ETV Bharat / state

Chanchal Super Speciality Hospital: ডেঙ্গির ‘আঁতুরঘর‘ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল - চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল

রাজ্য়ের ডেঙ্গির পরিস্থিতি ক্রমশই ভয়াবহ রূপ ধারণ করছে (chanchal super speciality hospital is becoming a hotspot for dengue) ৷ কলকাতা থেকে জেলা সর্বত্রই ডেঙ্গি প্রাণঘাতী রূপ নিয়েছে ৷ মালাদা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল ডেঙ্গির ‘আঁতুরঘর‘ হয়ে উঠেছে ৷ তাতেই আতঙ্কিত হাসপাতালের রোগী থেকে রেগীর আত্ময়ীরা ৷

Chanchal Super Speciality Hospital
ETV Bharat
author img

By

Published : Nov 18, 2022, 10:50 PM IST

মালদা, 18 নভেম্বর: ডেঙ্গির ‘আঁতুরঘর’ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল ৷ হাসপাতাল চত্বরে জমে থাকা বদ্ধ জলে মশার লার্ভা কিলবিল করছে ৷ এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আবর্জনার স্তূপ (chanchal super speciality hospital is becoming a hotspot for dengue) ৷ সেখানেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোগী ও তাঁদের পরিজনদের ৷ এমনকী বাচ্চাদেরও সেখানে রাখতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা ৷ ডেঙ্গি হামলায় সন্ত্রস্ত মানুষ এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলছেন ৷ যদিও খুব দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতালের সহকারী সুপার ৷

উত্তর মালদা মহকুমার বিস্তীর্ণ অংশের মানুষ আধুনিক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের উপর নির্ভরশীল ৷ কিন্তু সেখানেই অস্বাস্থ্যকর ছবি ৷ ইতিমধ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে জেলায় মৃত্যু হয়েছে দু’জনের ৷ একজন 13 বছরের নাবালকও রয়েছে ৷ এই মুহূর্তে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাতশোরও বেশি ৷ জানা গিয়েছে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে ৷

Chanchal Super Speciality Hospital
হাসপাতাল চত্বরে নোংরা জল জমে আছে

আরও পড়ুন: তিলোত্তমার গর্ব রবীন্দ্র সরোবর এখন ডেঙ্গির 'আঁতুড়ঘর'!

চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে বাচ্চাকে দেখাতে এসেছিলেন চাঁচলের মকদুমপুর গ্রামের ফতেমা বেগম ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, “গোটা হাসপাতাল জুড়ে আবর্জনা ছড়িয়ে রয়েছে ৷ ওই আবর্জনার পাশেই রোগীরা দাঁড়িয়ে টিকিট কাটছেন ৷ এই অস্বাস্থ্যকর পরিবেশের কারণ বাচ্চাদের ক্ষতি হচ্ছে ৷ এই সময় জেলা জুড়ে ডেঙ্গির আক্রমণ চলছে ৷ আমরা সবাই ডেঙ্গি আতঙ্কে রয়েছি ৷ এই পরিস্থিতিতে হাসপাতালে আবর্জনার সঙ্গে জলও জমে রয়েছে ৷ আমরা চাই, হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত এসব সাফাই করুক ৷”

ডেঙ্গির ‘আঁতুরঘর‘ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল

এই বক্তব্যের রেশ টেনেই উত্তর বসন্তপুর গ্রামের মোস্তাক আলমে বলেন, “হাসপাতাল চত্বর ভীষণ নোংরা ৷ অনেক জায়গায় জল জমে রয়েছে ৷ অথচ হাসপাতাল কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই ৷ হাসপাতাল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত ৷ এখন ডেঙ্গির আক্রমণ চলছে ৷ আরও বিভিন্ন রোগ দেখা দিচ্ছে ৷ হাসপাতালে এসে কোনও বাচ্চা মশা কিংবা অন্যান্য পতঙ্গ বাহিত রোগে আক্রান্ত হলে রোগীকে বাঁচানো মুশকিল ৷ হাসপাতাল কর্তৃপক্ষ যাতে দ্রুত এখান থেকে আবর্জনা ও বদ্ধ জল সরানোর ব্যবস্থা করে, সেটাই দাবি করছি ৷‘‘

আরও পড়ুন: ডেঙ্গি আতঙ্কের মধ্যেই মালদা মেডিক্যাল হয়ে উঠেছে মশার প্রসবঘর !

এ প্রসঙ্গে হাসপাতালের সহকারী সুপার আরিফ শাহ জানান, “হাসপাতালের যেসব জায়গায় জল জমেছে, সেখানে ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি ৷ সেখানে নিয়মিত মশা মারার স্প্রে করার ব্যবস্থা হচ্ছে ৷ জল নিকাশি যাতে ঠিকভাবে হয়, তার কাজও আমরা শুরু করে দিয়েছি ৷ একটা সমস্যা হল, চাঁচলে কোনও ডাম্পিং গ্রাউন্ড নেই ৷ সেকারণে হাসপাতালে কিছু আবর্জনা জমেছে ৷ এই অবস্থায় কোনও অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড বানিয়ে কিংবা গর্ত খুঁড়ে আবর্জনা ফেলা যায় কিনা তা নিয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে ৷ সেই ব্যবস্থা করা হচ্ছে ৷ এখানে যে আবর্জনা পড়ে রয়েছে, তা বায়ো মেডিক্যাল ওয়েস্ট নয় ৷ সাধারণ আবর্জনা ৷ ডাম্পিংয়ের জায়গা পাওয়া গেলেই হাসপাতাল চত্বরে কোনও আবর্জনা থাকবে না (chanchal super speciality hospital) ৷”

