মালদা, 25 মে : বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে মালদা মেডিক্যালে চালু হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট ৷ আর এই প্ল্যান্ট চালু হলে মেডিক্যালে ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারগুলি পাঠিয়ে দেওয়া হবে জেলার প্রত্যন্ত হাসপাতালে ৷ মেডিক্যালের অক্সিজেন প্ল্যান্ট পরিদর্শন করে একথা জানান মালদার জেলাশাসক রাজর্ষি মিত্র ৷
করোনা আবহে রাজ্য জুড়ে অক্সিজেনের চাহিদা বেড়েছে ৷ চাহিদা বেড়েছে মালদা মেডিক্যালেও ৷ অক্সিজেনের ঘাটতি মেটাতে মালদা মেডিক্যালে প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ ইতিমধ্যে মালদায় এসে পৌঁছেছে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক ৷ ইনস্টলও করা হয়েছে সেই ট্যাঙ্কটি ৷ তবে এখনও কিছু কাজ বাকি রয়েছে ৷ গতকাল সেই কাজ খতিয়ে দেখেন জেলাশাসক রাজর্ষি মিত্র ৷ সঙ্গে ছিলেন মালদা মেডিক্যালের আধিকারিকরা ৷
আরও পড়ুন : আজই সুপ্রিম কোর্টে নারদ মামলার শুনানি
জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, “মালদা মেডিক্যালে লিকুইড অক্সিজেনের প্ল্যান্ট বসানো হচ্ছে ৷ সেই কাজ খতিয়ে দেখলাম ৷ আগামী বৃহস্পতি কিংবা শুক্রবার থেকে প্ল্যান্ট চালু হয়ে যাবে ৷ প্ল্যান্টের কাজ শেষ হলেও এখনও পাইপ লাইনের কাজ বাকি রয়েছে ৷ কলকাতা থেকে লোক এসে লাইনের কাজ করবেন ৷ এই কাজ হয়ে গেলে মালদা মেডিক্যালে আর অক্সিজেন সিলিন্ডারের ঝামেলা থাকবে না ৷ পাইপলাইনের মাধ্যমে কোভিড ইউনিটে সরাসরি অক্সিজেন সরবরাহ করা হবে৷ এই সিলিন্ডারগুলি আমরা জেলার প্রত্যন্ত হাসপাতালগুলিতে পাঠিয়ে দেব ৷”