ETV Bharat / state

Malda Dance Controversy স্বাধীনতা দিবসে চটুল নাচের আসরে তৃণমূলের অঞ্চল সভাপতি, কটাক্ষ বিরোধীদের - সোশাল মিডিয়ায় ভাইরাল

স্বাধীনতা দিবস উদযাপনে চটুল নাচের আসর (Dance controversy at Independence Day celebration)। আসরে বসে রয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি । তাঁর উপস্থিতিতেই কোমর দুলিয়ে টাকা ওড়াচ্ছেন স্থানীয় কিছু মানুষ। এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় (Social Media) (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত)।

Dance Controversy in Malda
ETV Bharat
author img

By

Published : Aug 21, 2022, 10:55 PM IST

মালদা, 21 অগস্ট: ইংরেজবাজারের অন্তর্গত শোভানগরের চণ্ডীপুর এলাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ঘিরে বিতর্ক । অনুষ্ঠানের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মঞ্চে বসে রয়েছেন তৃণমূলের শোভানগর অঞ্চল সভাপতি (TMC Area Secretary) আনোয়ারুল হক। তাঁর সামনেই চলছে চটুল নাচ।

মঞ্চে উঠে অনেককে আবার কোমর দুলিয়ে টাকা ওড়াতেও দেখা যাচ্ছে ৷ তারা এলাকায় তৃণমূলের লোক বলে পরিচত। এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হতেই শোরগোল পড়ে গিয়েছে ইংরেজবাজারে (Malda Dance Controversy)। বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। যদিও এ নিয়ে ওই তৃণমূলের নেতার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সম্পাদক অম্লান ভাদুড়ি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সংস্কৃতি রক্ষার কথা বলছেন। আর তাঁর দলের অঞ্চল সভাপতিরা ভোজপুরী গান চালিয়ে, মদ্যপান করে চটুল নাচ করছেন। এতে তৃণমূলের আসল রূপ সাধারণ মানুষের সামনে উঠে আসছে। শুধুমাত্র মালদা জেলায় গত তিন বছরে এনআরইজিএ প্রকল্পের প্রায় 1 হাজার 500 কোটি টাকা তৃণমূলের লোকজন লোপাট করেছেন। চাকরি দেওয়ার নামে টাকা, বিভিন্নভাবে তোলাবাজি চালিয়ে যাচ্ছে তৃণমূল। স্বাভাবিকভাবেই এনাদের টাকার অভাব নেই। সেই কারণে তৃণমূলের লোকজন মদ খেয়ে, জুয়া খেলে, এভাবে নাচগান করে টাকা ওড়াচ্ছেন।

স্বাধীনতা দিবসে চটুল নাচের আসরে তৃণমূলের অঞ্চল সভাপতি

আরও পড়ুন: প্রাথমিক স্কুল চত্বরে মঞ্চ বেঁধে উদ্দাম নাচ, টিচার ইনচার্জকে শোকজ

জেলা তৃণমূলের প্রথম সারির নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এ বিষয়ে বলেন, "স্বাধীনতা দিবস উৎসবের দিন। সবাই একত্রিত হয়ে এদিন আনন্দ করবেন, উৎসবে সামিল হবেন এটা স্বাভাবিক। কিন্তু এমন অনুষ্ঠান করা উচিত নয় যাতে মর্যাদা নষ্ট হয়। বিষয়টি আমার কানে এসেছে। সেই ভিডিয়োও দেখেছি। ওই ধরনের নাচ না হওয়াই ভালো ছিল। এ ধরনের অনুষ্ঠান গরিমা বৃদ্ধি করে না, উলটে গরিমা নষ্ট করে। জেলা তৃণমূলের সভাপতি বিষয়টি নিয়ে নিশ্চয় উপযুক্ত পদক্ষেপ নেবেন।"

মালদা, 21 অগস্ট: ইংরেজবাজারের অন্তর্গত শোভানগরের চণ্ডীপুর এলাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ঘিরে বিতর্ক । অনুষ্ঠানের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মঞ্চে বসে রয়েছেন তৃণমূলের শোভানগর অঞ্চল সভাপতি (TMC Area Secretary) আনোয়ারুল হক। তাঁর সামনেই চলছে চটুল নাচ।

মঞ্চে উঠে অনেককে আবার কোমর দুলিয়ে টাকা ওড়াতেও দেখা যাচ্ছে ৷ তারা এলাকায় তৃণমূলের লোক বলে পরিচত। এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হতেই শোরগোল পড়ে গিয়েছে ইংরেজবাজারে (Malda Dance Controversy)। বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। যদিও এ নিয়ে ওই তৃণমূলের নেতার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সম্পাদক অম্লান ভাদুড়ি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সংস্কৃতি রক্ষার কথা বলছেন। আর তাঁর দলের অঞ্চল সভাপতিরা ভোজপুরী গান চালিয়ে, মদ্যপান করে চটুল নাচ করছেন। এতে তৃণমূলের আসল রূপ সাধারণ মানুষের সামনে উঠে আসছে। শুধুমাত্র মালদা জেলায় গত তিন বছরে এনআরইজিএ প্রকল্পের প্রায় 1 হাজার 500 কোটি টাকা তৃণমূলের লোকজন লোপাট করেছেন। চাকরি দেওয়ার নামে টাকা, বিভিন্নভাবে তোলাবাজি চালিয়ে যাচ্ছে তৃণমূল। স্বাভাবিকভাবেই এনাদের টাকার অভাব নেই। সেই কারণে তৃণমূলের লোকজন মদ খেয়ে, জুয়া খেলে, এভাবে নাচগান করে টাকা ওড়াচ্ছেন।

স্বাধীনতা দিবসে চটুল নাচের আসরে তৃণমূলের অঞ্চল সভাপতি

আরও পড়ুন: প্রাথমিক স্কুল চত্বরে মঞ্চ বেঁধে উদ্দাম নাচ, টিচার ইনচার্জকে শোকজ

জেলা তৃণমূলের প্রথম সারির নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এ বিষয়ে বলেন, "স্বাধীনতা দিবস উৎসবের দিন। সবাই একত্রিত হয়ে এদিন আনন্দ করবেন, উৎসবে সামিল হবেন এটা স্বাভাবিক। কিন্তু এমন অনুষ্ঠান করা উচিত নয় যাতে মর্যাদা নষ্ট হয়। বিষয়টি আমার কানে এসেছে। সেই ভিডিয়োও দেখেছি। ওই ধরনের নাচ না হওয়াই ভালো ছিল। এ ধরনের অনুষ্ঠান গরিমা বৃদ্ধি করে না, উলটে গরিমা নষ্ট করে। জেলা তৃণমূলের সভাপতি বিষয়টি নিয়ে নিশ্চয় উপযুক্ত পদক্ষেপ নেবেন।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.