মালদা, 9 মার্চ: মাধ্যমিক পরীক্ষায় নকল সরবরাহে বাধা দেওয়ায় সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ । গ্রেফতার অভিযুক্ত যুবক । ঘটনাটি ইংরেজবাজার এলাকার অমৃতির রায়গ্রামের ঘটনা । ঘটনার তদন্তে নেমে নকল সরবরাহ চক্রের হদিশ ইংরেজবাজার থানার পুলিশের (Police Arrested A Person)।
আরও পড়ুন: Madhyamik Examination 2022: মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যে বুথের আয়োজন মালদা জেলা পুলিশের
গতকাল ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা । এবছরের মাধ্য়মিকের সিট বড়ো মোহনপাড়া নিবেদিতা গার্লস স্কুলে পড়েছে । অভিযোগ, পরীক্ষা চলাকালীন কয়েকজন যুবক বাইরে থেকে পরীক্ষার্থীদের নকল সরবরাহের চেষ্টা করে । কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার বিষয়টি দেখতে পেয়ে বাধা দেয় । এরপরেই ওই সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয় । অন্যান্য পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়াররা ছুটে এসে একজনকে ধরে ফেললেও বাকিরা পালিয়ে যায় (Malda Madhyamik Center)।
ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত সিভিক ভলান্টিয়ারের নাম প্রসেনজিৎ মণ্ডল । প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে । তাঁর অভিযোগের ভিত্তিতে রোহিত মণ্ডল (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে । ধৃত যুবকের বাড়ি অমৃতির বর্মন পাড়ায় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানিয়েছে, তাদের একটি দল পয়সার বিনিময়ে পরীক্ষার্থীদের নকল সরবরাহের কাজ করে । ধৃতকে আজ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে ।