ETV Bharat / state

Malda Clash: দু’বিঘা জমির দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর আহত 12 - মালদায় সংঘর্ষ

দু’বিঘা জমির দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে (Malda Clash)৷ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন 12 জন (Clash between two groups of TMC)৷

Clash between two groups of TMC in Malda, 12 injured
দু’বিঘা জমির দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর আহত 12
author img

By

Published : Oct 11, 2022, 3:15 PM IST

Updated : Oct 11, 2022, 4:53 PM IST

মালদা, 11 অক্টোবর: জমির দখল নিয়ে তৃণমূলেরই দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মণপুর এলাকা (Malda Clash)৷ দু’পক্ষের লাঠালাঠিতে আহত হয়েছেন একাধিক পুরুষ ও মহিলা ৷ গুরুতর আহতদের ভর্তি করা হয়েছে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ৷ ঘটনাস্থলে রয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ তবে গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে (Clash between two groups of TMC)৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’বিঘা জমির মালিকানা নিয়ে লক্ষ্মণপুর গ্রামের রাহানুল হক ও শেখ আফতাবউদ্দিনের পরিবারের মধ্যে মাস তিনেক ধরে বিবাদ চলছে ৷ সেই বিবাদ আজ বড়সড় আকার নেয় ৷ আজ সকালে সেই জমিতে বেড়া দিচ্ছিল এক পক্ষ ৷ আরেক পক্ষ তাতে বাধা দেয় ৷ এ নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয় এলাকায় ৷ খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকে নিরস্ত করে ৷ পুলিশ দু’পক্ষকেই জমির নথিপত্র থানায় নিয়ে যেতে বলে ৷ পুলিশ গ্রাম থেকে বেরিয়ে যেতেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷ লাঠির ঘায়ে গুরুতর আহত হন দু’পক্ষেরই মোট 12 জন ৷ আরও কয়েকজন আহত হলেও তাঁদের আঘাত গুরুতর নয় ৷ এই মুহূর্তে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন রাহানুল হক, শেখ উজ্জ্বল, মুফিলুদ্দিন শেখ, শেখ লতিফুর, হাসবি বিবি ও শেখ নইমুদ্দিন ৷ আরেক পক্ষের চিকিৎসাধীনরা হলেন শেখ আফতাবউদ্দিন, শেখ সাহাবুদ্দিন, তারিক আনোয়ার, তাকিম আলি, শেখ করিমুদ্দিন ও এনামুল হক ৷

Clash between two groups of TMC in Malda, 12 injured
গুরুতর আহত অনেকে

রাহানুল হকের মেয়ে শিউলি খাতুনের দাবি, “জায়গাটা আমার বাবার ৷ জমির কাগজপত্র আমাদের নামেই রয়েছে ৷ আজ সকালে ওরা ওই জমি বেড়া দিয়ে ঘিরছিল ৷ ওরা জমির কোনও কাগজপত্র দেখাতে পারেনি ৷ খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ওরা সরে যায় ৷ বেড়াও খুলে নেয় ৷ পুলিশ সেখান থেকে সরতেই ওরা বাবাদের উপর হামলা চালায় ৷ আমাদের 10 জন আহত হয়েছে ৷ একজনকে মালদায় রেফার করে দেওয়া হয়েছে ৷”

আরও পড়ুন: অন্য ছেলের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ ছবি পোস্ট স্বামীর, অপমানে আত্মঘাতী অষ্টাদশী

অন্যদিকে শেখ আফতাবউদ্দিনের নাতি রাজিব হকের বক্তব্য, “জমিটা আমার দাদুর ৷ ওরা জোর করে দখল করে রেখেছে ৷ এতদিন আমরা জানতাম না, জমিটা আমার দাদুর ৷ তা জানার পর জমিটি আমরা দাবি করি ৷ পুলিশ গ্রামে গিয়ে জমির কাগজপত্র নিয়ে এই ঝামেলা মেটানোর চেষ্টা করে ৷ কিন্তু পুলিশকর্মীরা সেখান থেকে সরে যেতেই ওই পক্ষ মারপিট শুরু করে দেয় ৷ আমাদের লোকজনের মাথা ফাটিয়ে দিয়েছে ৷ আমাদের 10 জন আহত হয়েছে ৷ আমরা দু’পক্ষই তৃণমূল করি ৷ আমরা চাই, শান্তিতে এই সমস্যার সমাধান হোক ৷”

