ETV Bharat / state

মালদা মেডিকেলে চালু হচ্ছে কোরোনা নির্ধারণ পরীক্ষার ব্যবস্থা - Corona Test

শুধু কলকাতা নয় । কযেকদিন পর থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে কোরোনা নির্ধারণ পরীক্ষা করা যাবে । জানালেন অধ্যক্ষ ।

মালদা মেডিকেল
মালদা মেডিকেল
author img

By

Published : Mar 23, 2020, 8:44 PM IST

Updated : Mar 23, 2020, 10:38 PM IST

মালদা, 23 মার্চ : সবকিছু ঠিক থাকলে সাতদিনের মধ্যেই মালদা মেডিকেলে চালু হয়ে যাবে কোরোনা নির্ধারণ পরীক্ষা ৷ ইতিমধ্যে সেই ব্যবস্থা চালুর সরকারি চিঠি মেডিকেল কর্তৃপক্ষের হাতে এসেছে ৷ তবে এখনও পর্যন্ত যন্ত্রপাতি না আসায় সেই ব্যবস্থা চালু করা যায়নি ৷ এদিকে কোরোনা পরিস্থিতি বিবেচনা করে আজই মেডিকেলের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে 22টি ভেন্টিলেটর বসানোর কাজ শুরু হয়েছে ৷


মালদা জেলা থেকে প্রতিদিন অসংখ্য শ্রমিক ভিনরাজ্যে কাজ করতে যায় ৷ কোরোনা আতঙ্কের জেরে সেই শ্রমিকরা ঘরে ফিরতে শুরু করেছে ৷ এদিকে তারা ঘরে ফিরে আসায় আতঙ্কিত গ্রামের বাসিন্দারা ৷ তাঁরাই খবর প্রশাসনকে খবর দিচ্ছে । সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে ওই শ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতাল কিংবা মালদা মেডিকেলে ৷ ইতিমধ্যেই মেডিকেলে খোলা হয়েছে বিশেষ ফ্লু কর্নার ৷ চালু হওয়ার পর থেকেই সেখানে স্বাস্থ্য পরীক্ষা করাতে ভিড় করছে ভিনরাজ্য কিংবা বিদেশ থেকে ফিরে আসা লোকজন ৷ আজও সেখানে কয়েকশো মানুষের ভিড় চোখে পড়েছে ৷ সূত্রের খবর, এই মুহূর্তে মেডিকেলের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত তিনজন কোয়ারেন্টাইনে রয়েছে ৷ তবে এখনও পর্যন্ত জেলায় কোরোনা আক্রান্তের সন্ধান মেলেনি ৷

Corona Test at Malda Medical college and hospitals
মালদা মেডিকেলে চালু হতে চলেছে কোরোনা নির্ধারণ পরীক্ষার ব্যবস্থা

মেডিকেলের চিকিৎসকদের একাংশের বক্তব্য, এখনও পর্যন্ত এই হাসপাতালে কোনও কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি সেকথা ঠিক ৷ তবে COVID 19-এর সংক্রমণ এখন তৃতীয় ধাপে পা দিতে চলেছে ৷ এই সময় কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে কোরোনা সংক্রমণের সম্ভাবনা রয়েছে ৷ ফলে এখানে যে তেমন রোগীর সন্ধান মিলবে না, তা কখনও জোর দিয়ে বলা যাবে না ৷ কিন্তু যদি কোনও রোগী কোরোনা পজ়িটিভ হয়ে থাকেন তাহলে তাঁদের কিছু করার থাকবে না ৷ কারণ কোরোনা নির্ধারণ পরীক্ষার কোনও ব্যবস্থা নেই মালদায় ৷ এক্ষেত্রে রোগীর সোয়াবের নমুনা কলকাতায় পাঠানো হয় ৷ সেখান থেকে রিপোর্ট আসতে কয়েকদিন লেগে যায় ৷ ফলে রোগীর চিকিৎসা শুরু করতেও বেশি সময় লেগে যায় ৷ ততক্ষণে পরিস্থিতি আরও জটিল হয়ে যায় ৷

