ETV Bharat / state

"মানুষের জন্য সরকারি কাজ করুন", প্রশাসনিক কর্তাদের বার্তা রাজ্যপালের - malda news

"আমি হাত জোড় করে প্রশাসনিক কর্তাদের কাছে আবেদন করছি, আপনারা মানুষের জন্য সরকারি কাজ করুন, কোনও রাজনৈতিক দলের কাজ নয় ৷ আপনারা রাজনৈতিক দলের হয়ে কাজ করে গণতন্ত্রের উপরেই আঘাত হানছেন ৷ আমার চোখের সামনে এসব ঘটনা ঘটছে ৷" উত্তরবঙ্গ সফরে যাওয়ার সময় মালদা স্টেশনে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন একথা ।

Governor questioned over current situation in state
উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল
author img

By

Published : Oct 31, 2020, 11:07 PM IST

মালদা, 31 অক্টোবর : উত্তরবঙ্গ সফরে যাওয়ার সময়ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ দার্জিলিং যাওয়ার পথে আজ মালদা স্টেশনে তিনি উপস্থিত সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ৷ তাঁর মন্তব্যে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক প্রসঙ্গই উঠে এসেছে ৷ আজও তিনি রাজ্য জুড়ে বোমাবাজি কিংবা অন্য সন্ত্রাসমূলক কাজকর্মের প্রসঙ্গ উত্থাপন করেন ৷ আজ স্টেশনে তাঁর সঙ্গে দেখা করতে যান উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ও বৈষ্ণবনগরের বিধায়ক স্বাধীন সরকার ৷

আজ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে NJP যাওয়ার সময় মালদা স্টেশনে ট্রেনের দরজায় দাঁড়িয়ে রাজ্যপাল বলেন, "উত্তরবঙ্গ এই রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ ৷ এখানে অনেক সম্ভাবনা রয়েছে ৷ এই অংশের যাবতীয় সম্ভাবনা মেলে ধরা হবে ৷ তবে কিছু সমস্যা রয়েছে ৷ দীর্ঘদিন ধরেই সেই সমস্যা চলছে ৷ কিন্তু গোটা বিশ্ব এখন দেখছে, এই দেশ বদলাচ্ছে ৷ গত 70 বছরে যা ধারণাও করা যায়নি, এখন সেটা বাস্তবায়িত হচ্ছে ৷ কেউ ভেবেছিল, ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা বিলোপ হবে ! আমাদের দেশের কথাই আগে ভাবা উচিত ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রেও সব সমস্যার সমাধান করা হবে ৷ তা নিয়ে আমি নিশ্চিত ৷ রামমন্দির নির্মাণ নিয়েও বহু কথা উঠেছিল ৷ কিন্তু সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে, সবাই জানে ৷ অর্থাৎ চেষ্টা থাকলেই সমস্যার সমাধান হয় ৷"

রাজ্যপাল আরও বলেন, "আমি এর আগে তিনবার উত্তরবঙ্গে এসেছি ৷ কিন্তু দার্জিলিং-এ প্রথমবার যাচ্ছি ৷ সেখানে এই রাজ্যের রাজ্যপালের রাজভবন রয়েছে ৷ আমি আমার এক কার্যালয় থেকে আরেক কার্যালয়ে যাচ্ছি ৷ তাই দার্জিলিং এই রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ ৷ আমি সেখানে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে জড়িত লোকজনের সঙ্গে কথা বলব ৷ বিশেষ করে চা বাগানের সঙ্গে যুক্ত লোকজনের সঙ্গে ৷ সেখানকার পর্যটন আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা আমাদের ভেবে দেখতে হবে ৷ দার্জিলিং যাওয়ার আগে আমাকে অনেক হোমওয়ার্ক করতে হয়েছে ৷ আইন কিংবা সংবিধানের বিরুদ্ধে কোনও কাজ করা যাবে না ৷ তাই আমি হাত জোড় করে প্রশাসনিক কর্তাদের কাছে আবেদন করছি, আপনারা মানুষের জন্য সরকারি কাজ করুন, কোনও রাজনৈতিক দলের কাজ নয় ৷ আপনারা রাজনৈতিক দলের হয়ে কাজ করে গণতন্ত্রের উপরেই আঘাত হানছেন ৷ আমার চোখের সামনে এসব ঘটনা ঘটছে ৷ কিছু মানুষ বিষয়টি বুঝেছেন ৷ কিছু মানুষ বুঝতে দেরি করে সংকট আরও বাড়িয়ে তুলছেন ৷"

