ETV Bharat / state

কিশোরী অস্বাভাবিক মৃত্যু, অভিযোগের তীর প্রেমিকের বিরুদ্ধে - পুরাতন মালদা

কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য় পুরাতন মালদার যাত্রাডাঙায় ৷ এই ঘটনায় কিশোরীর প্রেমিকের বিরুদ্ধে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ ৷ ঘটনার পর থেকেই ওই যুবক পলাতক বলে জানা গিয়েছে ৷

dead-body-of-a-minor-girl-has-found-under-a-pole-in-malda
কিশোরী অস্বাভাবিক মৃত্যু, অভিযোগের তীর প্রেমিকের বিরুদ্ধে
author img

By

Published : Feb 13, 2021, 2:23 PM IST

মালদা, 13 ফেব্রুয়ারি : বাড়ি থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে নির্মীয়মান কার্লভাটের নিচ থেকে মিলল মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রীর রক্তাক্ত দেহ৷ মৃতের নাম ভারতী হেমব্রম এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদার যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের পোপড়া এলাকায় ৷ ঘটনায় ওই কিশোরীর প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে ৷ ঘটনার পর থেকে ওই যুবকের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ গোটা ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

বছর 17’র ভারতী হেমব্রমের বাড়ি যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের দুধিয়াবাড়ি গ্রামে ৷ সে স্থানীয় পোপড়া ঈশ্বরলাল হাইস্কুলে দশম শ্রেণিতে পড়ত ৷ কয়েক বছর আগে তার বাবা মারা গিয়েছেন ৷ মা সুমী সোরেন কৃষি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন ৷ তাঁর দুই মেয়ে, এক ছেলে ৷ পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো গতকাল রাত ন’টা নাগাদ খেয়ে দিদি শান্তমুনির সঙ্গে ঘুমিয়ে পড়ে ভারতী ৷ কিন্তু, আজ সকাল থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ বেলা বাড়তে খবর আসে, বাড়ি থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে পোপড়া গ্রামে নির্মীয়মান একটি কালভার্টের নিচে তার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে ৷ এরপরেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায় ৷

খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালদা থানার পুলিশ ৷ ঘটনাস্থল থেকে একটি হাতঘড়ি ও মোটরবাইকের একটি লুকিং গ্লাস উদ্ধার হয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাতে কোথাও যাওয়ার সময় সম্ভবত দুর্ঘটনার শিকার হয়েছে ভারতী ৷ যদিও পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এটা কোনও দুর্ঘটনা নয় ৷ কারণ, যেখানে দেহটি উদ্ধার হয়েছে তা রাস্তা থেকে অন্তত 30 ফুট নিচে ৷ দুর্ঘটনা হলে সেখান থেকে বাইক রাস্তায় তোলা কারও পক্ষে সম্ভব নয় ৷ তাছাড়া তেমনটা হলে আগে বাইকচালকের দেহ পাওয়া যেত ৷ সবার সন্দেহ, ওই ছাত্রীকে খুন করে এই জায়গায় ফেলে দেওয়া হয়েছে৷

আরও পড়ুন : অধ্যাপকের অস্বাভাবিক মৃত্যু, বেপাত্তা স্ত্রী

এদিকে ভারতীর এক বন্ধু পারমিতা সোরেন পুলিশকে জানিয়েছে, তার বন্ধুর সঙ্গে স্থানীয় সোনাঝুরি গ্রামের এক যুবকের ভালবাসার সম্পর্ক ছিল ৷ বছর খানেক আগে ওই যুবক ভারতীকে তাদের বাড়িতে নিয়েও যায় ৷ কিন্তু আদিবাসী সমাজের রীতি, একই পদবীর মধ্যে বিয়ে হয় না ৷ তাই ওই যুবকের পরিবার ভারতীকে তার বাড়িতে রেখে আসে ৷ কিন্তু তার পরেও ওই যুবকের সঙ্গে ভারতীর সম্পর্ক ছিল ৷ গত পরশু ভারতী তাকে নিয়ে গাজোল হাটে গিয়েছিল ৷ সেই সময় হাটে ওই যুবক ভারতীকে হুমকিও দেয় ৷ পারমিতার কাছে এই খবর পেয়ে পুলিশ সোনাঝুরি গ্রামের ওই যুবকের বাড়িতে যায় ৷ তবে, তার বাড়ি থেকে জানানো হয়েছে, গতকাল রাত 12টা নাগাদ ওই যুবক বাড়ি থেকে বেরিয়ে যায় ৷ তারপর সে আর বাড়ি ফিরে আসেনি ৷ গোটা ঘটনা নিয়ে যথাযথ তদন্তের দাবি করেছেন স্থানীয়রা ৷

