ETV Bharat / state

Kaliachak Murder: মালদার মৃত কিশোরীর পরিবারের ওপর পুলিশি হেনস্তার অভিযোগ কংগ্রেসের - পুলিশি হেনস্তার অভিযোগ করল কংগ্রেস

বিজেপির পর এবার মৃত কিশোরীর পরিবারের ওপর পুলিশি হেনস্তার অভিযোগ করল কংগ্রেস ৷ রাজনৈতিক দলের আশ্বাস অনুযায়ী কাজ না হওয়ায় ক্ষিপ্ত মেয়েটির আত্মীয়স্বজন ।

Kaliachak rape and Murder case
কালিয়াচক ধর্ষণ ও খুন
author img

By

Published : Apr 29, 2023, 7:40 PM IST

মৃত কিশোরীর পরিবারের ওপর পুলিশি হেনস্তার অভিযোগ কংগ্রেসের

মালদা, 29 এপ্রিল: পুরাতন মালদার নির্যাতিতা কিশোরীর পরিবারকে হেনস্তা করছে পুলিশ ! বিজেপির পর একই অভিযোগে সরব কংগ্রেস । শনিবার হাত শিবিরের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, প্রথমে ওই কিশোরীর পরিবারের সামনে দু'জন অভিযুক্তকে দেখানো হলেও পরে একজনকে পুলিশ গায়েব করে দিয়েছে । পুলিশি অত্যাচার থেকে রেহাই দিতে ওই পরিবারকে সবরকম আইনি সহায়তার কথা জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব । এ দিকে একের পর এক রাজনৈতিক দলের লোকজন দেখা করে আশ্বাস দেওয়ার পরও কোনও কাজ হচ্ছে না ৷ এমনই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন মৃত কিশোরীর আত্মীয়স্বজনরা ।

উল্লেখ্য, কালিয়াচকে ধর্ষণের পর খুন হওয়া পুরাতন মালদার কিশোরীকে নিয়ে এখনও রাজনৈতিক টানাটানি চলছে । গত বৃহস্পতিবার ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী । শুক্রবার পরিবারের সঙ্গে দেখা করতে যান কংগ্রেস নেতা কৌস্তব বাগচী । এ দিন ফের ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান প্রদেশ কংগ্রেসের সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়-সহ মালদা জেলার কংগ্রেসের প্রাক্তন বিধায়করা । তনুজা, কৌস্তবদের মতো আশুতোষরাও ওই পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি । দিনের পর দিন রাজ্যের বিরোধী দলগুলি ওই কিশোরীর পরিবারকে হেনস্তা করার অভিযোগ তুলছে ।

আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, "কালিয়াচক থানা দালালি করছে । মর্মান্তিক এই ঘটনার পর কেন পরিবারের ওপরে এভাবে অত্যাচার করা হচ্ছে । তদন্ত করে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের না ধরে পরিবারের লোকজনকে হেনস্তা করা হচ্ছে । পরিবারের লোকজন জানাচ্ছেন, দুটো অভিযুক্ত ছিল, হয়ে গেল একটা । থানার লজ্জা হওয়া উচিত । কংগ্রেসের জেলা নেতৃত্বদের নিয়ে আজ আমরা পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতে এসেছিলাম । ওই পরিবারের অবস্থা দেখে চোখ থেকে জল পড়ছে । পুলিশি অত্যাচার থেকে ওই পরিবারকে রেহাই দিতে আমরা ওই পরিবারকে সবরকম আইনি সহায়তার কথা জানিয়েছি । প্রতিদিন ওই পরিবারকে হেনস্তা করা হচ্ছে । সকালে থানায় তুলে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হচ্ছে । দিনের পর দিন এই পরিবারের ওপর এই অত্যাচার হচ্ছে ।"

এ দিকে পুলিশের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বদের ওপরেও ক্ষিপ্ত হয়ে পড়েছে ওই কিশোরীর আত্মীয়রা । মৃত কিশোরীর জেঠিমা বলেন, "নেতারা আসছে আমাদের সঙ্গে কথা বলে চলে যাচ্ছে । কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না । পুলিশ রোজ রোজ পরিবারের লোকজনকে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখছে । ঘটনার দিন আমাদের দুজন অভিযুক্তকে দেখানো হয়েছিল । কিন্তু এখন টিভিতে দেখছি একজন অভিযুক্ত । আমরা দোষীদের শাস্তি চাই ।"

