ETV Bharat / state

বিবির সঙ্গে দেখা করতে হাসপাতাল থেকে পালালেন কোরোনা আক্রান্ত রোগী

বাড়িতে বিবি রয়েছে, তাই তাঁর সঙ্গে দেখা করতে হাসপাতাল থেকে পালান কোরোনা আক্রান্ত রোগী । পাশাপাশি তিনি স্বাস্থ্যকর্মীদের বলেন, গতকাল তাঁকে জোর করে ধরে আনা হয়েছিল ৷ তাঁর সঙ্গে জামাকাপড় কিংবা টাকাপয়সা কিছুই ছিল না ৷ সেসব আনতেই আজ সকালে হাসপাতালের পিছনের দরজা দিয়ে বেরিয়ে বাড়ি রওনা দেন ৷ ওই ব্যক্তি কীভাবে মানিকচক গেলেন, রাস্তায় কতজনের সংস্পর্শে এসেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

বিবির সঙ্গে দেখা করতে হাসপাতাল থেকে পালালেন কোরোনা আক্রান্ত রোগী
বিবির সঙ্গে দেখা করতে হাসপাতাল থেকে পালালেন কোরোনা আক্রান্ত রোগী
author img

By

Published : May 26, 2020, 11:12 PM IST

মালদা, 26 মে : গতকাল রাতেই মুম্বই থেকে ফিরেছেন মানিকচকের বাসিন্দা । তিনি মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন । জানা যায়, তিনি কোরোনা আক্রান্ত । তাই দেরি না করে রাতেই তাঁকে পুরাতন মালদার নারায়ণপুরের কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । কিন্তু, আজ সকালে উঠেই চক্ষু চড়কগাছ হাসপাতালের কর্মীদের । ওই রোগীকে সারা হাসপাতালের কোথাও খুঁজে পাওয়া যায় না । সঙ্গে সঙ্গে হাসপাতালের তরফে যোগাযোগ করা হয় মানিকচক থানায় ৷ তৎপর হয় পুলিশও ৷ মানিকচকের নারায়ণপুর এলাকায় ওই শ্রমিকের বাড়ি ৷ বাড়িতে ঢোকার আগেই পুলিশের উপস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা ওই ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে ফের হাসপাতালে নিয়ে যান ৷ বাড়িতে বিবি রয়েছেন, তাই তাঁর সঙ্গে দেখা করতেই হাসপাতাল থেকে পালিয়েছেন ওই কোরোনা আক্রান্ত রোগী । পাশাপাশি তিনি স্বাস্থ্যকর্মীদের বলেন, গতকাল তাঁকে জোর করে ধরে আনা হয়েছিল ৷ তাঁর সঙ্গে জামাকাপড় কিংবা টাকাপয়সা কিছুই ছিল না ৷ সেসব আনতেই আজ সকালে হাসপাতালের পিছনের দরজা দিয়ে বেরিয়ে বাড়ি রওনা দেন ৷ ওই ব্যক্তি কীভাবে মানিকচক গেলেন, রাস্তায় কতজনের সংস্পর্শে এসেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

অন্যদিকে, কোয়ারানটিন সেন্টারে খাবার ও পানীয় জল না পেয়ে আজ BDO অফিসের সামনে ঘণ্টাখানেক বিক্ষোভ দেখায় পরিযায়ী শ্রমিকরা ৷ দীর্ঘক্ষণ ধরে BDO-র সঙ্গে কথা বলার দাবি জানালেও তাদের সঙ্গে কথা বলেননি ব্লক প্রশাসনের কোনও কর্তা ৷ ক্ষিপ্ত শ্রমিকরা কোয়ারানটিন সেন্টারে ফিরে না গিয়ে হাঁটা দেয় বাড়ির পথে ৷ ঘটনায় আতঙ্কিত হরিশ্চন্দ্রপুর এলাকার বাসিন্দারা ৷

পর্যাপ্ত পরিষেবা না পাওয়ায় BDO অফিসের সামনে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের
পর্যাপ্ত পরিষেবা না পাওয়ায় BDO অফিসের সামনে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

