মালদা, 13 সেপ্টেম্বর: স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফেরেনি অষ্টম শ্রেণির ছাত্র(Class VIII student of Malda missing for six days)৷ ছ'দিন ধরে খোঁজ না পেয়ে চরম উদ্বেগে বাবা ও মা-সহ পরিবারের সদস্যরা ৷ ছেলেকে কেউ অপহরণ করেছে কি না, সেটাও বুঝতে পারছেন না তাঁরা ৷ যদিও মুক্তিপণ সংক্রান্ত কোনও ফোন এখনও পর্যন্ত পাননি বলে জানান তাঁরা ৷ ছ'দিন কেটে যাওয়ার পরেও কোথাও ছেলের খোঁজ না পেয়ে শেষ পর্যন্ত মঙ্গলবার তাঁরা পুলিশের দ্বারস্থ হন ৷ ঘটনাটি ঘটেছে চাঁচল থানার মহানন্দপুর গ্রামে(Malda News)৷
মহানন্দপুর গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস করেন পেশায় মিষ্টির দোকানের কর্মী গয়া দাস ৷ স্ত্রী লক্ষ্মী দাস গৃহবধূ ৷ তাঁদের দুই ছেলে ৷ বড় ছেলে দেব দাস (14) স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে ৷ গত 8 সেপ্টেম্বর সকালে সে গৃহশিক্ষকের কাছে পড়ে এসে স্কুল যাচ্ছে বলে বাড়ি থেকে বেরোয় ৷ কিন্তু তারপর থেকে ছ'দিন পেরিয়ে গেলেও এখনও সে ঘরে ফেরেনি ৷ ছেলের খোঁজ পেতে সব জায়গায় খবর নিয়েছেন গয়াবাবু ৷ তবে ব্যর্থ হয়েছেন ৷ ছেলেকে ফিরে পেতে শেষ পর্যন্ত মঙ্গলবার চাঁচল থানায় অভিযোগ জানান ৷
আরও পড়ুন : তেলাঙ্গানার নিখোঁজ ব্যক্তিকে ঘরে ফেরাল সামশেরগঞ্জ ট্রাফিক গার্ড
এই বিষয়ে গয়াবাবু বলেন, "সেদিন সকালে ছেলে গৃহশিক্ষকের কাছে পড়তে যায় ৷ সেখান থেকে স্কুল যায় ৷ স্কুল থেকেই তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ স্কুলের পোশাক পরেই বাড়ি থেকে বেরিয়েছিল ৷ চারদিকে খোঁজ চালিয়েও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত চাঁচল থানার দ্বারস্থ হয়েছি ৷"
একই বক্তব্য মা লক্ষ্মীদেবীরও ৷ তিনি জানান, সকাল ন'টার সময় গৃহশিক্ষকের কাছ থেকে পড়ে বাড়ি ফিরেছিল ৷ তারপর স্কুলে গিয়েছিল ৷ কিন্তু স্কুল শেষ হয়ে যাওয়ার দীর্ঘক্ষণ পরেও ছেলে বাড়ি না ফেরায় স্কুলে খোঁজ নিই ৷ তখনই জানতে পারি, ছেলে সেদিন স্কুল যায়নি ৷ ছেলে এখন কোথায়, কিছুই বুঝতে পারছি না ৷"
এই বিষয়ে চাঁচল থানার পুলিশ জানায়, নিখোঁজ কিশোরের নিজের কোনও মোবাইল ফোন নেই ৷ সেই কারণে তার খোঁজ পেতে একটু সমস্যা হচ্ছে ৷ তবে তার ছবি জেলার প্রতিটি থানায় পাঠানো হয়েছে ৷ যোগাযোগ করা হচ্ছে এলাকা সংলগ্ন বিহারের থানাগুলির সঙ্গেও ৷
আরও পড়ুন : টাকা ও সোনা নিয়ে অন্য মহিলার সঙ্গে নিখোঁজ স্বামী, 6 মাস ধরে খুঁজছেন স্ত্রী