ETV Bharat / state

পারিবারিক বিবাদের জেরে শিশু খুন, অভিযুক্ত সৎ মা

শিশুকে খুনের অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে ৷ কুশিদা গ্রামের আবুল আলির তিন বিবি ৷ প্রথম বিবির মৃত্যুর পর দুই বিবিকে সঙ্গে নিয়ে থাকত আবুল আলি । তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত । ফলে মাস ছ'য়েক ধরে দুলালি শওহরের থেকে আলাদা থাকতেন৷ পরে নিকাহ করেন অন্য এক ব্যক্তিকে । তবে তাঁর কন্যা আবুল আলির সংসারেই থাকত । গতকাল বিকেলে দুলালি কুশিদা হাটে গোরু বিক্রি করতে এসেছিলেন ৷ রেজি বিবি তাঁর সৎ মেয়েকে গলা টিপে, আছড়ে মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে ৷

child murder
ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 11, 2020, 6:14 PM IST

মালদা , 11 মার্চ : পারিবারিক অশান্তির জেরে তিন বছরের শিশুকন্যাকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল সৎ মায়ের বিরুদ্ধে৷ গতকাল রাতে মৃত শিশুর আম্মা দুলালি বিবি, তাঁর সতীন রেজি বিবি ও শওহর আবুল আলির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ৷ ঘটনাটি হরিশ্চন্দ্রপুর ১ নংম ব্লকের কুশিদা গ্রামে ৷ অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ ওই শিশুকন্যার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে৷

কুশিদা গ্রামের আবুল আলির তিন বিবি ৷ প্রথম বিবির মৃত্যুর পর তিনি হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামের বাসিন্দা রেজি বিবিকে নিকাহ করেন৷ দ্বিতীয় নিকাহে‌র কয়েক বছরের মধ্যেই গোপনে তিনি বিহারের বারসই থানার গাইঘাটা গ্রামের দুলালি বিবিকেও নিকাহ করেন ৷ দুলালিরও আগে একবার নিকাহ হয়েছিল ৷ সংসার টেকেনি ৷ পরে তাঁর দ্বিতীয় নিকাহ হয় আবুল আলির সঙ্গে ৷ রেজি বিবির দুই ছেলে, দুই মেয়ে ৷ দুলালির একটিমাত্র মেয়েই ছিল । তবে আবুল আলির সংসারেও থাকতে পারেননি তিনি ৷ দুই বিবিকে নিয়ে সংসার চলছিল আবুল আলির ৷ বাড়িতে দুই সতীনের ঝগড়া লেগেই থাকত বলে জানাচ্ছে এলাকার বাসিন্দারা ৷ ফলে মাস ছ'য়েক ধরে দুলালি শওহরের থেকে আলাদা থাকতেন৷ এই নিয়ে গ্রামে কয়েকবার সালিশি সভাও বসে ৷ থানা-পুলিশও হয় ৷ কিন্তু সমস্যা মেটেনি৷ তাই মাস তিনেক আগে দুলালি বিহারের আবাদপুর থানার বাসিন্দা এক ব্যক্তিকে নিকাহ করেন৷ বর্তমানে নতুন শওহরের সঙ্গে থাকেন তিনি৷ কিন্তু মেয়ে জুলি খাতুন থেকে যায় আবুল আলির সংসারেই ৷ গতকাল বিকেলে দুলালি কুশিদা হাটে গোরু বিক্রি করতে এসেছিলেন ৷ সেখানেই তিনি শুনতে পান, রেজি বিবি তাঁর মেয়েকে গলা টিপে, আছড়ে মেরে ফেলেছে ৷ তিনি প্রথমে সেকথা বিশ্বাস করেননি ৷ ছুটে যান পুরানো শওহরের বাড়ি ৷ দেখেন, বারান্দায় পড়ে রয়েছে তাঁর জুলি৷ ততক্ষণে মৃত্যু হয়েছে তার৷

স্থানীয় বাসিন্দা অঞ্জলি বিবি বলেন, “বাচ্চাটাকে ওর সৎ মা রেজি বিবি খুন করেছে৷ খুন করার পর সে পুকুরঘাটে চলে যায় ৷ সেটা আমি নিজেই দেখেছি ৷ পরে এলাকার লোকজন বলে, বাচ্চাটাকে মারধর করে লাথি মারে৷ তারপর পিছন থেকে ধরে তাকে ফেলে দেয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার৷” এলাকার আরও এক বাসিন্দা, কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ এন আজম বলেন, “আবুল আলির তিনটি নিকাহ । এই নিয়ে ওই পরিবারে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল৷ তৃতীয় বিবি ছিল দুলালি৷ তাঁদের একটি কন্যাসন্তান হয়৷ শুনতে পাই, ওর বিমাতা রেজি বিবি গলা টিপে ওকে মেরে ফেলেছে৷ বাচ্চার মা তিন মাস ধরে অন্য জায়গায় সংসার পেতেছে ৷ রেজি বিবিই বাচ্চাটির দেখাশোনা করত৷ হঠাৎ করে কী হল বোঝা যাচ্ছে না৷ পুলিশ তদন্ত করলেই প্রকৃত ঘটনা জানা যাবে৷

