মালদা, 22 জুলাই: পাঁচ হাজার টাকা সুদে ধার দিয়েছিলেন গ্রামেরই এক ব্যক্তিকে । সেই টাকা ফেরত দিচ্ছিলেন না ওই ব্যক্তি । টাকা ফেরত পেতে বারবার তাগাদা দিতে শুরু করেন ঋণদাতা (Name of Returning Money Owed Person was Beaten and Killed) । শেষ পর্যন্ত টাকা ফেরত দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে ঋণদাতাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে গাজোলের আলাল গ্রাম পঞ্চায়েতের বেড়গ্রামে । শুক্রবার সকালে মালদা মেডিক্যালে মৃত্যু হয়েছে ঋণদাতা সত্যপ্রকাশ বসাকের (41)। ঘটনার পর থেকেই অভিযুক্ত উমেশ চৌধুরী পলাতক । তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি ।
নিহত সত্যবাবুর স্ত্রী মঞ্জু বসাক বলেন, "আমার স্বামী সুদে উমেশ চৌধুরীকে পাঁচ হাজার টাকা ধার দিয়েছিল । উমেশ টাকা ফেরত দিচ্ছিল না । গতকাল রাতে সে আমার স্বামীকে টাকা ফেরত দেওয়ার নাম করে ডাকে । কিছুক্ষণ পর স্বামী ঘরে ফিরে এসে জানায়, তাকে উমেশরা মেরেছে । ওরা নাকি 8-9 জন ছিল । কিছুক্ষণ পরে ও রক্তবমি করতে শুরু করে । ওকে প্রথমে গাজোল হাসপাতালে নিয়ে যাই । সেখানে ভর্তি না নেওয়ায় মালদা মেডিক্যালে নিয়ে আসি । আজ সকালে স্বামী মারা গিয়েছে । আমি উমেশের বিরুদ্ধে পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করব । ওর শাস্তি চাই ।"
আরও পড়ুন : ছোট্ট সৌরভ বন্ধুর মাসিমাকে রাগিয়েছিল 'ভেটকি' বলে! তারই পরিণতি খুন, ধৃত 4
গাজোল থানার পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত এনিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি । আপাতত পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে । অভিযোগ দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে ।