাসিন্দা সখী হেমব্রম বলেন, "আমাদের টিউবওয়েল নেই, কুয়ো নেই ৷ আমরা কীসের জল খাব ৷ স্থানীয় পঞ্চায়েতকে বহুবার জানানো হয়েছে ৷ ভোট এলে টিউবওয়েল, সাবমার্শল বসানোর প্রতিশ্রুতি মেলে ৷ তারপর আর কিছুই হয় না ৷ ২০ বছর আগে এখানে একটা টিউবওয়েল বসেছিল ৷ সেটাও এখন ভেঙে পড়ে রয়েছে ৷ কয়েকদিন আগে গ্রামে দু'জনের মৃত্যু হয়েছে ৷ এর আগে প্রায় 7-8 জনের মৃত্যু হয়েছে ৷ এখন গ্রামের প্রায় 20জন রোগে আক্রান্ত ৷ এই পরিস্থিতিতে আমাদের খাওয়া-দাওয়া করতেও ভয় লাগছে ৷ অনেকেই গ্রাম ছেড়ে চলে গিয়েছেন ৷"

দেখুন ভিডিয়ো

মহকুমাশাসক সব্যসাচী রায় বলেন, "জেলা পরিষদের সদস্যদের কাছ থেকে বিষয়টি জানতে পারি ৷ গ্রামে এসে দেখতে পেলাম এক শিশু অসুস্থ ৷ তাকে আমরা চাঁচল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি ৷ গ্রামে দীর্ঘদিন ধরেই পানীয় জনের সমস্যা রয়েছে ৷ স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিষয়টি জেনেও কোনও পদক্ষেপ নেননি ৷ আজ গ্রামে একটি টিউবওয়েল বসানো হচ্ছে ৷ আরও দু'টো টিউবওয়েলের জন্য BDO সাহেবের কাছে আবেদন করা হয়েছে ৷ গ্রামে কিছু শৌচাগারের ব্যবস্থা করারও চিন্তাভাবনা করা হচ্ছে ৷" গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ার কারণ হিসেবে তিনি বলেন, "গ্রামে কোনও দুর্ঘটনা ঘটে গেলে এটা স্বাভাবিক ৷ ঘটনার খবর পেয়ে আমরা গ্রামের সমস্যার সমাধানের জন্য এসেছি ৷"

মালদা, 24 অক্টোবর : আন্ত্রিক আতঙ্কে ভুগছে চাঁচলের রানিদিঘি গ্রাম ৷ ইতিমধ্যেই আন্ত্রিকে আক্রান্ত হয়ে দু'জনের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ ৷ ঘটনার খবর পেয়ে গ্রামে যেতেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন প্রশাসনিক কর্তারা ৷

চাঁচল ২ নম্বর ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েতের রানিদিঘি গ্রামে প্রায় ১০০ পরিবারের বসবাস ৷ গ্রামে রয়েছে একটিই মাত্র টিউবওয়েল ৷ সেটিও দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে ৷ বাধ্য হয়েই পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের ৷ বেশ কয়েকদিন ধরে গ্রামের বাসিন্দাদের পেটের রোগ দেখা দিচ্ছে ৷ ইতিমধ্যে, দীপক ভুঁইঞা (১৬) ও দুলিয়া ভুঁইঞা (৫০) নামে দুই গ্রামবাসীর মৃত্যু হয়েছে । তারপর থেকেই গ্রামবাসীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক । গ্রামের হাতুড়ে ডাক্তারদের দিয়েই বাড়িতে চিকিৎসা করাচ্ছে তারা ৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামে যান চাঁচলের মহকুমাশাসক সব্যসাচী রায়, চাঁচল ২ ব্লক আধিকারিক অমিতকুমার সাউ সহ স্বাস্থ্য দপ্তরের কর্তারা ৷ গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের ৷

গ্রামের এক বাসিন্দা সখী হেমব্রম বলেন, "আমাদের টিউবওয়েল নেই, কুয়ো নেই ৷ আমরা কীসের জল খাব ৷ স্থানীয় পঞ্চায়েতকে বহুবার জানানো হয়েছে ৷ ভোট এলে টিউবওয়েল, সাবমার্শল বসানোর প্রতিশ্রুতি মেলে ৷ তারপর আর কিছুই হয় না ৷ ২০ বছর আগে এখানে একটা টিউবওয়েল বসেছিল ৷ সেটাও এখন ভেঙে পড়ে রয়েছে ৷ কয়েকদিন আগে গ্রামে দু'জনের মৃত্যু হয়েছে ৷ এর আগে প্রায় 7-8 জনের মৃত্যু হয়েছে ৷ এখন গ্রামের প্রায় 20জন রোগে আক্রান্ত ৷ এই পরিস্থিতিতে আমাদের খাওয়া-দাওয়া করতেও ভয় লাগছে ৷ অনেকেই গ্রাম ছেড়ে চলে গিয়েছেন ৷"

