ETV Bharat / state

Dengue Death in Malda: ডেঙ্গি আক্রান্ত বালকের মৃত্যু, তীব্র উত্তেজনা মালদা মেডিক্যালে - ডেঙ্গি আক্রান্ত বালকের মৃত্যু

দিনে দিনে রাজ্যে বেড়েই চলেছে ডেঙ্গির (Dengue) প্রকোপ ৷ তার সঙ্গে পাল্লা দিয়ে উর্দ্ধমুখী মৃত্যুর হার ৷ এবার মালদায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মারা গেল এক বালক (Dengue Death in Malda) ৷ বয়স 13 বছর ৷ তার মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে ৷ যা নিয়ে উত্তেজনা ছড়ায় মালদা মেডিক্যালে (Malda Medical College and Hospital) ৷

Dengue Death in Malda
Dengue Death in Malda
author img

By

Published : Nov 16, 2022, 10:44 AM IST

Updated : Nov 16, 2022, 11:13 AM IST

মালদা, 16 নভেম্বর: ডেঙ্গি (Dengue) আক্রান্ত এক বালকের মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে তীব্র উত্তেজনা ছড়াল মালদা মেডিক্যালে (Malda Medical College and Hospital) ৷ মৃতের পরিবারের দাবি, ভুল চিকিৎসায় ওই বালকের মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে আজ পরিবারের সদস্যরা মেডিক্যাল কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবি জানাবে বলে জানিয়েছেন ৷ গতকাল রাতেই দেহ নিয়ে বাড়ি চলে গিয়েছেন তাঁরা ৷ যদিও ওই বালকের চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি বলে দাবি করেছেন মালদা মেডিক্যালের সহকারী অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার ৷

মৃত বালকের নাম নাসিম আখতার (Dengue Death in Malda) ৷ বয়স 13 বছর ৷ বাড়ি কালিয়াচক থানার সুজাপুর সংলগ্ন ভাগুটোলা গ্রামে ৷ তার এক আত্মীয় মহম্মদ শাহারুখ হোসেন বলেন, "নাসিমের রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়েছিল ৷ এরপর তাকে মঙ্গলবার মালদা মেডিক্যালে ভর্তি করা হয় ৷ তখনও সে ভালোই ছিল ৷ একজন নার্স ওকে ইনজেকশন দেয় ৷ তার দু'মিনিটের মধ্যে ও মারা যায় ৷ কেন নাসিমের মৃত্যু হল, তা আমরা জানতে চাই ৷ ওয়ার্ডে এই দাবি জানাচ্ছিলাম ৷ কিছুক্ষণের মধ্যে পুলিশ সেখানে এসে আমাদের বের করে দেয় ৷ আমরা ওই নার্সের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম ৷ কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে যান ৷ আমরা এ নিয়ে মেডিক্যাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাব ৷ কেন নাসিমের মৃত্যু হল, কেনই বা ওই নার্স ওয়ার্ড থেকে পালিয়ে গেলেন, তা আমরা জানতে চাই ৷"

নাসিমের মা শাহনাজ খাতুন বলেন, "ছেলে বমি করছিল ৷ নার্সকে সেকথা বলতে তিনি ছেলেকে একটি ইনজেকশেন দেন ৷ তারপরেই ছেলে মারা যায় ৷ ভুল ইনজেকশনে আমার ছেলের মৃত্যু হল কি না জানি না ৷ আমার দিদি সেকথা বলতেই এক চিকিৎসক তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন ৷ ওই নার্সও ওয়ার্ড থেকে পালিয়ে গিয়েছিলেন ৷ আজ আমার ছেলে চলে গেল ৷ আরও অনেক মা বাচ্চাদের এখানে ভর্তি করেছেন ৷ এভাবে ছেলেকে কি মরতে দিতে হবে?"

মেডিক্যালের সহকারী অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার পুরঞ্জয় সাহা অবশ্য দাবি করেছেন, চিকিৎসায় কোনও ভুল ছিল না ৷ তিনি বলেন, "ডেঙ্গি শক সিনড্রোমে ছেলেটির মৃত্যু হয়েছে ৷ তার বমি হচ্ছিল ৷ তাকে কিছু না খাওয়ানো হয় তার জন্য পরিবারের সদস্যদের জানানো হয়েছিল ৷ কিন্তু ছেলেটির মা তাকে জল খাওয়াতে শুরু করেন ৷ সেই জল ছেলেটির শ্বাসনালীতে চলে যায় ৷ এই ইনজেকশন ওয়ার্ডের অনেককেই দেওয়া হচ্ছে ৷ পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরেছেন ৷ আমরা দেহের ময়নাতদন্ত করাতে চেয়েছিলাম ৷ কিন্তু তাঁরা দেহ নিয়ে বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেন ৷ এ নিয়ে এখনও কোনও লিখিত অভিযোগও দায়ের হয়নি ৷"

