ETV Bharat / state

মালদায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে লরির ধাক্কা বাইকে, দুর্ঘটনায় মৃত্যু দম্পতির - মালদা থানার পুলিশ

Bike Accident in Malda: মালদায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে বাইকে লরির ধাক্কায় মৃত্যু হল এক দম্পতির ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ ঘাতক লরি ও চালকের খোঁজ করছে ৷

Bike Accident in Malda
বাইকে দুর্ঘটনায় মৃত্যু দম্পতির
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 12:22 PM IST

মালদা, 11 ডিসেম্বর: বিয়েবাড়ি থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক দম্পতির ৷ নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তাঁদের বাইকে এসে ধাক্কা মারে একটি লরি বলে অভিযোগ ৷ তার জেরেই মৃত্যু হয় স্বামী-স্ত্রীর ৷ রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে পুরাতন মালদা থানার অন্তর্গত ডিসকো মোড় এলাকায় ৷ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালের মর্গে পাঠিয়েছে মালদা থানার পুলিশ ৷ মৃত দম্পতির নাম সুভাষ শীল (41) ও বাবলী ঠাকুর শীল (35) ৷ বাড়ি হবিবপুর থানার আইহো নমটোলা এলাকায় ৷ তাঁদের দুই ছেলেমেয়ে রয়েছে ৷

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল ওই দম্পতি মোটরবাইকে করে বুনিয়াদপুরে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ৷ বিয়ে বাড়ির ভোজ খেয়ে সেখান থেকে গভীর রাতে বাড়ি ফিরছিলেন তাঁরা ৷ অভিযোগ, পুরাতন মালদার ডিসকো মোড় এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে এসে মোটরবাইকে সজোরে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই জ্ঞান হারান দু'জনে ৷ স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেওয়ার পাশাপাশি ওই দম্পতিকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে ৷ তবে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷

এদিকে সোমবার সকালে বিষয়টি জানাজানি হতেই পরিবারের লোকজন মালদা মেডিক্যালের মর্গে ছুটে আসেন ৷ আজ বিকেলে দেহ দুটির ময়নাতদন্ত করা হবে ৷ ঘটনাকে কেন্দ্র করে পরিবারের পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ৷ দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইক উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷ ঘাতক লরি ও চালকের খোঁজে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছে মালদা থানার পুলিশ ৷

আরও পড়ুন:

  1. শবদাহ করে ফেরার পথে দুর্ঘটনা! ট্র্যাক্টরের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 3
  2. বিয়ের আনন্দ বদলে গেল বিষাদে! ট্রাকের ধাক্কায় নিহত নববধূ-সহ 4
  3. নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা গাড়ির, ঝলসে গেল শিশু-সহ 8 জন

মালদা, 11 ডিসেম্বর: বিয়েবাড়ি থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক দম্পতির ৷ নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তাঁদের বাইকে এসে ধাক্কা মারে একটি লরি বলে অভিযোগ ৷ তার জেরেই মৃত্যু হয় স্বামী-স্ত্রীর ৷ রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে পুরাতন মালদা থানার অন্তর্গত ডিসকো মোড় এলাকায় ৷ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালের মর্গে পাঠিয়েছে মালদা থানার পুলিশ ৷ মৃত দম্পতির নাম সুভাষ শীল (41) ও বাবলী ঠাকুর শীল (35) ৷ বাড়ি হবিবপুর থানার আইহো নমটোলা এলাকায় ৷ তাঁদের দুই ছেলেমেয়ে রয়েছে ৷

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল ওই দম্পতি মোটরবাইকে করে বুনিয়াদপুরে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ৷ বিয়ে বাড়ির ভোজ খেয়ে সেখান থেকে গভীর রাতে বাড়ি ফিরছিলেন তাঁরা ৷ অভিযোগ, পুরাতন মালদার ডিসকো মোড় এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে এসে মোটরবাইকে সজোরে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই জ্ঞান হারান দু'জনে ৷ স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেওয়ার পাশাপাশি ওই দম্পতিকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে ৷ তবে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷

এদিকে সোমবার সকালে বিষয়টি জানাজানি হতেই পরিবারের লোকজন মালদা মেডিক্যালের মর্গে ছুটে আসেন ৷ আজ বিকেলে দেহ দুটির ময়নাতদন্ত করা হবে ৷ ঘটনাকে কেন্দ্র করে পরিবারের পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ ৷ দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইক উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷ ঘাতক লরি ও চালকের খোঁজে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছে মালদা থানার পুলিশ ৷

আরও পড়ুন:

  1. শবদাহ করে ফেরার পথে দুর্ঘটনা! ট্র্যাক্টরের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 3
  2. বিয়ের আনন্দ বদলে গেল বিষাদে! ট্রাকের ধাক্কায় নিহত নববধূ-সহ 4
  3. নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা গাড়ির, ঝলসে গেল শিশু-সহ 8 জন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.