এদিকে কোয়ারানটিন সেন্টারে খাবার, পানীয় জল কিংবা অন্যান্য পরিষেবা না পেয়ে আজ দুপুরে সেন্টারে থাকা প্রায় 50জন শ্রমিক হরিশ্চন্দ্রপুর 1 ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখায় ৷ তাদের অভিযোগ, তারা যখন ভিনরাজ্য থেকে ফিরে এসেছিল, তখন প্রশাসনের তরফে তাদের বলা হয়েছিল সেন্টারে গ্রাম পঞ্চায়েত সবার জন্য খাবারের ব্যবস্থা করবে ৷ সেন্টারে প্রত্যেকের শারীরিক পরীক্ষা করা হবে ৷ লালারস সংগ্রহ করে পরীক্ষা করা হবে ৷ যাদের রিপোর্ট নেগেটিভ আসবে, তাদের ছেড়ে দেওয়া হবে ৷ কিন্তু হরিশ্চন্দ্রপুর হাইস্কুলের ওই কোয়ারানটিন সেন্টারে এখনও পর্যন্ত কোনও কিছুরই ব্যবস্থা করা হয়নি ৷ পঞ্চায়েতের তরফে একদানা খাবার দেওয়া হয়নি ৷ শুধু তাই নয়, সেন্টারে পানীয় জলেরও ব্যবস্থা করা হয়নি ৷ তাই আজ তারা BDO-র সঙ্গে দেখা করতে ব্লক অফিসে যায় ৷ কিন্তু ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ দেখালেও ব্লক প্রশাসনের কোনও আধিকারিক তাদের সঙ্গে দেখা করতে আসেননি ৷ উলটে পুলিশ এসে তাদের বিক্ষোভ তুলে নেওয়ার হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ শ্রমিকদের ৷

ওই সেন্টারে থাকা এক পরিযায়ী তপন সাহা বলেন, "আমরা কয়েকজন মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজ করতাম ৷ পাঁচদিন আগে এখানে এসেছি ৷ কিন্তু এখানে আমাদের পঞ্চায়েতের তরফে কোনও খাবার দেওয়া হচ্ছে না ৷ অথচ আমাদের বলা হয়েছিল, পঞ্চায়েত থেকেই আমাদের খাবার দেওয়া হবে ৷ এখানে পানীয় জলের ব্যবস্থাও নেই ৷ বাধ্য হয়ে বাড়ির লোকজন আমাদের খাবার দিয়ে যাচ্ছে ৷ সেখানেও আর এক ঝামেলা দেখা দিয়েছে ৷ এলাকার লোকজন প্লেটে করে আমাদের খাবার খেতে দেবে না ৷ প্লেটের মধ্যে নাকি কোরোনা ভাইরাস আছে ৷ এলাকার সবাইকে সুরক্ষা দিতেই আমরা এই সেন্টারে এসেছি ৷ এলাকার মানুষ সেটা বুঝতে পারছে না ৷ ব্লক প্রশাসনও আমাদের দেখছে না ৷ প্রতিদিন সেন্টারে ভিনরাজ্য থেকে শ্রমিকরা আসছে ৷ তাদের কার শরীরে কী আছে আমরা জানি না ৷ কারও শরীরে কোরোনা ভাইরাস থাকলে আমরাও সংক্রমিত হয়ে যাব ৷ আমরা বারবার প্রশাসনের কাছে আমাদের লালারস পরীক্ষা করার দাবি জানাচ্ছি ৷ কিন্তু কেউ আমাদের কথায় কর্ণপাত করছে না ৷ তাই আজ আমরা ব্লক অফিসে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি ৷ আমরা BDO-র সঙ্গে কথা বলতে চাই ৷"

এদিকে ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ দেখানোর পরও ব্লক প্রশাসনের কোনও কর্তা কিংবা আধিকারিক এই শ্রমিকদের সঙ্গে দেখা করেননি ৷ এরপরই ক্ষিপ্ত শ্রমিকরা কোয়ারানটিন সেন্টারে না গিয়ে নিজের নিজের বাড়ি চলে যান ৷ এনিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রিসবা খাতুনকে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷ তবে BDO অনির্বাণ বসু বলেন, "কে বা কারা এই শ্রমিকদের মধ্যে গুজব ছড়ায়, কোয়ারানটিন সেন্টারে থাকলে প্রতিদিন প্রতি শ্রমিককে ৫০০ টাকা করে দেওয়া হবে ৷ আজ ব্লক অফিসের সামনে এসে শ্রমিকরা টাকার দাবি করেন ৷ তাঁদের বুঝিয়ে বলা হয়, এমন কোনও নির্দেশিকা নেই ৷ তবে ওই কোয়ারানটিন সেন্টারে পঞ্চায়েতের পক্ষ থেকে শ্রমিকদের যে খাবার দেওয়া হচ্ছে না, তা আমার জানা ছিল না ৷ আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি ৷ শ্রমিকরা আজ সেন্টারে ফিরে না গিয়ে নিজেদের বাড়ি চলে গেছেন ৷ তাঁরা যাতে সঠিকভাবে হোম কোয়ারানটিনে থাকেন, তা খতিয়ে দেখা হচ্ছে ৷"

