ETV Bharat / state

Land Mafia: জমি মাফিয়ার দাপটে পুকুর সংস্কারে পিছু হটল প্রশাসন

author img

By

Published : Nov 5, 2022, 10:16 PM IST

ক্রমশই রাজ্যে বাড়ছে জমি মাফিয়াদের দৌরাত্ম্য (Land Mafia)৷ মাফিয়া রাজের জেরে পুকুর ভরাট রুখতে গিয়ে পিছু হটল মালদা প্রশাসন ৷ মাফিয়াদের হুমকির জেরে পুকুর সংস্কার করতে না পেরে পিছু হটল প্রশাসন ৷

Land Mafia
মালদায় জমি মাফিয়া দাপট

মালদা, 5 নভেম্বর: জমি মাফিয়াদের দাপটে পিছু হটতে হল প্রশাসনকে (Land Mafia)। ভরাট হওয়া পুকুর সংস্কারে গিয়েও মাফিয়াদের হুমকির জেরে এসকেভটর ও ট্র্যাক্টর না-পেয়ে খালি হাতে ফিরতে হল প্রশাসনিক কর্তাদের। মালদার বাগবাড়ি এলাকার ঘটনা ৷

মালদা শহরে জলাজমি ভরাটের সমস্যা দীর্ঘদিনের। প্রশাসনের নাকের ডগায় একের পর এক জলাশয় ভরাট হয়েছে। গত কয়েক মাস ধরে এরকমই এক জলাজমি ভরাট হচ্ছিল বাগবাড়ি এলাকায়। বিষয়টি নজরে আসে প্রশাসনের। ওই পুকুরের জমি মালিককে নোটিশ দিয়ে একাধিকবার পুকুর সংস্কার করতে বলা হয় প্রশাসনের পক্ষ থেকে। পুকুর সংস্কার কাজ শুরু দূর অস্ত, উলটে কিছুদিন পর থেকে ফের জলাশয় ভরাটের কাজ শুরু হয়। বাধ্য হয়ে সাবির শেখ ও নজরুল শেখ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে এসআইআর দায়ের করেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক। আজ সেই পুকুর সংস্কার করতে যান ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। প্রশাসনের এই অভিযানের বিষয়টি মাফিয়াদের নজরে আসতেই রাস্তায় লরি দাঁড় করিয়ে সংস্কারের কাজে বাধা দেন ৷ বাধ্য হয়েই জলাশয়টি সংস্কার না করেই ফিরে আসেন তাঁরা ৷

মালদায় জমি মাফিয়া দাপট

আরও পড়ুন: বন্দুক হাতে জমি মাফিয়ার দৌরাত্ম্য, তৃণমূল কাউন্সিলরের হুঁশিয়ারি

প্রসঙ্গেই ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক কিশোর বিশ্বাস বলেন, “আমাদের কাছে খবর আসে বাগবাড়ি এলাকায় একটি জমি ভরাট হচ্ছে। সেই খবরের ভিত্তিতে আমরা তদন্তে আসি। দেখা যায় সত্যি পুকুর ভরাটের কাজ চলছে। এরপরই আমরা নোটিশ জারি করি। বারবার নোটিশ জারি করে পুকুর সংস্কার করতে বলা হলেও সেই কাজ করা হয়নি। উলটে কিছুদিন পর ফের পুকুর ভরাটের কাজ শুরু হয়। আজ ভরাট হওয়া পুকুর সংস্কার করতে আসি। যে ব্যক্তির নামে এফআইআর হয়েছে, সেই ব্যক্তি আমাদের ট্র্যাক্টরের চালকদের হুমকি দেয়। এরপরেই সমস্ত চালক ট্র্যাক্টর নিয়ে চলে যায়। তবে পুকুর সংস্কারের কাজ শুরু করা যায়নি।”

মালদা, 5 নভেম্বর: জমি মাফিয়াদের দাপটে পিছু হটতে হল প্রশাসনকে (Land Mafia)। ভরাট হওয়া পুকুর সংস্কারে গিয়েও মাফিয়াদের হুমকির জেরে এসকেভটর ও ট্র্যাক্টর না-পেয়ে খালি হাতে ফিরতে হল প্রশাসনিক কর্তাদের। মালদার বাগবাড়ি এলাকার ঘটনা ৷

মালদা শহরে জলাজমি ভরাটের সমস্যা দীর্ঘদিনের। প্রশাসনের নাকের ডগায় একের পর এক জলাশয় ভরাট হয়েছে। গত কয়েক মাস ধরে এরকমই এক জলাজমি ভরাট হচ্ছিল বাগবাড়ি এলাকায়। বিষয়টি নজরে আসে প্রশাসনের। ওই পুকুরের জমি মালিককে নোটিশ দিয়ে একাধিকবার পুকুর সংস্কার করতে বলা হয় প্রশাসনের পক্ষ থেকে। পুকুর সংস্কার কাজ শুরু দূর অস্ত, উলটে কিছুদিন পর থেকে ফের জলাশয় ভরাটের কাজ শুরু হয়। বাধ্য হয়ে সাবির শেখ ও নজরুল শেখ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে এসআইআর দায়ের করেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক। আজ সেই পুকুর সংস্কার করতে যান ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। প্রশাসনের এই অভিযানের বিষয়টি মাফিয়াদের নজরে আসতেই রাস্তায় লরি দাঁড় করিয়ে সংস্কারের কাজে বাধা দেন ৷ বাধ্য হয়েই জলাশয়টি সংস্কার না করেই ফিরে আসেন তাঁরা ৷

মালদায় জমি মাফিয়া দাপট

আরও পড়ুন: বন্দুক হাতে জমি মাফিয়ার দৌরাত্ম্য, তৃণমূল কাউন্সিলরের হুঁশিয়ারি

প্রসঙ্গেই ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক কিশোর বিশ্বাস বলেন, “আমাদের কাছে খবর আসে বাগবাড়ি এলাকায় একটি জমি ভরাট হচ্ছে। সেই খবরের ভিত্তিতে আমরা তদন্তে আসি। দেখা যায় সত্যি পুকুর ভরাটের কাজ চলছে। এরপরই আমরা নোটিশ জারি করি। বারবার নোটিশ জারি করে পুকুর সংস্কার করতে বলা হলেও সেই কাজ করা হয়নি। উলটে কিছুদিন পর ফের পুকুর ভরাটের কাজ শুরু হয়। আজ ভরাট হওয়া পুকুর সংস্কার করতে আসি। যে ব্যক্তির নামে এফআইআর হয়েছে, সেই ব্যক্তি আমাদের ট্র্যাক্টরের চালকদের হুমকি দেয়। এরপরেই সমস্ত চালক ট্র্যাক্টর নিয়ে চলে যায়। তবে পুকুর সংস্কারের কাজ শুরু করা যায়নি।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.