গোর্খাল্যান্ড ইস্যুতে রাজ্যপালের প্রতিক্রিয়া, "গত 70 বছরে দেশে প্রচুর সমস্যা দেখা দিয়েছে ৷ মানুষ ভাবতে পারেনি, কীভাবে সেসব সমস্যার সমাধান হবে ৷ সেসব সমস্যার সমাধান হয়েছে ৷ যে কোনও সমস্যার সমাধান ভারতীয় সংবিধানে রয়েছে ৷ শুধু সমস্যার শিকড়ে পৌঁছোতে হবে ৷ নির্দিষ্ট জায়গায় সমস্যার আলোচনা করতে হবে ৷"

মালদা, 31 অক্টোবর : উত্তরবঙ্গ সফরে যাওয়ার সময়ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ দার্জিলিং যাওয়ার পথে আজ মালদা স্টেশনে তিনি উপস্থিত সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ৷ তাঁর মন্তব্যে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক প্রসঙ্গই উঠে এসেছে ৷ আজও তিনি রাজ্য জুড়ে বোমাবাজি কিংবা অন্য সন্ত্রাসমূলক কাজকর্মের প্রসঙ্গ উত্থাপন করেন ৷ আজ স্টেশনে তাঁর সঙ্গে দেখা করতে যান উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ও বৈষ্ণবনগরের বিধায়ক স্বাধীন সরকার ৷

আজ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে NJP যাওয়ার সময় মালদা স্টেশনে ট্রেনের দরজায় দাঁড়িয়ে রাজ্যপাল বলেন, "উত্তরবঙ্গ এই রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ ৷ এখানে অনেক সম্ভাবনা রয়েছে ৷ এই অংশের যাবতীয় সম্ভাবনা মেলে ধরা হবে ৷ তবে কিছু সমস্যা রয়েছে ৷ দীর্ঘদিন ধরেই সেই সমস্যা চলছে ৷ কিন্তু গোটা বিশ্ব এখন দেখছে, এই দেশ বদলাচ্ছে ৷ গত 70 বছরে যা ধারণাও করা যায়নি, এখন সেটা বাস্তবায়িত হচ্ছে ৷ কেউ ভেবেছিল, ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা বিলোপ হবে ! আমাদের দেশের কথাই আগে ভাবা উচিত ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রেও সব সমস্যার সমাধান করা হবে ৷ তা নিয়ে আমি নিশ্চিত ৷ রামমন্দির নির্মাণ নিয়েও বহু কথা উঠেছিল ৷ কিন্তু সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে, সবাই জানে ৷ অর্থাৎ চেষ্টা থাকলেই সমস্যার সমাধান হয় ৷"

রাজ্যপাল আরও বলেন, "আমি এর আগে তিনবার উত্তরবঙ্গে এসেছি ৷ কিন্তু দার্জিলিং-এ প্রথমবার যাচ্ছি ৷ সেখানে এই রাজ্যের রাজ্যপালের রাজভবন রয়েছে ৷ আমি আমার এক কার্যালয় থেকে আরেক কার্যালয়ে যাচ্ছি ৷ তাই দার্জিলিং এই রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ ৷ আমি সেখানে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে জড়িত লোকজনের সঙ্গে কথা বলব ৷ বিশেষ করে চা বাগানের সঙ্গে যুক্ত লোকজনের সঙ্গে ৷ সেখানকার পর্যটন আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা আমাদের ভেবে দেখতে হবে ৷ দার্জিলিং যাওয়ার আগে আমাকে অনেক হোমওয়ার্ক করতে হয়েছে ৷ আইন কিংবা সংবিধানের বিরুদ্ধে কোনও কাজ করা যাবে না ৷ তাই আমি হাত জোড় করে প্রশাসনিক কর্তাদের কাছে আবেদন করছি, আপনারা মানুষের জন্য সরকারি কাজ করুন, কোনও রাজনৈতিক দলের কাজ নয় ৷ আপনারা রাজনৈতিক দলের হয়ে কাজ করে গণতন্ত্রের উপরেই আঘাত হানছেন ৷ আমার চোখের সামনে এসব ঘটনা ঘটছে ৷ কিছু মানুষ বিষয়টি বুঝেছেন ৷ কিছু মানুষ বুঝতে দেরি করে সংকট আরও বাড়িয়ে তুলছেন ৷"

গোর্খাল্যান্ড ইস্যুতে রাজ্যপালের প্রতিক্রিয়া, "গত 70 বছরে দেশে প্রচুর সমস্যা দেখা দিয়েছে ৷ মানুষ ভাবতে পারেনি, কীভাবে সেসব সমস্যার সমাধান হবে ৷ সেসব সমস্যার সমাধান হয়েছে ৷ যে কোনও সমস্যার সমাধান ভারতীয় সংবিধানে রয়েছে ৷ শুধু সমস্যার শিকড়ে পৌঁছোতে হবে ৷ নির্দিষ্ট জায়গায় সমস্যার আলোচনা করতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.