এই ঘটনায় স্থানীয় থানায় প্রাক্তন শওহর ও সতীনের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন দুলালি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ গ্রেপ্তার করা হয় আবুল আলি ও রেজি বিবিকে ৷ পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে ৷

মালদা , 11 মার্চ : পারিবারিক অশান্তির জেরে তিন বছরের শিশুকন্যাকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল সৎ মায়ের বিরুদ্ধে৷ গতকাল রাতে মৃত শিশুর আম্মা দুলালি বিবি, তাঁর সতীন রেজি বিবি ও শওহর আবুল আলির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ৷ ঘটনাটি হরিশ্চন্দ্রপুর ১ নংম ব্লকের কুশিদা গ্রামে ৷ অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ ওই শিশুকন্যার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে৷

কুশিদা গ্রামের আবুল আলির তিন বিবি ৷ প্রথম বিবির মৃত্যুর পর তিনি হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামের বাসিন্দা রেজি বিবিকে নিকাহ করেন৷ দ্বিতীয় নিকাহে‌র কয়েক বছরের মধ্যেই গোপনে তিনি বিহারের বারসই থানার গাইঘাটা গ্রামের দুলালি বিবিকেও নিকাহ করেন ৷ দুলালিরও আগে একবার নিকাহ হয়েছিল ৷ সংসার টেকেনি ৷ পরে তাঁর দ্বিতীয় নিকাহ হয় আবুল আলির সঙ্গে ৷ রেজি বিবির দুই ছেলে, দুই মেয়ে ৷ দুলালির একটিমাত্র মেয়েই ছিল । তবে আবুল আলির সংসারেও থাকতে পারেননি তিনি ৷ দুই বিবিকে নিয়ে সংসার চলছিল আবুল আলির ৷ বাড়িতে দুই সতীনের ঝগড়া লেগেই থাকত বলে জানাচ্ছে এলাকার বাসিন্দারা ৷ ফলে মাস ছ'য়েক ধরে দুলালি শওহরের থেকে আলাদা থাকতেন৷ এই নিয়ে গ্রামে কয়েকবার সালিশি সভাও বসে ৷ থানা-পুলিশও হয় ৷ কিন্তু সমস্যা মেটেনি৷ তাই মাস তিনেক আগে দুলালি বিহারের আবাদপুর থানার বাসিন্দা এক ব্যক্তিকে নিকাহ করেন৷ বর্তমানে নতুন শওহরের সঙ্গে থাকেন তিনি৷ কিন্তু মেয়ে জুলি খাতুন থেকে যায় আবুল আলির সংসারেই ৷ গতকাল বিকেলে দুলালি কুশিদা হাটে গোরু বিক্রি করতে এসেছিলেন ৷ সেখানেই তিনি শুনতে পান, রেজি বিবি তাঁর মেয়েকে গলা টিপে, আছড়ে মেরে ফেলেছে ৷ তিনি প্রথমে সেকথা বিশ্বাস করেননি ৷ ছুটে যান পুরানো শওহরের বাড়ি ৷ দেখেন, বারান্দায় পড়ে রয়েছে তাঁর জুলি৷ ততক্ষণে মৃত্যু হয়েছে তার৷

স্থানীয় বাসিন্দা অঞ্জলি বিবি বলেন, “বাচ্চাটাকে ওর সৎ মা রেজি বিবি খুন করেছে৷ খুন করার পর সে পুকুরঘাটে চলে যায় ৷ সেটা আমি নিজেই দেখেছি ৷ পরে এলাকার লোকজন বলে, বাচ্চাটাকে মারধর করে লাথি মারে৷ তারপর পিছন থেকে ধরে তাকে ফেলে দেয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার৷” এলাকার আরও এক বাসিন্দা, কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ এন আজম বলেন, “আবুল আলির তিনটি নিকাহ । এই নিয়ে ওই পরিবারে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল৷ তৃতীয় বিবি ছিল দুলালি৷ তাঁদের একটি কন্যাসন্তান হয়৷ শুনতে পাই, ওর বিমাতা রেজি বিবি গলা টিপে ওকে মেরে ফেলেছে৷ বাচ্চার মা তিন মাস ধরে অন্য জায়গায় সংসার পেতেছে ৷ রেজি বিবিই বাচ্চাটির দেখাশোনা করত৷ হঠাৎ করে কী হল বোঝা যাচ্ছে না৷ পুলিশ তদন্ত করলেই প্রকৃত ঘটনা জানা যাবে৷

এই ঘটনায় স্থানীয় থানায় প্রাক্তন শওহর ও সতীনের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন দুলালি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ গ্রেপ্তার করা হয় আবুল আলি ও রেজি বিবিকে ৷ পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.