দু’বিঘা জমির দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ

হাসপাতালে উপস্থিত হরিশ্চন্দ্রপুর থানার সাব ইনস্পেকটর রামপ্রসাদ চাকলাদার জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ সংঘর্ষের খবর পেয়ে তাঁরা হাসপাতালে এসেছেন ৷ আহত সবার বয়ান নেওয়া হচ্ছে ৷ লিখিত অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷

মালদা, 11 অক্টোবর: জমির দখল নিয়ে তৃণমূলেরই দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মণপুর এলাকা (Malda Clash)৷ দু’পক্ষের লাঠালাঠিতে আহত হয়েছেন একাধিক পুরুষ ও মহিলা ৷ গুরুতর আহতদের ভর্তি করা হয়েছে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ৷ ঘটনাস্থলে রয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ তবে গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে (Clash between two groups of TMC)৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’বিঘা জমির মালিকানা নিয়ে লক্ষ্মণপুর গ্রামের রাহানুল হক ও শেখ আফতাবউদ্দিনের পরিবারের মধ্যে মাস তিনেক ধরে বিবাদ চলছে ৷ সেই বিবাদ আজ বড়সড় আকার নেয় ৷ আজ সকালে সেই জমিতে বেড়া দিচ্ছিল এক পক্ষ ৷ আরেক পক্ষ তাতে বাধা দেয় ৷ এ নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয় এলাকায় ৷ খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকে নিরস্ত করে ৷ পুলিশ দু’পক্ষকেই জমির নথিপত্র থানায় নিয়ে যেতে বলে ৷ পুলিশ গ্রাম থেকে বেরিয়ে যেতেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷ লাঠির ঘায়ে গুরুতর আহত হন দু’পক্ষেরই মোট 12 জন ৷ আরও কয়েকজন আহত হলেও তাঁদের আঘাত গুরুতর নয় ৷ এই মুহূর্তে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন রাহানুল হক, শেখ উজ্জ্বল, মুফিলুদ্দিন শেখ, শেখ লতিফুর, হাসবি বিবি ও শেখ নইমুদ্দিন ৷ আরেক পক্ষের চিকিৎসাধীনরা হলেন শেখ আফতাবউদ্দিন, শেখ সাহাবুদ্দিন, তারিক আনোয়ার, তাকিম আলি, শেখ করিমুদ্দিন ও এনামুল হক ৷

Clash between two groups of TMC in Malda, 12 injured
গুরুতর আহত অনেকে

রাহানুল হকের মেয়ে শিউলি খাতুনের দাবি, “জায়গাটা আমার বাবার ৷ জমির কাগজপত্র আমাদের নামেই রয়েছে ৷ আজ সকালে ওরা ওই জমি বেড়া দিয়ে ঘিরছিল ৷ ওরা জমির কোনও কাগজপত্র দেখাতে পারেনি ৷ খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ওরা সরে যায় ৷ বেড়াও খুলে নেয় ৷ পুলিশ সেখান থেকে সরতেই ওরা বাবাদের উপর হামলা চালায় ৷ আমাদের 10 জন আহত হয়েছে ৷ একজনকে মালদায় রেফার করে দেওয়া হয়েছে ৷”

আরও পড়ুন: অন্য ছেলের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ ছবি পোস্ট স্বামীর, অপমানে আত্মঘাতী অষ্টাদশী

অন্যদিকে শেখ আফতাবউদ্দিনের নাতি রাজিব হকের বক্তব্য, “জমিটা আমার দাদুর ৷ ওরা জোর করে দখল করে রেখেছে ৷ এতদিন আমরা জানতাম না, জমিটা আমার দাদুর ৷ তা জানার পর জমিটি আমরা দাবি করি ৷ পুলিশ গ্রামে গিয়ে জমির কাগজপত্র নিয়ে এই ঝামেলা মেটানোর চেষ্টা করে ৷ কিন্তু পুলিশকর্মীরা সেখান থেকে সরে যেতেই ওই পক্ষ মারপিট শুরু করে দেয় ৷ আমাদের লোকজনের মাথা ফাটিয়ে দিয়েছে ৷ আমাদের 10 জন আহত হয়েছে ৷ আমরা দু’পক্ষই তৃণমূল করি ৷ আমরা চাই, শান্তিতে এই সমস্যার সমাধান হোক ৷”

দু’বিঘা জমির দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ

হাসপাতালে উপস্থিত হরিশ্চন্দ্রপুর থানার সাব ইনস্পেকটর রামপ্রসাদ চাকলাদার জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ সংঘর্ষের খবর পেয়ে তাঁরা হাসপাতালে এসেছেন ৷ আহত সবার বয়ান নেওয়া হচ্ছে ৷ লিখিত অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ৷

Last Updated : Oct 11, 2022, 4:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.