আরও পড়ুন: ধর্ষণ নয়, গণধর্ষণের শিকার কালিয়াচকের কিশোরী; নির্যাতিতের বাড়ি গিয়ে দাবি বিজেপি নেত্রীর

মৃত কিশোরীর পরিবারের ওপর পুলিশি হেনস্তার অভিযোগ কংগ্রেসের

মালদা, 29 এপ্রিল: পুরাতন মালদার নির্যাতিতা কিশোরীর পরিবারকে হেনস্তা করছে পুলিশ ! বিজেপির পর একই অভিযোগে সরব কংগ্রেস । শনিবার হাত শিবিরের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, প্রথমে ওই কিশোরীর পরিবারের সামনে দু'জন অভিযুক্তকে দেখানো হলেও পরে একজনকে পুলিশ গায়েব করে দিয়েছে । পুলিশি অত্যাচার থেকে রেহাই দিতে ওই পরিবারকে সবরকম আইনি সহায়তার কথা জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব । এ দিকে একের পর এক রাজনৈতিক দলের লোকজন দেখা করে আশ্বাস দেওয়ার পরও কোনও কাজ হচ্ছে না ৷ এমনই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন মৃত কিশোরীর আত্মীয়স্বজনরা ।

উল্লেখ্য, কালিয়াচকে ধর্ষণের পর খুন হওয়া পুরাতন মালদার কিশোরীকে নিয়ে এখনও রাজনৈতিক টানাটানি চলছে । গত বৃহস্পতিবার ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী । শুক্রবার পরিবারের সঙ্গে দেখা করতে যান কংগ্রেস নেতা কৌস্তব বাগচী । এ দিন ফের ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান প্রদেশ কংগ্রেসের সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়-সহ মালদা জেলার কংগ্রেসের প্রাক্তন বিধায়করা । তনুজা, কৌস্তবদের মতো আশুতোষরাও ওই পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি । দিনের পর দিন রাজ্যের বিরোধী দলগুলি ওই কিশোরীর পরিবারকে হেনস্তা করার অভিযোগ তুলছে ।

আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, "কালিয়াচক থানা দালালি করছে । মর্মান্তিক এই ঘটনার পর কেন পরিবারের ওপরে এভাবে অত্যাচার করা হচ্ছে । তদন্ত করে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের না ধরে পরিবারের লোকজনকে হেনস্তা করা হচ্ছে । পরিবারের লোকজন জানাচ্ছেন, দুটো অভিযুক্ত ছিল, হয়ে গেল একটা । থানার লজ্জা হওয়া উচিত । কংগ্রেসের জেলা নেতৃত্বদের নিয়ে আজ আমরা পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতে এসেছিলাম । ওই পরিবারের অবস্থা দেখে চোখ থেকে জল পড়ছে । পুলিশি অত্যাচার থেকে ওই পরিবারকে রেহাই দিতে আমরা ওই পরিবারকে সবরকম আইনি সহায়তার কথা জানিয়েছি । প্রতিদিন ওই পরিবারকে হেনস্তা করা হচ্ছে । সকালে থানায় তুলে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হচ্ছে । দিনের পর দিন এই পরিবারের ওপর এই অত্যাচার হচ্ছে ।"

এ দিকে পুলিশের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বদের ওপরেও ক্ষিপ্ত হয়ে পড়েছে ওই কিশোরীর আত্মীয়রা । মৃত কিশোরীর জেঠিমা বলেন, "নেতারা আসছে আমাদের সঙ্গে কথা বলে চলে যাচ্ছে । কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না । পুলিশ রোজ রোজ পরিবারের লোকজনকে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখছে । ঘটনার দিন আমাদের দুজন অভিযুক্তকে দেখানো হয়েছিল । কিন্তু এখন টিভিতে দেখছি একজন অভিযুক্ত । আমরা দোষীদের শাস্তি চাই ।"

আরও পড়ুন: ধর্ষণ নয়, গণধর্ষণের শিকার কালিয়াচকের কিশোরী; নির্যাতিতের বাড়ি গিয়ে দাবি বিজেপি নেত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.