মালদা, 6 জুন : যৌনকর্মীদের করোনার টিকা দেওয়ার কাজ শুরু হল মালদায় । জেলা স্বাস্থ্য দফতর ও দুর্বার মহিলা সমন্বয় কমিটির যৌথ উদ্যোগে আজ বালুচর পৌর স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণের আয়োজন করা হয় । প্রথম ডোজের টিকা পেয়ে খানিকটা মনোবল পেলেও কাজ বন্ধ থাকায় হতাশায় দিন কাটছে যৌনকর্মীদের । এই পরিস্থিতিতে সরকারি কিংবা বেসরকারি সাহায্যের আশায় রয়েছেন তাঁরা ।
জেলায় প্রথম করোনার হদিশ মিলতেই কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন যৌনকর্মীরা । বন্ধ করে দেওয়া হয়েছিল যৌনপল্লি । অধিকাংশই তাঁদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিল ৷ করোনার প্রথম ঢেউয়ের পর থেকে প্রায় 9 মাস কাজ বন্ধ ছিল যৌনকর্মীদের । সেই সময় যৌনকর্মীদের পাশে এসে দাঁড়িয়েছিল রামকৃষ্ণ মিশন, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা । করোনার দাপট খানিকটা কমলে পুনরায় রোজগারের আশা দেখতে শুরু করেন তাঁরা । মাস দু’য়েকের মধ্যেই করোনার দ্বিতীয় হামলায় আবারও বেসামাল হয়ে পড়েন তাঁরা । রাজ্য সরকারের জারি করা কার্যত লকডাউনে কাজ বন্ধ হয়ে যায় যৌনকর্মীদের । সেই সময় থেকে আজ পর্যন্ত জমানো পুঁজি থেকেই সংসার চালাতে হচ্ছে তাঁদের ।
আরও পড়ুন : আজ থেকে কলকাতায় শুরু হল ‘ভ্যাকসিন অন হুইল’
আজ জেলা স্বাস্থ্য দফতর ও দুর্বার মহিলা সমন্বয় কমিটির যৌথ উদ্যোগে যৌনকর্মীদের প্রথম ডোজের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয় । যৌনকর্মীদের টিকাকরণের জন্য বালুচর পৌর স্বাস্থ্যকেন্দ্রে আজ সাধারণ মানুষের টিকাকরণ বন্ধ রাখা হয় । দুপুর থেকে যৌনকর্মীরা টিকাকরণের জন্য স্বাস্থ্য কেন্দ্রে যান ৷ একে একে টিকা নেন সবাই । তবে টিকা পাওয়ার আনন্দকে গ্রাস করেছে কর্মহীনতা । এই কঠিন পরিস্থিতিতে সরকারি কিংবা বেসরকারি সংস্থার সাহায্যের অপেক্ষায় দিন কাটছে তাঁদের ।
আরও পড়ুন : COVID 19 Vaccination Drive : কোচবিহারে বৃহন্নলাদের টিকাকরণ