মালদা, 18 নভেম্বর: ডেঙ্গির ‘আঁতুরঘর’ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল ৷ হাসপাতাল চত্বরে জমে থাকা বদ্ধ জলে মশার লার্ভা কিলবিল করছে ৷ এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আবর্জনার স্তূপ (chanchal super speciality hospital is becoming a hotspot for dengue) ৷ সেখানেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোগী ও তাঁদের পরিজনদের ৷ এমনকী বাচ্চাদেরও সেখানে রাখতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা ৷ ডেঙ্গি হামলায় সন্ত্রস্ত মানুষ এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলছেন ৷ যদিও খুব দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতালের সহকারী সুপার ৷

উত্তর মালদা মহকুমার বিস্তীর্ণ অংশের মানুষ আধুনিক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের উপর নির্ভরশীল ৷ কিন্তু সেখানেই অস্বাস্থ্যকর ছবি ৷ ইতিমধ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে জেলায় মৃত্যু হয়েছে দু’জনের ৷ একজন 13 বছরের নাবালকও রয়েছে ৷ এই মুহূর্তে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাতশোরও বেশি ৷ জানা গিয়েছে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে ৷

Chanchal Super Speciality Hospital
হাসপাতাল চত্বরে নোংরা জল জমে আছে

আরও পড়ুন: তিলোত্তমার গর্ব রবীন্দ্র সরোবর এখন ডেঙ্গির 'আঁতুড়ঘর'!

চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে বাচ্চাকে দেখাতে এসেছিলেন চাঁচলের মকদুমপুর গ্রামের ফতেমা বেগম ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, “গোটা হাসপাতাল জুড়ে আবর্জনা ছড়িয়ে রয়েছে ৷ ওই আবর্জনার পাশেই রোগীরা দাঁড়িয়ে টিকিট কাটছেন ৷ এই অস্বাস্থ্যকর পরিবেশের কারণ বাচ্চাদের ক্ষতি হচ্ছে ৷ এই সময় জেলা জুড়ে ডেঙ্গির আক্রমণ চলছে ৷ আমরা সবাই ডেঙ্গি আতঙ্কে রয়েছি ৷ এই পরিস্থিতিতে হাসপাতালে আবর্জনার সঙ্গে জলও জমে রয়েছে ৷ আমরা চাই, হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত এসব সাফাই করুক ৷”

ডেঙ্গির ‘আঁতুরঘর‘ চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল

এই বক্তব্যের রেশ টেনেই উত্তর বসন্তপুর গ্রামের মোস্তাক আলমে বলেন, “হাসপাতাল চত্বর ভীষণ নোংরা ৷ অনেক জায়গায় জল জমে রয়েছে ৷ অথচ হাসপাতাল কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই ৷ হাসপাতাল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত ৷ এখন ডেঙ্গির আক্রমণ চলছে ৷ আরও বিভিন্ন রোগ দেখা দিচ্ছে ৷ হাসপাতালে এসে কোনও বাচ্চা মশা কিংবা অন্যান্য পতঙ্গ বাহিত রোগে আক্রান্ত হলে রোগীকে বাঁচানো মুশকিল ৷ হাসপাতাল কর্তৃপক্ষ যাতে দ্রুত এখান থেকে আবর্জনা ও বদ্ধ জল সরানোর ব্যবস্থা করে, সেটাই দাবি করছি ৷‘‘

আরও পড়ুন: ডেঙ্গি আতঙ্কের মধ্যেই মালদা মেডিক্যাল হয়ে উঠেছে মশার প্রসবঘর !

এ প্রসঙ্গে হাসপাতালের সহকারী সুপার আরিফ শাহ জানান, “হাসপাতালের যেসব জায়গায় জল জমেছে, সেখানে ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি ৷ সেখানে নিয়মিত মশা মারার স্প্রে করার ব্যবস্থা হচ্ছে ৷ জল নিকাশি যাতে ঠিকভাবে হয়, তার কাজও আমরা শুরু করে দিয়েছি ৷ একটা সমস্যা হল, চাঁচলে কোনও ডাম্পিং গ্রাউন্ড নেই ৷ সেকারণে হাসপাতালে কিছু আবর্জনা জমেছে ৷ এই অবস্থায় কোনও অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড বানিয়ে কিংবা গর্ত খুঁড়ে আবর্জনা ফেলা যায় কিনা তা নিয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে ৷ সেই ব্যবস্থা করা হচ্ছে ৷ এখানে যে আবর্জনা পড়ে রয়েছে, তা বায়ো মেডিক্যাল ওয়েস্ট নয় ৷ সাধারণ আবর্জনা ৷ ডাম্পিংয়ের জায়গা পাওয়া গেলেই হাসপাতাল চত্বরে কোনও আবর্জনা থাকবে না (chanchal super speciality hospital) ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.