ETV Bharat / state

মালদায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, বন্ধ স্টেট ব্যাঙ্ক

author img

By

Published : Apr 9, 2021, 9:56 PM IST

মালদায় গত 24 ঘণ্টায় করোনা সংক্রামিতের সংখ্যা 120 ৷ শেষ 48 ঘণ্টায় এই সংখ্যাটা 281 ৷ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সাতদিনে এই জেলায় সংক্রমণের সংখ্যা হাজার পার করেছে ৷ মৃত্যু হয়েছে চারজনের ৷

বন্ধ স্টেট ব্যাঙ্ক
বন্ধ স্টেট ব্যাঙ্ক

মালদা, 9 এপ্রিল : আশঙ্কা ছিল ৷ তাকে সত্যি প্রমাণিত করে জেলায় তীব্র গতিতে ছড়িয়ে পড়ছে কোরোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় মালদায় করোনা সংক্রামিত হয়েছেন 120 জন ৷ গত সাতদিনে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত চারজনের ৷ এক কর্মীর করোনা সংক্রমণের কারণে আজ স্টেট ব্যাঙ্কের হরিশ্চন্দ্রপুর শাখা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ভোটের মুখে করোনা নিয়ে কাঁপছে গোটা জেলা ৷

করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই আট দফায় নির্বাচন হচ্ছে রাজ্যে৷ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির করোনা উপেক্ষা করে নেমেছিল ভোট প্রচারে ৷ ভোটে জয় পেতে মিটিং-মিছিল, এমনকি বাড়ি বাড়ি প্রচার চলে ৷ প্রতি প্রচার কর্মসূচিতে যত সম্ভব বেশি মানুষকে একত্রিত করার চেষ্টা হয় ৷ মালদায় গত 24 ঘণ্টায় করোনা সংক্রামিতের সংখ্যা 120 ৷ শেষ 48 ঘণ্টায় এই সংখ্যাটা 281 ৷ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সাতদিনে এই জেলায় সংক্রমণের সংখ্যা হাজার পার করেছে ৷ মৃত্যু হয়েছে চারজনের ৷ এদিকে জেলাবাসীর বক্তব্য, কিছুদিন ধরেই লালারস পরীক্ষায় ভাটা পড়েছে ৷ সঠিক পরীক্ষা হলে সংক্রামিতের সংখ্যা কয়েকগুন বাড়বে ৷
আরও পড়ুন : করোনা যোদ্ধা হিসেবে সাংবাদিকদের টিকা দেওয়ার পক্ষে সওয়াল নীতীশ কুমারের

এরই মধ্যে সংক্রমণের জেরে বন্ধ হয়ে গিয়েছে স্টেট ব্যাঙ্কের হরিশ্চন্দ্রপুর শাখা ৷ ওই শাখায় এক কর্মীর লালারসে সংক্রমণ ধরা পড়েছে ৷ ব্যাঙ্কের নিরাপত্তাকর্মী নুর মহম্মদ বলেন, “আজ সকাল 11 টা নাগাদ খবর পাই, ব্যাঙ্কের এক অফিসারের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ তারপরেই ব্যাঙ্ক বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্কের সব কর্মী নিজেদের লালারস পরীক্ষা করাতে গিয়েছেন ৷ এই অবস্থায় কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে জানি না ৷ আধিকারিকরা সেবিষয়ে সিদ্ধান্ত নেবেন ৷ "

মালদা, 9 এপ্রিল : আশঙ্কা ছিল ৷ তাকে সত্যি প্রমাণিত করে জেলায় তীব্র গতিতে ছড়িয়ে পড়ছে কোরোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় মালদায় করোনা সংক্রামিত হয়েছেন 120 জন ৷ গত সাতদিনে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত চারজনের ৷ এক কর্মীর করোনা সংক্রমণের কারণে আজ স্টেট ব্যাঙ্কের হরিশ্চন্দ্রপুর শাখা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ভোটের মুখে করোনা নিয়ে কাঁপছে গোটা জেলা ৷

করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই আট দফায় নির্বাচন হচ্ছে রাজ্যে৷ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির করোনা উপেক্ষা করে নেমেছিল ভোট প্রচারে ৷ ভোটে জয় পেতে মিটিং-মিছিল, এমনকি বাড়ি বাড়ি প্রচার চলে ৷ প্রতি প্রচার কর্মসূচিতে যত সম্ভব বেশি মানুষকে একত্রিত করার চেষ্টা হয় ৷ মালদায় গত 24 ঘণ্টায় করোনা সংক্রামিতের সংখ্যা 120 ৷ শেষ 48 ঘণ্টায় এই সংখ্যাটা 281 ৷ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সাতদিনে এই জেলায় সংক্রমণের সংখ্যা হাজার পার করেছে ৷ মৃত্যু হয়েছে চারজনের ৷ এদিকে জেলাবাসীর বক্তব্য, কিছুদিন ধরেই লালারস পরীক্ষায় ভাটা পড়েছে ৷ সঠিক পরীক্ষা হলে সংক্রামিতের সংখ্যা কয়েকগুন বাড়বে ৷
আরও পড়ুন : করোনা যোদ্ধা হিসেবে সাংবাদিকদের টিকা দেওয়ার পক্ষে সওয়াল নীতীশ কুমারের

এরই মধ্যে সংক্রমণের জেরে বন্ধ হয়ে গিয়েছে স্টেট ব্যাঙ্কের হরিশ্চন্দ্রপুর শাখা ৷ ওই শাখায় এক কর্মীর লালারসে সংক্রমণ ধরা পড়েছে ৷ ব্যাঙ্কের নিরাপত্তাকর্মী নুর মহম্মদ বলেন, “আজ সকাল 11 টা নাগাদ খবর পাই, ব্যাঙ্কের এক অফিসারের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ তারপরেই ব্যাঙ্ক বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্কের সব কর্মী নিজেদের লালারস পরীক্ষা করাতে গিয়েছেন ৷ এই অবস্থায় কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে জানি না ৷ আধিকারিকরা সেবিষয়ে সিদ্ধান্ত নেবেন ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.