মালদা, 17 অগস্ট: ইন্দো-বাংলা সীমান্তে অস্ত্র পাচার রুখল সীমান্তরক্ষী বাহিনী ৷ উদ্ধার হল অত্যাধুনিক পিস্তল, ম্যাগাজিন ও তাজা কার্তুজ ৷ উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ ৷ সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা বিএসএফ আধিকারিকদের আন্তর্জাতিক আগ্নেয়াস্ত্র পাচার চক্রের কথা ভাবতে বাধ্য করছে ৷
বিএসএফের তরফে জানানো হয়েছে, বুধবার ভোরে ইংরেজবাজার ব্লকের মহদিপুর এলাকার ইন্দো-বাংলা সীমান্তে কর্তব্যরত 70 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের নজের পড়ে বিষয়টি ৷ বেশ কয়েকজন দুষ্কৃতীকে কাঁটাতারের দিকে এগিয়ে যেতে দেখে তারা ৷ চোরাকারবারীদের গতিবিধি নজরে আসতেই দুষ্কৃতীদের ধাওয়া করে জওয়ানরা ৷ জওয়ানদের দেখেই ঝোপ- ঝাড়ের মধ্যে দিয়ে পালিয়ে যায় চোরাকারবারীদের ওই দল ৷ ঘটনাস্থলে চিরুনি তল্লাশি চালান বিএসএফ জওয়ানরা ৷ উদ্ধার হয় 2টি সাত মিলিমিটারের পিস্তল, 4টি ম্যাগাজিন ও 12 রাউন্ড কার্তুজ ৷ উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন: পাচার পরিকল্পনা ভেস্তে গেল বিএসএফ’এর তৎপরতায়, বাজেয়াপ্ত 1 কোটির সোনার বার
সাধারণত মালদা জেলাকে করিডর হিসেবে ব্যবহার করে চোরাকারবারীরা ৷ ইন্দো-বাংলা সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা, ফেনসিডিল, জালনোট পাচারের চেষ্টার ঘটনা প্রায়শই খবরে আসে ৷ তবে আগ্নেয়াস্ত্র পাচারের ঘটনা খুব একটা ঘটে না ৷ স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ ও বিএসএফ মহলে ৷ ইতিমধ্যেই বিহারের মুঙ্গের এলাকায় অস্ত্র তৈরির একাধিক কারখানার হদিশ পেয়েছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷ মালদায় অস্ত্র তৈরির কারখানা থেকেও মুঙ্গেরের কারিগরকে গ্রেফতার করা হয়েছে ৷ পঞ্চায়েত ভোটের আগেও মালদায় অস্ত্র মজুতের ঘটনায় মুঙ্গেরের যোগসূত্র মিলেছিল ৷ তবে কি এবার মুঙ্গের থেকে আন্তর্জাতিক আগ্নেয়াস্ত্র পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে? সীমান্ত দিয়ে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টার ঘটনায় এমনই নানা প্রশ্ন দেখা দিয়েছে বিএসএফ ও পুলিশ আধিকারিকদের মধ্যে ৷