দেখুন ভিডিয়ো

মহকুমাশাসক সব্যসাচী রায় বলেন, "জেলা পরিষদের সদস্যদের কাছ থেকে বিষয়টি জানতে পারি ৷ গ্রামে এসে দেখতে পেলাম এক শিশু অসুস্থ ৷ তাকে আমরা চাঁচল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি ৷ গ্রামে দীর্ঘদিন ধরেই পানীয় জনের সমস্যা রয়েছে ৷ স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিষয়টি জেনেও কোনও পদক্ষেপ নেননি ৷ আজ গ্রামে একটি টিউবওয়েল বসানো হচ্ছে ৷ আরও দু'টো টিউবওয়েলের জন্য BDO সাহেবের কাছে আবেদন করা হয়েছে ৷ গ্রামে কিছু শৌচাগারের ব্যবস্থা করারও চিন্তাভাবনা করা হচ্ছে ৷" গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ার কারণ হিসেবে তিনি বলেন, "গ্রামে কোনও দুর্ঘটনা ঘটে গেলে এটা স্বাভাবিক ৷ ঘটনার খবর পেয়ে আমরা গ্রামের সমস্যার সমাধানের জন্য এসেছি ৷"

Intro:মালদা, ২৩ অক্টোবরঃ আন্ত্রিক আতঙ্কে ভুগছে চাঁচলের রাণিদিঘী গ্রাম৷ ইতিমধ্যেই আন্ত্রিকে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ৷ রোগে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন৷ ঘটনার খবর পেয়ে গ্রামে ছুটে যেতেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন প্রশাসনিক কর্তারা৷Body:চাঁচল ২ ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েতের রাণিদিঘী গ্রামে প্রায় ১০০ পরিবারের বসবাস৷ গ্রামের একটি মাত্র টিউবওয়েল৷ তাও দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ৷ বাধ্য হয়েই পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের৷ বেশ কয়েকদিন ধরে গ্রামের বাসিন্দাদের পেটের রোগ দেখা দিচ্ছে৷ ইতিমধ্যে দীপক ভুঁইঞা (১৬) এবং দুলিয়া ভুঁইঞা (৫০) নামে দুই গ্রামবাসীর মৃত্যু হয়েছে। এরপরই আতঙ্ক ছড়িয়েছে রাণীদিঘী গ্রামে। গ্রামের হাতুড়ে ডাক্তারদের দিয়েই বাড়িতে চিকিৎসা করাচ্ছেন গ্রামবাসীরা৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামে ছুটে যান চাঁচলের মহকুমাশাসক সভ্যসাচী রায়, চাঁচল ২ ব্লক আধিকারিক অমিতকুমার সাউ সহ স্বাস্থ্য দপ্তরের কর্তারা৷ গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তাঁরা৷
স্থানীয় এক বাসিন্দা সখী হেমব্রম জানান, “আমাদের টিউবওয়েল নেই, কুয়ো নেই৷ আমরা কিসের জল খাব৷ স্থানীয় পঞ্চায়েতকে বহুবার জানানো হয়েছে৷ ভোট এলে টিউবওয়েল, সাবমার্শিবল সব বসানোর প্রতিশ্রুতি মেলে৷ তারপরেই আর কিছু হয়না৷ ২০ বছর আগে এখানে একটা টিউবওয়েল বসেছিল৷ সেটাও এখন ভেঙে পড়ে রয়েছে৷ কয়েকদিন আগে গ্রামে দুজনের মৃত্যু হয়েছে৷ এর আগে প্রায় ৭-৮ জনের মৃত্যু হয়েছে৷ এখন গ্রামের প্রায় ২০ জন রোগে আক্রান্ত৷ এই পরিস্থিতিতে আমাদের খাওয়া-দাওয়া করতেও ভয় লাগছে৷ অনেকেই গ্রাম ছেড়ে চলে গিয়েছেন৷”
Conclusion:মহকুমাশাসক সভ্যসাচী রায় জানান, “জেলা পরিষদের মেম্বারের মাধ্যমে বিষয়টি জানতে পারি৷ গ্রামে এসে দেখতে পেলাম এক শিশু অসুস্থ৷ তাকে আমরা চাঁচল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি৷ গ্রামে দীর্ঘদিন ধরেই পানীয় জনের সমস্যা রয়েছে৷ স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিষয়টি জেনেও কোনও পদক্ষেপ নেননি৷ আজ গ্রামে একটি টিউবওয়েল বসানো হচ্ছে৷ আরও দুটো টিউবওয়েলের জন্য বিডিও সাহেবের কাছে আবেদন করা হয়েছে৷ গ্রামে কিছু শৌচাগারের ব্যবস্থা করারও চিন্তাভাবনা করা হচ্ছে৷” গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ার কারণ হিসেবে তিনি বলেন, “গ্রামে কোনও দুর্ঘটনা ঘটে গেলে এটা স্বাভাবিক৷ ঘটনার খবর পেয়ে আমরা গ্রামের সমস্যার সমাধানে এসেছি৷”
Last Updated : Oct 24, 2019, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.