ETV Bharat / state

মালদায় কোরোনা সংক্রমণ কিছুটা কমল, স্বস্তিতে জেলাবাসী - মালদা

মালদায় কমছে কোরোনা আক্রান্তের সংখ্যা। স্বস্তির নিঃশাস ফেলছে জেলাবাসী। তবে মহারাষ্ট্রে আটকে থাকা শ্রমিকরা জেলায় ফিরলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে বলে মনে করছে জেলা প্রশাসন।

Corona
Corona
author img

By

Published : May 27, 2020, 9:30 AM IST

মালদা, 27 মে : মালদা জেলায় কোরোনা সংক্রমণের গতি খানিকটা শ্লথ হয়েছে৷ গত 48 ঘণ্টায় জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা মাত্র তিন৷ সাম্প্রতিক সময়ে সংক্রমিতের সংখ্যা এতটা কম হয়নি৷ সব মিলিয়ে এই মুহূর্তে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা হল 127৷ তবে পাশের উত্তর দিনাজপুর জেলায় সংখ্যাটা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত 48 ঘণ্টায় ওই জেলায় 30জনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে শুধুমাত্র মালদা মেডিকেলের নমুনা পরীক্ষায়৷

গত পরশু মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগের ল্যাবরেটরিতে কোরোনা পরীক্ষার বিকারক শেষ হয়ে যায়৷ ফলে সেদিন মাত্র 46টি লালারসের নমুনা সেখানে পরীক্ষা করা গেছিল৷ তার মধ্যে মাত্র একটি নমুনায় কোরোনা পজিটিভ ধরা পড়ে৷ আক্রান্ত ব্যক্তি উত্তর দিনাজপুরের বাসিন্দা৷ যদিও গতকাল ভোরেই সেই বিকারক ল্যাবে চলে আসে৷ ফলে ফের গতি পায় লালারস পরীক্ষা৷ গতকাল রাত 10টা পর্যন্ত সেখানে মোট 129টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তার মধ্যে পজিটিভ 32টি নমুনা৷ এই 32জন আক্রান্তের মধ্যে তিনজন মালদা জেলার ৷ প্রত্যেকেই কালিয়াচকের বাসিন্দা৷ শহরের গৌড়কন্যা বাস টার্মিনালে তাঁদের লালারস সংগ্রহ করা হয়েছিল৷ বাকি 29জন উত্তর দিনাজপুরের৷ তার মধ্যে 28জনের লালারস সংগ্রহ করা হয়েছিল রায়গঞ্জের মিকি মেঘা কালেকশন সেন্টারে৷ একজনের লালা নেওয়া হয়েছিল রায়গঞ্জ মেডিকেলে৷ গতকাল রাতে মালদা মেডিকেলের তরফে আরও জানানো হয়েছে, সেখানে 48টি নমুনা পরীক্ষার কাজ চলছে৷ গতকাল রাত 9টা পর্যন্ত মালদা ও দুই দিনাজপুর জেলা থেকে 729টি নমুনা এসে পৌঁছেছে৷ কিন্তু মেডিকেলে ব্যাকলগের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে৷ গতকাল রাত 12টা পর্যন্ত মালদা মেডিকেলে লালারসের নমুনা ব্যাকলগের সংখ্যা 4563 ৷

জেলায় কোরোনা সংক্রমণের গতি খানিকটা শ্লথ হওয়ায় যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছে জেলাবাসী৷ কিন্তু জেলা প্রশাসনের ঘুম উড়িয়েছে রেলের তরফে প্রকাশ করা একটি তথ্য৷ রেল জানিয়েছে, মহারাষ্ট্র থেকে 41টি ট্রেনে আটকে থাকা প্রায় 50 হাজার শ্রমিককে পশ্চিমবঙ্গে ফেরত পাঠানো হচ্ছে৷ তার মধ্যে এই জেলারও কয়েক হাজার শ্রমিক রয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর৷

এই মুহূর্তে দেশের কোরোনা হটস্পট মহারাষ্ট্র৷ দেশের এক তৃতীয়াংশ কোরোনা সংক্রমিতের সন্ধান পাওয়া গেছে সেই রাজ্যেই৷ সেখান থেকে কয়েক হাজার শ্রমিক জেলায় ফিরে এলে এখানকার কোরোনা পরিস্থিতি কোন জায়গায় পৌঁছাতে পারে, ভেবেই পাচ্ছে না প্রশাসন৷ ইতিমধ্যে শ্রমিকদের চাপ এড়াতে জেলার ইন্সটিটিউশনাল কোয়ারানটিন সেন্টারগুলি কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে৷ সেখানে শুধুমাত্র থাকার জায়গা ছাড়া শ্রমিকদের আর কিছু দেওয়া হচ্ছে না৷ মালদা মেডিকেলে লালারস নমুনা পরীক্ষার চাপ কমাতে শুধুমাত্র মহারাষ্ট্র, গুজরাত ও দিল্লি থেকে ফেরা শ্রমিকদেরই এখন প্রশাসনিকভাবে লালারস নেওয়া হচ্ছে৷ বাকিদের শারীরিক পরিস্থিতি বিবেচনা করে সোয়াব নেওয়া হচ্ছে৷ এই অবস্থায় মহারাষ্ট্র থেকে হাজার হাজার শ্রমিক জেলায় ফিরে এলে সমস্যা কয়েক গুণ বেড়ে যাবে বলে মনে করছে জেলা প্রশাসন৷

