ETV Bharat / state

Malda Kalboishakhi Death : ঝড়ের বলি বালক, গাছ পড়ে আহত আরও 1

author img

By

Published : May 21, 2022, 12:23 PM IST

কালবৈশৈখী ঝড়ে গাছ পড়ে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক ছাত্রের ৷ গুরুতর আহত হয়েছেন আরও একজন ৷ ঘটানাটি ঘটেছে শুক্রবার রাতে (Malda Boy Died due to Kalboishakhi) ৷

Kalbaishakhi Death News
ঝড়ে গাছ পড়ে বাড়ি ভেঙে মৃ্ত্যু শিশুর

মালদা, 21 মে: কালবৈশাখী ঝড়ে মৃত্যু হল এক বালকের ৷ শুক্রবার রাতে মালদায় বামনগোলা ব্লকের মুদিপুকুর এলাকায় ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা ৷ মৃত বালকের নাম সুব্রত মণ্ডল (10) ৷ স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র সে (Malda Boy Died due to Kalboishakhi) ৷

পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতে খাবার খেয়ে পরিবারে সকলের সঙ্গে ঘুমিয়ে পড়েছিল শিশুটি ৷ রাতে শুরু হয় কালবৈশাখী ঝড় ৷ সেই সময়েই ঝড়ে একটি গাছ ভেঙে পড়ে বাড়ির ওপর ৷ আচমকা গাছের ধাক্কায় ভেঙে পড়ে টিনের বাড়ি ৷ চাপা পড়ে মৃত্যু হয় সুব্রতর ৷ স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র সুব্রত ৷ দুর্ঘটনায় আহত হন সুব্রতর বাবা বিবেক মণ্ডল ৷ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁদের দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সুব্রতকে মৃত বলে ঘোষণা করেন ৷ বিবেক মণ্ডল হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন : Death due to Storm : ঝড়ের বলি আরও 1, কৃষ্ণনগরে গাছ ভেঙে পড়ে মৃত প্রৌঢ়

উল্লেখ্য, কয়েকদিন আগেই কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মৃত্যু হয়েছিল এক বৃদ্ধার ৷ তারপর কিছুদিন কাটতে না কাটতেই আবার ঝড়ের বলি 10 বছরের নাবালক ৷ জোড়া মৃত্যুতে এলাকায় মেনে এসেছে শোকের ছায়া ৷

মালদা, 21 মে: কালবৈশাখী ঝড়ে মৃত্যু হল এক বালকের ৷ শুক্রবার রাতে মালদায় বামনগোলা ব্লকের মুদিপুকুর এলাকায় ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা ৷ মৃত বালকের নাম সুব্রত মণ্ডল (10) ৷ স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র সে (Malda Boy Died due to Kalboishakhi) ৷

পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতে খাবার খেয়ে পরিবারে সকলের সঙ্গে ঘুমিয়ে পড়েছিল শিশুটি ৷ রাতে শুরু হয় কালবৈশাখী ঝড় ৷ সেই সময়েই ঝড়ে একটি গাছ ভেঙে পড়ে বাড়ির ওপর ৷ আচমকা গাছের ধাক্কায় ভেঙে পড়ে টিনের বাড়ি ৷ চাপা পড়ে মৃত্যু হয় সুব্রতর ৷ স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র সুব্রত ৷ দুর্ঘটনায় আহত হন সুব্রতর বাবা বিবেক মণ্ডল ৷ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁদের দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সুব্রতকে মৃত বলে ঘোষণা করেন ৷ বিবেক মণ্ডল হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন : Death due to Storm : ঝড়ের বলি আরও 1, কৃষ্ণনগরে গাছ ভেঙে পড়ে মৃত প্রৌঢ়

উল্লেখ্য, কয়েকদিন আগেই কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মৃত্যু হয়েছিল এক বৃদ্ধার ৷ তারপর কিছুদিন কাটতে না কাটতেই আবার ঝড়ের বলি 10 বছরের নাবালক ৷ জোড়া মৃত্যুতে এলাকায় মেনে এসেছে শোকের ছায়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.