মালদা, 13 ফেব্রুয়ারি : বাড়ি থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে নির্মীয়মান কার্লভাটের নিচ থেকে মিলল মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রীর রক্তাক্ত দেহ৷ মৃতের নাম ভারতী হেমব্রম এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদার যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের পোপড়া এলাকায় ৷ ঘটনায় ওই কিশোরীর প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে ৷ ঘটনার পর থেকে ওই যুবকের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ গোটা ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

বছর 17’র ভারতী হেমব্রমের বাড়ি যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের দুধিয়াবাড়ি গ্রামে ৷ সে স্থানীয় পোপড়া ঈশ্বরলাল হাইস্কুলে দশম শ্রেণিতে পড়ত ৷ কয়েক বছর আগে তার বাবা মারা গিয়েছেন ৷ মা সুমী সোরেন কৃষি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন ৷ তাঁর দুই মেয়ে, এক ছেলে ৷ পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো গতকাল রাত ন’টা নাগাদ খেয়ে দিদি শান্তমুনির সঙ্গে ঘুমিয়ে পড়ে ভারতী ৷ কিন্তু, আজ সকাল থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ বেলা বাড়তে খবর আসে, বাড়ি থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে পোপড়া গ্রামে নির্মীয়মান একটি কালভার্টের নিচে তার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে ৷ এরপরেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায় ৷

খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালদা থানার পুলিশ ৷ ঘটনাস্থল থেকে একটি হাতঘড়ি ও মোটরবাইকের একটি লুকিং গ্লাস উদ্ধার হয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাতে কোথাও যাওয়ার সময় সম্ভবত দুর্ঘটনার শিকার হয়েছে ভারতী ৷ যদিও পরিবার ও স্থানীয়দের অভিযোগ, এটা কোনও দুর্ঘটনা নয় ৷ কারণ, যেখানে দেহটি উদ্ধার হয়েছে তা রাস্তা থেকে অন্তত 30 ফুট নিচে ৷ দুর্ঘটনা হলে সেখান থেকে বাইক রাস্তায় তোলা কারও পক্ষে সম্ভব নয় ৷ তাছাড়া তেমনটা হলে আগে বাইকচালকের দেহ পাওয়া যেত ৷ সবার সন্দেহ, ওই ছাত্রীকে খুন করে এই জায়গায় ফেলে দেওয়া হয়েছে৷

আরও পড়ুন : অধ্যাপকের অস্বাভাবিক মৃত্যু, বেপাত্তা স্ত্রী

এদিকে ভারতীর এক বন্ধু পারমিতা সোরেন পুলিশকে জানিয়েছে, তার বন্ধুর সঙ্গে স্থানীয় সোনাঝুরি গ্রামের এক যুবকের ভালবাসার সম্পর্ক ছিল ৷ বছর খানেক আগে ওই যুবক ভারতীকে তাদের বাড়িতে নিয়েও যায় ৷ কিন্তু আদিবাসী সমাজের রীতি, একই পদবীর মধ্যে বিয়ে হয় না ৷ তাই ওই যুবকের পরিবার ভারতীকে তার বাড়িতে রেখে আসে ৷ কিন্তু তার পরেও ওই যুবকের সঙ্গে ভারতীর সম্পর্ক ছিল ৷ গত পরশু ভারতী তাকে নিয়ে গাজোল হাটে গিয়েছিল ৷ সেই সময় হাটে ওই যুবক ভারতীকে হুমকিও দেয় ৷ পারমিতার কাছে এই খবর পেয়ে পুলিশ সোনাঝুরি গ্রামের ওই যুবকের বাড়িতে যায় ৷ তবে, তার বাড়ি থেকে জানানো হয়েছে, গতকাল রাত 12টা নাগাদ ওই যুবক বাড়ি থেকে বেরিয়ে যায় ৷ তারপর সে আর বাড়ি ফিরে আসেনি ৷ গোটা ঘটনা নিয়ে যথাযথ তদন্তের দাবি করেছেন স্থানীয়রা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.