ETV Bharat / state

Mamata Coming in Malda: অভিষেকের কর্মসূচি চলাকালীন মালদায় মমতা,  কী কী করবেন মুখ্যমন্ত্রী ?

অভিষেকের জনজোয়ার কর্মসূচির মধ্যেই 3 মে মালদায় আসছেন মুখ্যমন্ত্রী ৷ করবেন তিন জেলার প্রশাসনিক বৈঠক ৷

Mamata Coming in Malda
অভিষেকের কর্মসূচির মাঝেই মালদায় মমতা
author img

By

Published : May 1, 2023, 9:55 AM IST

Updated : May 1, 2023, 1:50 PM IST

মালদা, 1 মে: আগামী 3 মে থেকে মালদায় জনজোয়ার কর্মসূচি শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেদিনই জেলায় পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ 4 মে তিনি মালদা-সহ দুই দিনাজপুরের প্রশাসনিক কর্তাদের নিয়ে রিভিউ মিটিং করবেন ৷ ইতিমধ্যে তাঁর সফরসূচি জেলা প্রশাসনের কাছে এসে পৌঁছেছে ৷ রাজ্যের প্রশাসনিক প্রধানের সভা নিয়ে এই মুহূর্তে তৎপর জেলা প্রশাসন ৷

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী 3 মে রাতে সরাইঘাট এক্সপ্রেসে মালদায় এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী ৷ পুরাতন মালদার মঙ্গলবাড়িতে সেচ দফতরের অতিথিশালা মহানন্দা ভবনে রাত্রিবাস করবেন ৷ পরদিন দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে তিনি মালদা-সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনকে নিয়ে প্রশাসনিক সভা করবেন ৷ সেদিনও তিনি মালদায় রাত্রিবাস করবেন ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে তিনি দলীয় বৈঠকও করতে পারেন ৷ যদিও এনিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সি ৷

পরদিন ৫ মে বেলা ১২টা ২০ মিনিটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতা ফিরে যাবেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ এদিকে দলীয় জনজোয়ার কর্মসূচিতে মঙ্গলবার রাতেই মালদায় পা রাখছেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে খবর, আগামিকাল তিনি চাঁচল স্টেডিয়ামে অস্থায়ী ক্যাম্পে রাত্রিবাস করবেন ৷ 3 মে তিনি প্রথমে গাজোলের দেওতলায় প্রথম সভা করবেন ৷ সেখান থেকে তিনি যাবেন হবিবপুরের কেন্দপুকুরে ৷

আরও পড়ুন: 2026-এ তৃণমূল 240 ! বিধানসভা ভোটের সুর বেঁধে দিলেন অভিষেক

সেদিন তাঁর শেষ সভা হবে সামসী কলেজ ময়দানে ৷ 4 মে তিনি জেলায় তিনটি সভা করবেন ৷ প্রথম সভা হবে মানিকচকের এনায়েতপুরে ৷ সেখান থেকে বেরিয়ে তিনি প্রথমে অমৃতি শিবমন্দিরে পুজো দেবেন ৷ যাবেন মিলকি জামে মসজিদেও ৷ এরপর তিনি মোথাবাড়ি পিডব্লিউডি ময়দানে দ্বিতীয় সভা করবেন ৷ সেদিন শেষ সভা করবেন কালিয়াচকের সুজাপুরে ৷ হাতিমারি ময়দানে সভা সেরে সেই রাত কাটাবেন বৈষ্ণবনগরের লক্ষ্মীপুরে ৷ তবে জেলা তৃণমূলের তরফে বলা হয়েছে, অভিষেকের এই সূচির পরিবর্তনও হতে পারে ৷

মালদা, 1 মে: আগামী 3 মে থেকে মালদায় জনজোয়ার কর্মসূচি শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেদিনই জেলায় পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ 4 মে তিনি মালদা-সহ দুই দিনাজপুরের প্রশাসনিক কর্তাদের নিয়ে রিভিউ মিটিং করবেন ৷ ইতিমধ্যে তাঁর সফরসূচি জেলা প্রশাসনের কাছে এসে পৌঁছেছে ৷ রাজ্যের প্রশাসনিক প্রধানের সভা নিয়ে এই মুহূর্তে তৎপর জেলা প্রশাসন ৷

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী 3 মে রাতে সরাইঘাট এক্সপ্রেসে মালদায় এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী ৷ পুরাতন মালদার মঙ্গলবাড়িতে সেচ দফতরের অতিথিশালা মহানন্দা ভবনে রাত্রিবাস করবেন ৷ পরদিন দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে তিনি মালদা-সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনকে নিয়ে প্রশাসনিক সভা করবেন ৷ সেদিনও তিনি মালদায় রাত্রিবাস করবেন ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে তিনি দলীয় বৈঠকও করতে পারেন ৷ যদিও এনিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সি ৷

পরদিন ৫ মে বেলা ১২টা ২০ মিনিটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতা ফিরে যাবেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ এদিকে দলীয় জনজোয়ার কর্মসূচিতে মঙ্গলবার রাতেই মালদায় পা রাখছেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে খবর, আগামিকাল তিনি চাঁচল স্টেডিয়ামে অস্থায়ী ক্যাম্পে রাত্রিবাস করবেন ৷ 3 মে তিনি প্রথমে গাজোলের দেওতলায় প্রথম সভা করবেন ৷ সেখান থেকে তিনি যাবেন হবিবপুরের কেন্দপুকুরে ৷

আরও পড়ুন: 2026-এ তৃণমূল 240 ! বিধানসভা ভোটের সুর বেঁধে দিলেন অভিষেক

সেদিন তাঁর শেষ সভা হবে সামসী কলেজ ময়দানে ৷ 4 মে তিনি জেলায় তিনটি সভা করবেন ৷ প্রথম সভা হবে মানিকচকের এনায়েতপুরে ৷ সেখান থেকে বেরিয়ে তিনি প্রথমে অমৃতি শিবমন্দিরে পুজো দেবেন ৷ যাবেন মিলকি জামে মসজিদেও ৷ এরপর তিনি মোথাবাড়ি পিডব্লিউডি ময়দানে দ্বিতীয় সভা করবেন ৷ সেদিন শেষ সভা করবেন কালিয়াচকের সুজাপুরে ৷ হাতিমারি ময়দানে সভা সেরে সেই রাত কাটাবেন বৈষ্ণবনগরের লক্ষ্মীপুরে ৷ তবে জেলা তৃণমূলের তরফে বলা হয়েছে, অভিষেকের এই সূচির পরিবর্তনও হতে পারে ৷

Last Updated : May 1, 2023, 1:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.