ডেঙ্গি আক্রান্ত বালকের মৃত্যু মালদা মেডিক্যালে

আরও পড়ুন: আইডি হাসপাতালে ডেঙ্গিতে জোড়া মৃত্যু, আতঙ্ক বাড়ছে তিলোত্তমায়

এদিকে মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে সেখানে 16 জন ডেঙ্গি আক্রান্ত চিকিৎসাধীন ৷ গোটা জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাতশোরও বেশি ৷

মালদা, 16 নভেম্বর: ডেঙ্গি (Dengue) আক্রান্ত এক বালকের মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে তীব্র উত্তেজনা ছড়াল মালদা মেডিক্যালে (Malda Medical College and Hospital) ৷ মৃতের পরিবারের দাবি, ভুল চিকিৎসায় ওই বালকের মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে আজ পরিবারের সদস্যরা মেডিক্যাল কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবি জানাবে বলে জানিয়েছেন ৷ গতকাল রাতেই দেহ নিয়ে বাড়ি চলে গিয়েছেন তাঁরা ৷ যদিও ওই বালকের চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি বলে দাবি করেছেন মালদা মেডিক্যালের সহকারী অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার ৷

মৃত বালকের নাম নাসিম আখতার (Dengue Death in Malda) ৷ বয়স 13 বছর ৷ বাড়ি কালিয়াচক থানার সুজাপুর সংলগ্ন ভাগুটোলা গ্রামে ৷ তার এক আত্মীয় মহম্মদ শাহারুখ হোসেন বলেন, "নাসিমের রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়েছিল ৷ এরপর তাকে মঙ্গলবার মালদা মেডিক্যালে ভর্তি করা হয় ৷ তখনও সে ভালোই ছিল ৷ একজন নার্স ওকে ইনজেকশন দেয় ৷ তার দু'মিনিটের মধ্যে ও মারা যায় ৷ কেন নাসিমের মৃত্যু হল, তা আমরা জানতে চাই ৷ ওয়ার্ডে এই দাবি জানাচ্ছিলাম ৷ কিছুক্ষণের মধ্যে পুলিশ সেখানে এসে আমাদের বের করে দেয় ৷ আমরা ওই নার্সের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম ৷ কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে যান ৷ আমরা এ নিয়ে মেডিক্যাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাব ৷ কেন নাসিমের মৃত্যু হল, কেনই বা ওই নার্স ওয়ার্ড থেকে পালিয়ে গেলেন, তা আমরা জানতে চাই ৷"

নাসিমের মা শাহনাজ খাতুন বলেন, "ছেলে বমি করছিল ৷ নার্সকে সেকথা বলতে তিনি ছেলেকে একটি ইনজেকশেন দেন ৷ তারপরেই ছেলে মারা যায় ৷ ভুল ইনজেকশনে আমার ছেলের মৃত্যু হল কি না জানি না ৷ আমার দিদি সেকথা বলতেই এক চিকিৎসক তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন ৷ ওই নার্সও ওয়ার্ড থেকে পালিয়ে গিয়েছিলেন ৷ আজ আমার ছেলে চলে গেল ৷ আরও অনেক মা বাচ্চাদের এখানে ভর্তি করেছেন ৷ এভাবে ছেলেকে কি মরতে দিতে হবে?"

মেডিক্যালের সহকারী অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার পুরঞ্জয় সাহা অবশ্য দাবি করেছেন, চিকিৎসায় কোনও ভুল ছিল না ৷ তিনি বলেন, "ডেঙ্গি শক সিনড্রোমে ছেলেটির মৃত্যু হয়েছে ৷ তার বমি হচ্ছিল ৷ তাকে কিছু না খাওয়ানো হয় তার জন্য পরিবারের সদস্যদের জানানো হয়েছিল ৷ কিন্তু ছেলেটির মা তাকে জল খাওয়াতে শুরু করেন ৷ সেই জল ছেলেটির শ্বাসনালীতে চলে যায় ৷ এই ইনজেকশন ওয়ার্ডের অনেককেই দেওয়া হচ্ছে ৷ পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরেছেন ৷ আমরা দেহের ময়নাতদন্ত করাতে চেয়েছিলাম ৷ কিন্তু তাঁরা দেহ নিয়ে বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেন ৷ এ নিয়ে এখনও কোনও লিখিত অভিযোগও দায়ের হয়নি ৷"

ডেঙ্গি আক্রান্ত বালকের মৃত্যু মালদা মেডিক্যালে

আরও পড়ুন: আইডি হাসপাতালে ডেঙ্গিতে জোড়া মৃত্যু, আতঙ্ক বাড়ছে তিলোত্তমায়

এদিকে মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে সেখানে 16 জন ডেঙ্গি আক্রান্ত চিকিৎসাধীন ৷ গোটা জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাতশোরও বেশি ৷

Last Updated : Nov 16, 2022, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.