মালদা, 2 জুলাই : তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল চাঁচল ৷ গতরাতে ঘটনাটি ঘটেছে চাঁচলের নেতাজি মোড় এলাকায় ৷ যদিও এই ঘটনায় এক পক্ষ বিরোধীদের দিকে অভিযোগ তুলেছে ৷ তবে আর এক পক্ষ সরাসরি দলেরই সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পৌঁছায় RAF ও পুলিশ ৷
জানা গেছে, চাঁচল কলেজে ভরতি প্রক্রিয়া নিয়ে TMCP-র দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয় ৷ এক গোষ্ঠীর নেতা প্রশান্ত দাস বলেন, “এখনও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়নি ৷ কিন্তু এরই মধ্যে আমাদের দলের ছাত্র সংগঠনের এক পক্ষ ভরতিকে কেন্দ্র করে পড়ুয়াদের কাছ থেকে টাকা তুলেছে ৷ সেকথা জানতে পেরে আমরা বাধা দিয়েছি ৷ এনিয়ে কয়েকদিন ধরে আমাদের হুমকি দেওয়া হচ্ছিল ৷ গতরাতেও আমাদের এই নিয়ে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় ৷ আমরা ওই গোষ্ঠীর ছেলেদের বিরুদ্ধে টাকা আদায়ের সমস্ত তথ্য জোগাড় করেছি ৷ আজ আমরা নেতাজি মোড়ে উপস্থিত হতেই তারা আমাদের উপর হামলা চালায় ৷ হামলায় আমাদের পাঁচজন গুরুতর আহত হয়েছে ৷ আমার মাথাও ফাটিয়ে দিয়েছে ৷ আমরা চাঁচল থানায় অভিযোগ জানাচ্ছি ৷”
অপর গোষ্ঠীর নেতা চাঁচল ব্লক TMCP-র কার্যকরী সভাপতি বাবু সরকার বলেন, “আজ আমাদের উপর যারা হামলা করেছে তারা সবাই কংগ্রেস ও CPI(M)-এর ছেলে৷ এরা বেশ কয়েকদিন ধরেই আমাদের ছেলেদের ফোনে মেরে ফেলার হুমকি দিচ্ছে ৷ আজও আমরা সেই হুমকি পেয়েছি ৷ আমরা চাঁচল নেতাজি মোড়ে আড্ডা দিচ্ছিলাম ৷ হঠাৎ 15-20 জন ছেলে আমাদের উপর হামলা চালায় ৷ হামলায় আমাদের তিন-চার জন আহত হয়েছে ৷ আমাদের বিরুদ্ধে টাকাপয়সা নেওয়ার যে অভিযোগ তোলা হচ্ছে তা পুরোপুরি মিথ্যে ৷ ওরা নিজেদের TMCP দাবি করলেও এলাকার মানুষ সবাই জানে ওরা কংগ্রেস করে ৷ আমরা এনিয়ে চাঁচল থানায় অভিযোগ জানাতে যাচ্ছি ৷”
চাঁচল থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দুই পক্ষের মোট পাঁচজন আহত হয়েছে ৷ প্রত্যেককে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ চাঁচল থানার IC সুকুমার ঘোষ জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি ৷