মালদা, 26 মে : গতকাল রাতেই মুম্বই থেকে ফিরেছেন মানিকচকের বাসিন্দা । তিনি মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন । জানা যায়, তিনি কোরোনা আক্রান্ত । তাই দেরি না করে রাতেই তাঁকে পুরাতন মালদার নারায়ণপুরের কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । কিন্তু, আজ সকালে উঠেই চক্ষু চড়কগাছ হাসপাতালের কর্মীদের । ওই রোগীকে সারা হাসপাতালের কোথাও খুঁজে পাওয়া যায় না । সঙ্গে সঙ্গে হাসপাতালের তরফে যোগাযোগ করা হয় মানিকচক থানায় ৷ তৎপর হয় পুলিশও ৷ মানিকচকের নারায়ণপুর এলাকায় ওই শ্রমিকের বাড়ি ৷ বাড়িতে ঢোকার আগেই পুলিশের উপস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা ওই ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে ফের হাসপাতালে নিয়ে যান ৷ বাড়িতে বিবি রয়েছেন, তাই তাঁর সঙ্গে দেখা করতেই হাসপাতাল থেকে পালিয়েছেন ওই কোরোনা আক্রান্ত রোগী । পাশাপাশি তিনি স্বাস্থ্যকর্মীদের বলেন, গতকাল তাঁকে জোর করে ধরে আনা হয়েছিল ৷ তাঁর সঙ্গে জামাকাপড় কিংবা টাকাপয়সা কিছুই ছিল না ৷ সেসব আনতেই আজ সকালে হাসপাতালের পিছনের দরজা দিয়ে বেরিয়ে বাড়ি রওনা দেন ৷ ওই ব্যক্তি কীভাবে মানিকচক গেলেন, রাস্তায় কতজনের সংস্পর্শে এসেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

অন্যদিকে, কোয়ারানটিন সেন্টারে খাবার ও পানীয় জল না পেয়ে আজ BDO অফিসের সামনে ঘণ্টাখানেক বিক্ষোভ দেখায় পরিযায়ী শ্রমিকরা ৷ দীর্ঘক্ষণ ধরে BDO-র সঙ্গে কথা বলার দাবি জানালেও তাদের সঙ্গে কথা বলেননি ব্লক প্রশাসনের কোনও কর্তা ৷ ক্ষিপ্ত শ্রমিকরা কোয়ারানটিন সেন্টারে ফিরে না গিয়ে হাঁটা দেয় বাড়ির পথে ৷ ঘটনায় আতঙ্কিত হরিশ্চন্দ্রপুর এলাকার বাসিন্দারা ৷

পর্যাপ্ত পরিষেবা না পাওয়ায় BDO অফিসের সামনে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের
পর্যাপ্ত পরিষেবা না পাওয়ায় BDO অফিসের সামনে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

এদিকে কোয়ারানটিন সেন্টারে খাবার, পানীয় জল কিংবা অন্যান্য পরিষেবা না পেয়ে আজ দুপুরে সেন্টারে থাকা প্রায় 50জন শ্রমিক হরিশ্চন্দ্রপুর 1 ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখায় ৷ তাদের অভিযোগ, তারা যখন ভিনরাজ্য থেকে ফিরে এসেছিল, তখন প্রশাসনের তরফে তাদের বলা হয়েছিল সেন্টারে গ্রাম পঞ্চায়েত সবার জন্য খাবারের ব্যবস্থা করবে ৷ সেন্টারে প্রত্যেকের শারীরিক পরীক্ষা করা হবে ৷ লালারস সংগ্রহ করে পরীক্ষা করা হবে ৷ যাদের রিপোর্ট নেগেটিভ আসবে, তাদের ছেড়ে দেওয়া হবে ৷ কিন্তু হরিশ্চন্দ্রপুর হাইস্কুলের ওই কোয়ারানটিন সেন্টারে এখনও পর্যন্ত কোনও কিছুরই ব্যবস্থা করা হয়নি ৷ পঞ্চায়েতের তরফে একদানা খাবার দেওয়া হয়নি ৷ শুধু তাই নয়, সেন্টারে পানীয় জলেরও ব্যবস্থা করা হয়নি ৷ তাই আজ তারা BDO-র সঙ্গে দেখা করতে ব্লক অফিসে যায় ৷ কিন্তু ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ দেখালেও ব্লক প্রশাসনের কোনও আধিকারিক তাদের সঙ্গে দেখা করতে আসেননি ৷ উলটে পুলিশ এসে তাদের বিক্ষোভ তুলে নেওয়ার হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ শ্রমিকদের ৷

