কালিয়াচক, 20 জুলাই: জেল থেকে ছাড়া পেলেন পঞ্চায়েত ভোটের জয়ী প্রার্থী । মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের জয়ী সিপিএম প্রার্থী মহম্মদ সাজাউল শেখ ভোট-ফলের 9 দিন পর ছাড়া পেলেন জেল থেকে । সাজাউল সহ মোট 20 জনকে জেল থেকে ছাড়া হলো ৷ প্রার্থী সহ জেল থেকে মুক্ত 20 জনকেই সংবর্ধনা দেওয়া হয় । আবির মাখিয়ে উচ্ছাস জয়ের নয় দিন পর । মিথ্যে অভিযোগে তাদের গ্রেফতার করে পুলিশ বলে অভিযোগ সাজাউলের ।
ভোট গণনার আগের রাতে নিজের জয় নিয়ে আশাবাদী সাজাউল ডিআরসির বাইরে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন । আশঙ্কা ছিল, হয়তো শাসকদল স্ট্রং রুমে কোনও কারচুপি করতে পারে ৷ সেই কারণে গণনা না হওয়া পর্যন্ত সাজাউল সহ মোট 20 জন ডিআরসি-র বাইরে একটি মাঠে ঘুমিয়েছিলেন ৷ ঘুম থেকে তুলে তাঁদের গ্রেফতার করা হয় বলে দাবি ৷ সেই রাতে বৈষ্ণবনগর থানার আইসি ডিসিআরসির সামনে উপস্থিত হলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বাম-কংগ্রেসের কর্মীরা ৷ ঝামেলা চলাকালীন আইসির গাড়ি ভাঙচুর হয় ৷ এরপরেই ঘটনাস্থল থেকে 20 জন বাম-কংগ্রেস কর্মীদের গ্রেফতার করে পুলিশ ৷ গণনার দিন জেলা আদালতের নির্দেশে 20 জনেরই জেল হেফাজত হয় ।
আরও পড়ুন: মণিপুরের ভয়ংকর ভিডিয়ো দেখে মর্মাহত ও ক্রুদ্ধ মমতা, সুবিচার পেতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক
অবশেষে গতকাল বিচারক সবার জামিনের আবেদন মঞ্জুর করেন ৷ মুক্তি পেয়ে সাজাউল বলেন, “ শাসকদল স্ট্রং রুমে কারচুপি করতে পারে আশঙ্কা করে ভোটের পর থেকেই কংগ্রেস, সিপিএম এবং বিজেপির প্রায় তিন হাজার লোক ডিসিআরসি-র বাইরে পাহারা দিচ্ছিলাম ৷ সেই সময় তৃণমূলের কিছু লোক বৈষ্ণবনগর থানার আইসির গাড়ি ভাঙচুর করে তার দায় আমাদের উপর চাপিয়ে দেয় ৷ এরপরেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমাদের তুলে নিয়ে আসে ৷ বেধড়ক মারধর করার পর পুলিশই আমাদের বিরুদ্ধে মামলা রুজু করে ৷ আমি সিপিআইএমের প্রার্থী বলার পরেও আমাকে ছাড়া হয়নি ৷ এতকিছুর পরেও ওরা আমাকে হারাতে পারেনি৷ আমি 281 ভোটে জিতেছি৷ ”