ETV Bharat / state

সীমা পেরোলে পশ্চিমবঙ্গের জন্য পৃথক ভাবনার আবেদন জানাব : দেবশ্রী - west bengal

কলকাতা যাওয়ার পথে 34 নম্বর জাতীয় সড়কে মালদার রথবাড়িতে সন্দেশখালি ইশু প্রসঙ্গে কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চৌধুরি বলেন, "রাজ্যে গণতন্ত্র কিংবা আইনের শাসন বলে কিছু নেই । এর বিরুদ্ধে আমরা নিজেদের মতো করে প্রতিবাদ জানাব । কিন্তু একটা সীমা পেরিয়ে গেলে রাষ্ট্রপতির কাছে পশ্চিমবঙ্গের জন্য আলাদা কিছু ভাবার আবেদন জানাব । আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে , তাতে সম্পূর্ণভাবে মদত দিচ্ছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।"

দেবশ্রী চৌধুরি, কেন্দ্রীয়মন্ত্রী
author img

By

Published : Jun 9, 2019, 5:53 PM IST

Updated : Jun 9, 2019, 7:11 PM IST

মালদা, 9 জুন : রাজ্যে গণতন্ত্র কিংবা আইনের শাসন বলে কিছুই নেই । নির্দিষ্ট সীমা অতিক্রান্ত হলেই রাষ্ট্রপতির কাছে অন্য পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হবে । সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে প্রকারান্তরে রাষ্ট্রপতি শাসন জারির ইঙ্গিতই দিলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি ।

শুনুন বক্তব্য়

আজ ইসলামপুর থেকে সড়কপথে কলকাতা যাওয়ার পথে 34 নম্বর জাতীয় সড়কে মালদার রথবাড়ি মোড়ে দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন দেবশ্রী চৌধুরি । সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, "এখন পশ্চিমবঙ্গে ৭২ সালের থেকেও কয়েকগুণ খারাপ অবস্থা তৈরি হয়েছে । রাজ্যে গণতন্ত্র কিংবা আইনের শাসন বলে কিছু নেই । এর বিরুদ্ধে আমরা নিজেদের মতো করে প্রতিবাদ জানাব । কিন্তু একটা সীমা পেরিয়ে গেলে রাষ্ট্রপতির কাছে পশ্চিমবঙ্গের জন্য আলাদা কিছু ভাবার আবেদন জানাব । আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সম্পূর্ণভাবে মদত দিচ্ছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সন্দেশখালিতে BJP-র একজন মণ্ডল সভাপতি সহ চার জনকে দুষ্কৃতীরা খুন করেছে । পঞ্চায়েত নির্বাচন থেকে হত্যার রাজনীতি শুরু হয়েছে । লোকসভা নির্বাচনের পর থেকে এরাজ্যে আমাদের দলীয় কর্মীদের লাগাতার হত্যা করা হচ্ছে৷ ।"

এই সংক্রান্ত আরও খবর : পশ্চিমবঙ্গের পরিস্থিতি 'উদ্বেগজনক', আইন-শৃঙ্খলা রক্ষায় কড়া নির্দেশ কেন্দ্রের : সূত্র

পাশাপাশি, পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন দেবশ্রী চৌধুরি । তিনি বলেন, "পুলিশ এখন দলদাস হয়ে গেছে৷ পুলিশ মনে করছে, চাকরি বাঁচিয়ে রাখতে গেলে শুধু তৃণমূলের হয়ে কাজ করতে হবে ।" কেন্দ্রীয়মন্ত্রী দাবি করেন, আমরা রাজনৈতিকভাবে তৃণমূলের মোকাবিলা করতে চাই । আমরা যদি ঘাত-প্রতিঘাতে যাই, তাহলে ছোট্ট একটা আঞ্চলিক রাজনৈতিক দলকে পিষে মারতে আমাদের কয়েক সেকেন্ড লাগবে । কিন্তু ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রকে রক্ষা করে চলে ।"

মালদা, 9 জুন : রাজ্যে গণতন্ত্র কিংবা আইনের শাসন বলে কিছুই নেই । নির্দিষ্ট সীমা অতিক্রান্ত হলেই রাষ্ট্রপতির কাছে অন্য পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হবে । সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে প্রকারান্তরে রাষ্ট্রপতি শাসন জারির ইঙ্গিতই দিলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি ।

শুনুন বক্তব্য়

আজ ইসলামপুর থেকে সড়কপথে কলকাতা যাওয়ার পথে 34 নম্বর জাতীয় সড়কে মালদার রথবাড়ি মোড়ে দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন দেবশ্রী চৌধুরি । সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, "এখন পশ্চিমবঙ্গে ৭২ সালের থেকেও কয়েকগুণ খারাপ অবস্থা তৈরি হয়েছে । রাজ্যে গণতন্ত্র কিংবা আইনের শাসন বলে কিছু নেই । এর বিরুদ্ধে আমরা নিজেদের মতো করে প্রতিবাদ জানাব । কিন্তু একটা সীমা পেরিয়ে গেলে রাষ্ট্রপতির কাছে পশ্চিমবঙ্গের জন্য আলাদা কিছু ভাবার আবেদন জানাব । আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সম্পূর্ণভাবে মদত দিচ্ছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সন্দেশখালিতে BJP-র একজন মণ্ডল সভাপতি সহ চার জনকে দুষ্কৃতীরা খুন করেছে । পঞ্চায়েত নির্বাচন থেকে হত্যার রাজনীতি শুরু হয়েছে । লোকসভা নির্বাচনের পর থেকে এরাজ্যে আমাদের দলীয় কর্মীদের লাগাতার হত্যা করা হচ্ছে৷ ।"

