ETV Bharat / state

'বাংলা আবাস যোজনা' নিয়ে দুর্নীতির অভিযোগে মালদায় মিছিল CPI(M)-র

author img

By

Published : Sep 29, 2020, 12:23 AM IST

' বাংলা আবাস যোজনা ' নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে আজ CPI(M) এর পক্ষ থেকে BDO-কে ডেপুটেশন দেওয়া হয় । দুপুরে লাল ঝাণ্ডা হাতে হাজার খানেক মানুষ সারা শহর পরিক্রমা করে BDO-এর দপ্তরের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন ।

Malda
Malda

মালদা, 28 সেপ্টেম্বর : গত কয়েকবছরে CPI(M)-এর এমন মিছিল দেখেনি মালদা শহরবাসী । আগামী বিধানসভা নির্বাচনের আগে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে লাল শিবির তা এদিনের ডেপুটেশন কর্মসূচিতে পরিষ্কার হয়ে গেল ।

' বাংলা আবাস যোজনা ' নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে আজ CPI(M)-এর পক্ষ থেকে BDO কে ডেপুটেশন দেওয়া হয় । দুপুরে লাল ঝাণ্ডা হাতে হাজার খানেক মানুষ সারা শহর পরিক্রমা করে BDOএর দপ্তরের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন । CPI(M)-এর অভিযোগ, বাংলা আবাস যোজনায় উপভোক্তাদের নামের তালিকায় শুধুমাত্র তৃণমূলের লোকজনের নাম রয়েছে । যে সকল দুস্থ মানুষের নাম রয়েছে তালিকায়, তাঁদের প্রত্যেকের থেকে তৃণমূলের মেম্বাররা 20 হাজার থেকে 40 হাজার টাকা কাটমানি নিয়েছে ।

CPI(M) নেতা কৌশিক মিশ্র বলেন, “ইংরেজবাজার ব্লক কমিটির পক্ষ থেকে আজ এই ব্লকের 11টি অঞ্চলের মানুষ ব্লক অফিস ঘেরাও করেছে । তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদে যে পরিমাণ দুর্নীতি করেছে তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে । বিরোধী ভূমিকায় থাকা সত্ত্বেও BJP কোনও প্রতিবাদ করেনি । এর থেকেই সাফ বোঝা যাচ্ছে তারাও তৃণমূলের সঙ্গে ভাগ বাটোয়ারা করছে । বাধ্য হয়ে মানুষ আজ ব্লক অফিসে এসেছে । বাংলা আবাস যোজনায় উপভোক্তাদের লিস্ট তৈরি হয়েছে । সেই লিস্টে সমস্ত ভুয়ো নাম রয়েছে । সেই তালিকায় চাকরিজীবী, কনট্রাক্টর, তৃণমূলের লোকেদের নাম এসেছে । এই নাম বাতিল করে প্রকৃত গরিব মানুষদের নাম তালিকাভুক্ত করতে হবে । আজ আমরা 10 হাজার মানুষের আবেদন পত্র নিয়ে এসেছি । সেই আবেদন আমরা BDOএর হাতে তুলে দেব । নতুন করে তালিকা তৈরি করতে হবে । শুধু তাই নয় এই আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নামে গ্রামে গ্রামে তৃণমূলের মেম্বাররা 20 থেকে 40 হাজার টাকা করে কাটমানি নিচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে ব্যবহার করার জন্য । রেশন নিয়ে মানুষ সমস্যায় রয়েছেন । মুখ্যমন্ত্রী বলেছিলেন, মানুষের রেশন কার্ড না থাকলেও সকলকে রেশন দেওয়া হবে । কিন্তু মানুষ রেশন পাচ্ছে না । তৃণমূল এবং BJP হিন্দু-মুসলিমের বিভেদ ঘটিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে । এই নোংরা রাজনীতির বিরুদ্ধে CPI(M)-এর লড়াই শুরু হয়েছে ।”

মালদা, 28 সেপ্টেম্বর : গত কয়েকবছরে CPI(M)-এর এমন মিছিল দেখেনি মালদা শহরবাসী । আগামী বিধানসভা নির্বাচনের আগে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে লাল শিবির তা এদিনের ডেপুটেশন কর্মসূচিতে পরিষ্কার হয়ে গেল ।

' বাংলা আবাস যোজনা ' নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে আজ CPI(M)-এর পক্ষ থেকে BDO কে ডেপুটেশন দেওয়া হয় । দুপুরে লাল ঝাণ্ডা হাতে হাজার খানেক মানুষ সারা শহর পরিক্রমা করে BDOএর দপ্তরের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন । CPI(M)-এর অভিযোগ, বাংলা আবাস যোজনায় উপভোক্তাদের নামের তালিকায় শুধুমাত্র তৃণমূলের লোকজনের নাম রয়েছে । যে সকল দুস্থ মানুষের নাম রয়েছে তালিকায়, তাঁদের প্রত্যেকের থেকে তৃণমূলের মেম্বাররা 20 হাজার থেকে 40 হাজার টাকা কাটমানি নিয়েছে ।

CPI(M) নেতা কৌশিক মিশ্র বলেন, “ইংরেজবাজার ব্লক কমিটির পক্ষ থেকে আজ এই ব্লকের 11টি অঞ্চলের মানুষ ব্লক অফিস ঘেরাও করেছে । তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদে যে পরিমাণ দুর্নীতি করেছে তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে । বিরোধী ভূমিকায় থাকা সত্ত্বেও BJP কোনও প্রতিবাদ করেনি । এর থেকেই সাফ বোঝা যাচ্ছে তারাও তৃণমূলের সঙ্গে ভাগ বাটোয়ারা করছে । বাধ্য হয়ে মানুষ আজ ব্লক অফিসে এসেছে । বাংলা আবাস যোজনায় উপভোক্তাদের লিস্ট তৈরি হয়েছে । সেই লিস্টে সমস্ত ভুয়ো নাম রয়েছে । সেই তালিকায় চাকরিজীবী, কনট্রাক্টর, তৃণমূলের লোকেদের নাম এসেছে । এই নাম বাতিল করে প্রকৃত গরিব মানুষদের নাম তালিকাভুক্ত করতে হবে । আজ আমরা 10 হাজার মানুষের আবেদন পত্র নিয়ে এসেছি । সেই আবেদন আমরা BDOএর হাতে তুলে দেব । নতুন করে তালিকা তৈরি করতে হবে । শুধু তাই নয় এই আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নামে গ্রামে গ্রামে তৃণমূলের মেম্বাররা 20 থেকে 40 হাজার টাকা করে কাটমানি নিচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে ব্যবহার করার জন্য । রেশন নিয়ে মানুষ সমস্যায় রয়েছেন । মুখ্যমন্ত্রী বলেছিলেন, মানুষের রেশন কার্ড না থাকলেও সকলকে রেশন দেওয়া হবে । কিন্তু মানুষ রেশন পাচ্ছে না । তৃণমূল এবং BJP হিন্দু-মুসলিমের বিভেদ ঘটিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে । এই নোংরা রাজনীতির বিরুদ্ধে CPI(M)-এর লড়াই শুরু হয়েছে ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.