মালদা, 5 নভেম্বর: উৎসবের মরশুম শেষ ৷ এবার বঙ্গে শুরু হতে চলেছে ভোটপুজো ৷ পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) এখন প্রায় দোরগোড়ায় ৷ প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের কর্মসূচি তৈরি করে ফেলেছে ৷ এই অবস্থায় নিজেদের গড় পুনরুদ্ধারে সক্রিয়তা বেড়েছে কংগ্রেসের (Congress) ৷ আজ, শনিবার মালদা জেলায় আসেন কংগ্রেসের পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক, তামিলনাড়ুর রত্নগিরির সাংসদ ড. এ চেল্লাকুমার ৷
আজ মালদায় (Malda) এসেই কোতওয়ালির খান চৌধুরিদের ভবনে চলে যান কংগ্রেসের রাজ্য পর্যবেক্ষক ৷ তাঁকে অভ্যর্থনা জানান ওই ভবনের বাসিন্দা তথা জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরি ও তাঁর ছেলে ইশা খান চৌধুরি ৷ ছিলেন দলীয় নেতা মোস্তাক আলম, মোত্তাকিন আলম, ইনটাকের জেলা সভানেত্রী লক্ষ্মী গুহ, ছাত্র পরিষদ নেতা মান্তু ঘোষ-সহ আরও অনেকে ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলীয় জেলা নেতৃত্বের সঙ্গে প্রারম্ভিক আলোচনা করেন চেল্লাকুমার ৷ তাঁর আজ রতুয়ার শ্রীপুরে আয়োজিত দলীয় সভায় অংশ নেওয়ার কথা ৷
চেল্লাকুমার বলেন, “এই পরিবারেরই এক সদস্য গনি খান চৌধুরি মালদাকে তৈরি করেছিলেন ৷ তাঁর জন্যই লাখ লাখ মানুষ আজ কিছু করতে পেরেছেন ৷ তাঁরা গনি খানের অবদানের কথা আজও মনে রেখেছেন ৷ তাঁর কাজকে সম্মান জানাতেই আজ আমি মালদায় এসেছি ৷”
পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “কংগ্রেস এই দেশের স্বাধীনতা এনেছিল ৷ কিন্তু পঞ্চায়েত নির্বাচনে মানুষকে তাঁর ভোটদানের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হবে কি না, সেটা এখন লাখ টাকার প্রশ্ন ৷ গত পঞ্চায়েত নির্বাচনের কথা এখনও কেউ ভোলেননি ৷ ওই নির্বাচনে এই রাজ্য সরকার 35 শতাংশের বেশি আসনে বিরোধীদের মনোনয়ন পত্রই জমা দিতে দেয়নি ৷’’
তাঁর দাবি, ‘‘এবারও একই ছবি দেখা যেতে পারে ৷ কিন্তু যত প্রতিবন্ধকতাই আসুক না কেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে কংগ্রেস এবার প্রতিটি জায়গায় মনোনয়ন জমা দেবে ৷ নির্বাচনেও লড়বে ৷”
আরও পড়ুন: জন্মদিনে গনি খান চৌধুরী স্মরণে মালদা জেলা কংগ্রেস