মালদা, ২৯ মার্চ : কোরোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ লকডাউনে আর্থিক সংকটের মুখে পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষেরা ৷ এই পরিস্থিতিতে পৌরসভা থেকে প্রতিটি ওয়ার্ডের দুস্থ নাগরিকদের চাল, আলু, পেঁয়াজ বিলি করা হচ্ছে ৷ আজ এই চাল, আলু বিলির পরিমাণের বৈষম্যকে কেন্দ্র করেই বিক্ষোভ দেখান মালদার ইংরেজবাজার পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ৷
গতকাল থেকেই এই বিতরণ শুরু হয়েছে । আজ পৌরসভার 26 নম্বর ওয়ার্ডে চাল, আলু বিলি করা হচ্ছিল । সেই সময় বিতরণে বৈষম্য নিয়ে স্থানীয়রা বিক্ষোভ দেখান ৷ ইংরেজবাজার 26 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন ওয়ার্ডে চাল আলু পেঁয়াজ বিতরণে বৈষম্য করছে পৌরসভা ৷ অন্যান্য ওয়ার্ডে চাল, আলু, পেঁয়াজের পরিমাণ অনেক বেশি করে দেওয়া হচ্ছে । অথচ এই ওয়ার্ডে তুলনামূলক অনেক কম পরিমাণে চাল, আলু দেওয়া হচ্ছে । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে আসেন কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়াড়ি ৷ স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তিনি ৷ এরপর কাউন্সিলরের কাছে লিখিত অভিযোগ জমা দেন বাসিন্দারা ৷
নরেন্দ্রনাথ তিওয়াড়ি বলেন, " আজ পৌরসভা থেকে দুস্থদের অনুদান দেওয়ার কর্মসূচি ছিল । এই অনুদান বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন পরিমাণে দেওয়া হচ্ছে । যে ওয়ার্ডে বেশি পরিমাণে অনুদান দেওয়া হচ্ছে সেখানকার বাসিন্দারা খুশি হচ্ছেন । আবার যে সব ওয়ার্ডে কম পরিমাণে দেওয়া হচ্ছে সেখানে বাসিন্দারা প্রতিবাদ করছেন । সেই ঘটনা এই ওয়ার্ডের গয়েশপুর কলতাপাড়ায় ঘটেছে । আমাদের পৌরসভা থেকে যে পরিমাণের সামগ্রী দেওয়া হয়েছে, আমরা সেই পরিমাণ চাল, আলু, পেঁয়াজ বাসিন্দাদের মধ্যে ভাগ করে দিচ্ছি । পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নিজেদের ওয়ার্ডে বেশি পরিমাণে চাল, আলু, পেঁয়াজ বিলি করছেন । মানুষ তা জানতে পেরেই ক্ষুব্ধ হয়েছেন । এই ওয়ার্ডের বাসিন্দারাও সমপরিমাণে চাল-আলু চাইছেন । বিষয়টি আমি চেয়ারম্যানকে জানিয়েছি । স্থানীয়রা লিখিত অভিযোগ দিয়েছেন । সেই অভিযোগ আমরা চেয়ারম্যান ও জেলাশাসককে দেব । "