মালদা মেডিকেলে চালু হচ্ছে কোরোনা নির্ধারণ পরীক্ষার ব্যবস্থা

এই পরিস্থিতিতে স্বস্তির কথা এটাই যে আগামী সাতদিনের মধ্যেই মালদা মেডিকেলে কোরোনা নির্ধারণের ব্যবস্থা চালু হতে চলেছে ৷ আজ অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, "এখানে আমাদের মাইক্রো বায়োলজি বিভাগে VRDL প্রোজেক্ট চলে ৷ সেখানকার ল্যাবরেটরিতে আমরা কিছু PCR যন্ত্রপাতি পাব ৷ এ ব্যাপারে আমাদের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নোটিস এসেছে ৷ তবে এখনও কোনও যন্ত্র আমাদের কাছে এসে পৌঁছায়নি ৷ সেই যন্ত্রপাতি চলে এলেই আমরা যত দ্রুত সম্ভব কোরোনা নির্ধারণ পরীক্ষা ব্যবস্থা চালু করতে পারব ৷ সেক্ষেত্রে আর কলকাতার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে না ৷ এই ব্যবস্থা চালু করার প্রস্তুতি চলছে ৷"

মেডিকেলের একটি বিশেষ সূত্রের খবর, ইতিমধ্যেই এখানকার কয়েকজন চিকিৎসককে কাজ শিখতে কলকাতায় পাঠানো হয়েছে ৷ আগামী দু’একদিনের মধ্যেই তাঁদের ফিরে আসার কথা ৷ এদিকে আজ থেকেই মেডিকেলের নির্মীয়মাণ ট্রমা কেয়ার ইউনিটে তৈরি বিশেষ আইসোলেশন ওয়ার্ডে 22টি ভেন্টিলেটর লাগানোর কাজ শুরু হয়েছে ৷ আগামী তিনদিনের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে ৷ সেখানে ২৪ ঘণ্টা থাকার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের কয়েকটি দল গঠন করা হচ্ছে ৷ ওই চিকিৎসকরা ওয়ার্ডের কাজ সেরে নিজেরাও কোয়ারেন্টাইনে যাবেন বলে জানা যাচ্ছে ৷ কিন্তু এই মুহূর্তে এত চিকিৎসক পাওয়া যাবে কি না তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যদিও এনিয়ে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, জেলাশাসকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

মালদা, 23 মার্চ : সবকিছু ঠিক থাকলে সাতদিনের মধ্যেই মালদা মেডিকেলে চালু হয়ে যাবে কোরোনা নির্ধারণ পরীক্ষা ৷ ইতিমধ্যে সেই ব্যবস্থা চালুর সরকারি চিঠি মেডিকেল কর্তৃপক্ষের হাতে এসেছে ৷ তবে এখনও পর্যন্ত যন্ত্রপাতি না আসায় সেই ব্যবস্থা চালু করা যায়নি ৷ এদিকে কোরোনা পরিস্থিতি বিবেচনা করে আজই মেডিকেলের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে 22টি ভেন্টিলেটর বসানোর কাজ শুরু হয়েছে ৷


মালদা জেলা থেকে প্রতিদিন অসংখ্য শ্রমিক ভিনরাজ্যে কাজ করতে যায় ৷ কোরোনা আতঙ্কের জেরে সেই শ্রমিকরা ঘরে ফিরতে শুরু করেছে ৷ এদিকে তারা ঘরে ফিরে আসায় আতঙ্কিত গ্রামের বাসিন্দারা ৷ তাঁরাই খবর প্রশাসনকে খবর দিচ্ছে । সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে ওই শ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতাল কিংবা মালদা মেডিকেলে ৷ ইতিমধ্যেই মেডিকেলে খোলা হয়েছে বিশেষ ফ্লু কর্নার ৷ চালু হওয়ার পর থেকেই সেখানে স্বাস্থ্য পরীক্ষা করাতে ভিড় করছে ভিনরাজ্য কিংবা বিদেশ থেকে ফিরে আসা লোকজন ৷ আজও সেখানে কয়েকশো মানুষের ভিড় চোখে পড়েছে ৷ সূত্রের খবর, এই মুহূর্তে মেডিকেলের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত তিনজন কোয়ারেন্টাইনে রয়েছে ৷ তবে এখনও পর্যন্ত জেলায় কোরোনা আক্রান্তের সন্ধান মেলেনি ৷