ওই সেন্টারে থাকা এক পরিযায়ী তপন সাহা বলেন, "আমরা কয়েকজন মুম্বইয়ে রাজমিস্ত্রির কাজ করতাম ৷ পাঁচদিন আগে এখানে এসেছি ৷ কিন্তু এখানে আমাদের পঞ্চায়েতের তরফে কোনও খাবার দেওয়া হচ্ছে না ৷ অথচ আমাদের বলা হয়েছিল, পঞ্চায়েত থেকেই আমাদের খাবার দেওয়া হবে ৷ এখানে পানীয় জলের ব্যবস্থাও নেই ৷ বাধ্য হয়ে বাড়ির লোকজন আমাদের খাবার দিয়ে যাচ্ছে ৷ সেখানেও আর এক ঝামেলা দেখা দিয়েছে ৷ এলাকার লোকজন প্লেটে করে আমাদের খাবার খেতে দেবে না ৷ প্লেটের মধ্যে নাকি কোরোনা ভাইরাস আছে ৷ এলাকার সবাইকে সুরক্ষা দিতেই আমরা এই সেন্টারে এসেছি ৷ এলাকার মানুষ সেটা বুঝতে পারছে না ৷ ব্লক প্রশাসনও আমাদের দেখছে না ৷ প্রতিদিন সেন্টারে ভিনরাজ্য থেকে শ্রমিকরা আসছে ৷ তাদের কার শরীরে কী আছে আমরা জানি না ৷ কারও শরীরে কোরোনা ভাইরাস থাকলে আমরাও সংক্রমিত হয়ে যাব ৷ আমরা বারবার প্রশাসনের কাছে আমাদের লালারস পরীক্ষা করার দাবি জানাচ্ছি ৷ কিন্তু কেউ আমাদের কথায় কর্ণপাত করছে না ৷ তাই আজ আমরা ব্লক অফিসে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি ৷ আমরা BDO-র সঙ্গে কথা বলতে চাই ৷"

এদিকে ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ দেখানোর পরও ব্লক প্রশাসনের কোনও কর্তা কিংবা আধিকারিক এই শ্রমিকদের সঙ্গে দেখা করেননি ৷ এরপরই ক্ষিপ্ত শ্রমিকরা কোয়ারানটিন সেন্টারে না গিয়ে নিজের নিজের বাড়ি চলে যান ৷ এনিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রিসবা খাতুনকে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷ তবে BDO অনির্বাণ বসু বলেন, "কে বা কারা এই শ্রমিকদের মধ্যে গুজব ছড়ায়, কোয়ারানটিন সেন্টারে থাকলে প্রতিদিন প্রতি শ্রমিককে ৫০০ টাকা করে দেওয়া হবে ৷ আজ ব্লক অফিসের সামনে এসে শ্রমিকরা টাকার দাবি করেন ৷ তাঁদের বুঝিয়ে বলা হয়, এমন কোনও নির্দেশিকা নেই ৷ তবে ওই কোয়ারানটিন সেন্টারে পঞ্চায়েতের পক্ষ থেকে শ্রমিকদের যে খাবার দেওয়া হচ্ছে না, তা আমার জানা ছিল না ৷ আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি ৷ শ্রমিকরা আজ সেন্টারে ফিরে না গিয়ে নিজেদের বাড়ি চলে গেছেন ৷ তাঁরা যাতে সঠিকভাবে হোম কোয়ারানটিনে থাকেন, তা খতিয়ে দেখা হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.