মালদা, 27 মে : মালদা জেলায় কোরোনা সংক্রমণের গতি খানিকটা শ্লথ হয়েছে৷ গত 48 ঘণ্টায় জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা মাত্র তিন৷ সাম্প্রতিক সময়ে সংক্রমিতের সংখ্যা এতটা কম হয়নি৷ সব মিলিয়ে এই মুহূর্তে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা হল 127৷ তবে পাশের উত্তর দিনাজপুর জেলায় সংখ্যাটা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত 48 ঘণ্টায় ওই জেলায় 30জনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে শুধুমাত্র মালদা মেডিকেলের নমুনা পরীক্ষায়৷

গত পরশু মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগের ল্যাবরেটরিতে কোরোনা পরীক্ষার বিকারক শেষ হয়ে যায়৷ ফলে সেদিন মাত্র 46টি লালারসের নমুনা সেখানে পরীক্ষা করা গেছিল৷ তার মধ্যে মাত্র একটি নমুনায় কোরোনা পজিটিভ ধরা পড়ে৷ আক্রান্ত ব্যক্তি উত্তর দিনাজপুরের বাসিন্দা৷ যদিও গতকাল ভোরেই সেই বিকারক ল্যাবে চলে আসে৷ ফলে ফের গতি পায় লালারস পরীক্ষা৷ গতকাল রাত 10টা পর্যন্ত সেখানে মোট 129টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তার মধ্যে পজিটিভ 32টি নমুনা৷ এই 32জন আক্রান্তের মধ্যে তিনজন মালদা জেলার ৷ প্রত্যেকেই কালিয়াচকের বাসিন্দা৷ শহরের গৌড়কন্যা বাস টার্মিনালে তাঁদের লালারস সংগ্রহ করা হয়েছিল৷ বাকি 29জন উত্তর দিনাজপুরের৷ তার মধ্যে 28জনের লালারস সংগ্রহ করা হয়েছিল রায়গঞ্জের মিকি মেঘা কালেকশন সেন্টারে৷ একজনের লালা নেওয়া হয়েছিল রায়গঞ্জ মেডিকেলে৷ গতকাল রাতে মালদা মেডিকেলের তরফে আরও জানানো হয়েছে, সেখানে 48টি নমুনা পরীক্ষার কাজ চলছে৷ গতকাল রাত 9টা পর্যন্ত মালদা ও দুই দিনাজপুর জেলা থেকে 729টি নমুনা এসে পৌঁছেছে৷ কিন্তু মেডিকেলে ব্যাকলগের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে৷ গতকাল রাত 12টা পর্যন্ত মালদা মেডিকেলে লালারসের নমুনা ব্যাকলগের সংখ্যা 4563 ৷

জেলায় কোরোনা সংক্রমণের গতি খানিকটা শ্লথ হওয়ায় যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছে জেলাবাসী৷ কিন্তু জেলা প্রশাসনের ঘুম উড়িয়েছে রেলের তরফে প্রকাশ করা একটি তথ্য৷ রেল জানিয়েছে, মহারাষ্ট্র থেকে 41টি ট্রেনে আটকে থাকা প্রায় 50 হাজার শ্রমিককে পশ্চিমবঙ্গে ফেরত পাঠানো হচ্ছে৷ তার মধ্যে এই জেলারও কয়েক হাজার শ্রমিক রয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর৷

এই মুহূর্তে দেশের কোরোনা হটস্পট মহারাষ্ট্র৷ দেশের এক তৃতীয়াংশ কোরোনা সংক্রমিতের সন্ধান পাওয়া গেছে সেই রাজ্যেই৷ সেখান থেকে কয়েক হাজার শ্রমিক জেলায় ফিরে এলে এখানকার কোরোনা পরিস্থিতি কোন জায়গায় পৌঁছাতে পারে, ভেবেই পাচ্ছে না প্রশাসন৷ ইতিমধ্যে শ্রমিকদের চাপ এড়াতে জেলার ইন্সটিটিউশনাল কোয়ারানটিন সেন্টারগুলি কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে৷ সেখানে শুধুমাত্র থাকার জায়গা ছাড়া শ্রমিকদের আর কিছু দেওয়া হচ্ছে না৷ মালদা মেডিকেলে লালারস নমুনা পরীক্ষার চাপ কমাতে শুধুমাত্র মহারাষ্ট্র, গুজরাত ও দিল্লি থেকে ফেরা শ্রমিকদেরই এখন প্রশাসনিকভাবে লালারস নেওয়া হচ্ছে৷ বাকিদের শারীরিক পরিস্থিতি বিবেচনা করে সোয়াব নেওয়া হচ্ছে৷ এই অবস্থায় মহারাষ্ট্র থেকে হাজার হাজার শ্রমিক জেলায় ফিরে এলে সমস্যা কয়েক গুণ বেড়ে যাবে বলে মনে করছে জেলা প্রশাসন৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.