Corona Test at Malda Medical college and hospitals
মালদা মেডিকেলে চালু হতে চলেছে কোরোনা নির্ধারণ পরীক্ষার ব্যবস্থা

মেডিকেলের চিকিৎসকদের একাংশের বক্তব্য, এখনও পর্যন্ত এই হাসপাতালে কোনও কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি সেকথা ঠিক ৷ তবে COVID 19-এর সংক্রমণ এখন তৃতীয় ধাপে পা দিতে চলেছে ৷ এই সময় কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে কোরোনা সংক্রমণের সম্ভাবনা রয়েছে ৷ ফলে এখানে যে তেমন রোগীর সন্ধান মিলবে না, তা কখনও জোর দিয়ে বলা যাবে না ৷ কিন্তু যদি কোনও রোগী কোরোনা পজ়িটিভ হয়ে থাকেন তাহলে তাঁদের কিছু করার থাকবে না ৷ কারণ কোরোনা নির্ধারণ পরীক্ষার কোনও ব্যবস্থা নেই মালদায় ৷ এক্ষেত্রে রোগীর সোয়াবের নমুনা কলকাতায় পাঠানো হয় ৷ সেখান থেকে রিপোর্ট আসতে কয়েকদিন লেগে যায় ৷ ফলে রোগীর চিকিৎসা শুরু করতেও বেশি সময় লেগে যায় ৷ ততক্ষণে পরিস্থিতি আরও জটিল হয়ে যায় ৷

মালদা মেডিকেলে চালু হচ্ছে কোরোনা নির্ধারণ পরীক্ষার ব্যবস্থা

এই পরিস্থিতিতে স্বস্তির কথা এটাই যে আগামী সাতদিনের মধ্যেই মালদা মেডিকেলে কোরোনা নির্ধারণের ব্যবস্থা চালু হতে চলেছে ৷ আজ অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, "এখানে আমাদের মাইক্রো বায়োলজি বিভাগে VRDL প্রোজেক্ট চলে ৷ সেখানকার ল্যাবরেটরিতে আমরা কিছু PCR যন্ত্রপাতি পাব ৷ এ ব্যাপারে আমাদের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নোটিস এসেছে ৷ তবে এখনও কোনও যন্ত্র আমাদের কাছে এসে পৌঁছায়নি ৷ সেই যন্ত্রপাতি চলে এলেই আমরা যত দ্রুত সম্ভব কোরোনা নির্ধারণ পরীক্ষা ব্যবস্থা চালু করতে পারব ৷ সেক্ষেত্রে আর কলকাতার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে না ৷ এই ব্যবস্থা চালু করার প্রস্তুতি চলছে ৷"

মেডিকেলের একটি বিশেষ সূত্রের খবর, ইতিমধ্যেই এখানকার কয়েকজন চিকিৎসককে কাজ শিখতে কলকাতায় পাঠানো হয়েছে ৷ আগামী দু’একদিনের মধ্যেই তাঁদের ফিরে আসার কথা ৷ এদিকে আজ থেকেই মেডিকেলের নির্মীয়মাণ ট্রমা কেয়ার ইউনিটে তৈরি বিশেষ আইসোলেশন ওয়ার্ডে 22টি ভেন্টিলেটর লাগানোর কাজ শুরু হয়েছে ৷ আগামী তিনদিনের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে ৷ সেখানে ২৪ ঘণ্টা থাকার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের কয়েকটি দল গঠন করা হচ্ছে ৷ ওই চিকিৎসকরা ওয়ার্ডের কাজ সেরে নিজেরাও কোয়ারেন্টাইনে যাবেন বলে জানা যাচ্ছে ৷ কিন্তু এই মুহূর্তে এত চিকিৎসক পাওয়া যাবে কি না তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যদিও এনিয়ে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, জেলাশাসকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

Last Updated : Mar 23, 2020, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.