এই সংক্রান্ত আরও খবর : পশ্চিমবঙ্গের পরিস্থিতি 'উদ্বেগজনক', আইন-শৃঙ্খলা রক্ষায় কড়া নির্দেশ কেন্দ্রের : সূত্র

পাশাপাশি, পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন দেবশ্রী চৌধুরি । তিনি বলেন, "পুলিশ এখন দলদাস হয়ে গেছে৷ পুলিশ মনে করছে, চাকরি বাঁচিয়ে রাখতে গেলে শুধু তৃণমূলের হয়ে কাজ করতে হবে ।" কেন্দ্রীয়মন্ত্রী দাবি করেন, আমরা রাজনৈতিকভাবে তৃণমূলের মোকাবিলা করতে চাই । আমরা যদি ঘাত-প্রতিঘাতে যাই, তাহলে ছোট্ট একটা আঞ্চলিক রাজনৈতিক দলকে পিষে মারতে আমাদের কয়েক সেকেন্ড লাগবে । কিন্তু ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রকে রক্ষা করে চলে ।"

Intro:মালদা, ৯ জুনঃ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি৷ আজ মালদা শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁর মুখ থেকে বেরিয়ে এসেছে সেই ইঙ্গিত৷ তৃণমূলকে পিষে মারতে কয়েক সেকেন্ড সময় লাগবে বলেও মন্তব্য করেন তিনি৷Body:ইসলামপুর থেকে সড়কপথে কলকাতা যাওয়ার পথে মালদা শহরের রথবাড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারেই কিছুক্ষণের জন্য সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি৷ তিনি বলেন, "সন্দেশখালিতে ভারতীয় জনতা পার্টির একজন মণ্ডল সভাপতি সহ ৪ জনকে দুষ্কৃতীরা খুন করেছে৷ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন থেকে হত্যার রাজনীতি শুরু হয়েছে৷ লোকসভা নির্বাচনে সারা দেশে ৫৪৩টি কেন্দ্রে নির্বাচন হয়েছে৷ কোথাও থেকে কোনও অশান্তির খবর আসেনি৷ অথচ লোকসভা নির্বাচনের পর থেকে এই রাজ্যে আমাদের দলীয় কর্মীদের লাগাতার হত্যা করা হচ্ছে৷ তারই বিরুদ্ধে আজ পথ অবরোধের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি৷ আমরা গণতন্ত্র বাঁচাও যাত্রা শুরুর আগে বলেছিলাম, ১৯৭২ সালের কালো দিন ফের আসতে চলেছে পশ্চিমবঙ্গে৷ যাঁরা ১৯৭২ সাল দেখেছেন, তাঁরা আজ বলছেন, এখন পশ্চিমবঙ্গে ৭২ সালের থেকেও কয়েকগুন খারাপ অবস্থা তৈরি হয়েছে৷ পশ্চিমবঙ্গে এখন গণতন্ত্র কিংবা আইনের শাসন বলে কিছু নেই৷ এর বিরুদ্ধে আমরা নিজেদের প্রতিবাদ জানাব৷ কিন্তু একটা সীমা পেরিয়ে গেলে আমরা রাষ্ট্রপতির কাছে পশ্চিমবঙ্গের জন্য আলাদা কিছু ভাবার আবেদন জানাব৷ আজ পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সম্পূর্ণভাবে মদত দিচ্ছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী৷ লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী হঠাৎ ঘোষণা করে দিলেন, বিরোধীরা রাজ্যের কোথাও বিজয় মিছিল করতে পারবে না৷ অথচ তাঁর দল পরদিনই বোলপুরে অসিত মালের সমর্থনে বিজয় মিছিল করেছে৷ উনি প্রকারান্তরে বলতে চাইছেন, আমি পিটিয়ে সবাইকে সিধে করে রাখব৷ তাঁর ইশারা পেয়েই গতকাল গঙ্গারামপুরে সিভিক ভলান্টিয়াররা সাধারণ মানুষকে লাঠিপেটা করেছে৷ অথচ সিভিক ভলান্টিয়াররা হাতে লাঠি নিতে পারেন না৷ এই ব্যবস্থাকে অবিলম্বে শেষ করার প্রয়োজন রয়েছে৷"Conclusion:দেবশ্রী আরও বলেন, "পুলিশ এখন দলদাস হয়ে গেছে৷ পুলিশ মনে করছে, চাকরি বাঁচিয়ে রাখতে গেলে শুধু তৃণমূলের হয়ে কাজ করতে হবে৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ প্রশাসনও বুঝতে পারছে না, তাদের এক্তিয়ার কিংবা দৌড় কতটা৷ তবে আমরা রাজনৈতিকভাবেই তৃণমূলের মোকাবিলা করতে চাই৷ আমরা যদি ঘাত-প্রতিঘাতে যাই, তাহলে ছোট্ট একটা আঞ্চলিক রাজনৈতিক দলকে পিষে মারতে আমাদের কয়েক সেকেন্ড লাগবে৷ লোকসভা ভোটে ওদের ৩৬ থেকে ২২ বানিয়ে দিয়েছি৷ প্রতিদিন ওই দলের বিধায়ক, কাউন্সিলররা আমাদের দলে আসছেন৷ কিন্তু ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রকে রক্ষা করে চলে৷"
Last Updated : Jun 9, 2019, 7:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.