ETV Bharat / state

মালদায় 1020 বোতল কাফ সিরাপ ও 3.5 কেজি গাঁজা বাজেয়াপ্ত - কালিয়াচক থানা

গতকাল রাতে BSF জওয়ানরা বাংলাদেশ সীমান্তে এক হাজার 20টি কাফ সিরাপ বোতল, চারটি গোরু ও সাড়ে তিন কেজি গাঁজা বাজেয়াপ্ত করেন । এই নিয়ে চলতি বছরে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জওয়ানরা চার হাজার 341টি গোরু ও দু লাখ 20 হাজার 864 বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছেন ।

malda news
malda news
author img

By

Published : Sep 27, 2020, 6:38 PM IST

মালদা, 27 সেপ্টেম্বর : ফের পাচার রুখল BSF । গতরাতে দু'টি ভিন্ন ঘটনায় সীমান্ত এলাকা থেকে 1020টি কাফ সিরাপের বোতল, চারটি গোরু ও সাড়ে তিন কেজি গাঁজা বাজেয়াপ্ত করল BSF । বাজেয়াপ্ত সামগ্রীগুলি কালিয়াচক থানা ও গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে তুলে দিয়েছে BSF কর্তৃপক্ষ ।

BSF-র পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গতরাতে BSF-র 78 নম্বর ব্যাটেলিয়নের শোভাপুর BOP-তে কর্মরত জওয়ানরা দুটি প্লাস্টিকের বস্তা নদীতে ভাসতে ভাসতে বাংলাদেশের দিকে যেতে দেখেন । সন্দেহ হওয়ায় জওয়ানরা ওই প্লাস্টিকের বস্তা খুলে 700 বোতল কাফ সিরাপ উদ্ধার করেন । বাজেয়াপ্ত সামগ্রী তুলে দেওয়া হয় কালিয়াচক থানার পুলিশের হাতে ।

অন্যদিকে, BSF-র 24 নম্বর ব্যাটেলিয়নের নওদা BOP-তে কর্মরত জওয়ানরা আট-দশ জন পাচারকারীকে বস্তা নিয়ে কাঁটাতারের দিকে এগোতে দেখেন । জওয়ানরা ধাওয়া করতেই হঠাৎ আড়াল থেকে আরও পাচারকারী বেরিয়ে আসে । প্রায় 60-70 জন পাচারকারী কাঁটাতারের ওপারে বস্তা ছুড়তে থাকে । জওয়ানেরা পাচার রোখার চেষ্টা করতে পাচারকারীরা হাঁসুয়া, লাঠি ও পাথর নিয়ে জওয়ানদের উপর হামলা চালায় । আত্মরক্ষার্থে জওয়ানরা এক রাউন্ড পাম্প অ্যাকশন গান ও একটি স্টেন গ্রেনেড ছোড়েন । সেই সময় পাচারকারীরা পালিয়ে যায় । ঘটনাস্থান থেকে উদ্ধার হয় 250টি কাফ সিরাপের বোতল । তুলে দেওয়া হয় গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে ।

BSF-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই দুটি ঘটনা ছাড়াও সীমান্ত এলাকার গোপন ডেরায় হানা দিয়ে জওয়ানরা চারটি গোরু, সাড়ে তিন কেজি গাঁজা ও আরও 70 বোতল কাফ সিরাপ উদ্ধার করেছেন । উদ্ধার হওয়া গোরু ও কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য যথাক্রমে 28 হাজার 457 টাকা ও 1 লাখ 72 হাজার 916 টাকা । উদ্ধার হওয়া কাফ সিরাপ ও গাঁজা কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । চলতি বছরে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জওয়ানরা চার হাজার 341টি গোরু ও দু'লাখ 20 হাজার 864 বোতল কাফ সিরাপ উদ্ধার করেছেন ।

মালদা, 27 সেপ্টেম্বর : ফের পাচার রুখল BSF । গতরাতে দু'টি ভিন্ন ঘটনায় সীমান্ত এলাকা থেকে 1020টি কাফ সিরাপের বোতল, চারটি গোরু ও সাড়ে তিন কেজি গাঁজা বাজেয়াপ্ত করল BSF । বাজেয়াপ্ত সামগ্রীগুলি কালিয়াচক থানা ও গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে তুলে দিয়েছে BSF কর্তৃপক্ষ ।

BSF-র পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গতরাতে BSF-র 78 নম্বর ব্যাটেলিয়নের শোভাপুর BOP-তে কর্মরত জওয়ানরা দুটি প্লাস্টিকের বস্তা নদীতে ভাসতে ভাসতে বাংলাদেশের দিকে যেতে দেখেন । সন্দেহ হওয়ায় জওয়ানরা ওই প্লাস্টিকের বস্তা খুলে 700 বোতল কাফ সিরাপ উদ্ধার করেন । বাজেয়াপ্ত সামগ্রী তুলে দেওয়া হয় কালিয়াচক থানার পুলিশের হাতে ।

অন্যদিকে, BSF-র 24 নম্বর ব্যাটেলিয়নের নওদা BOP-তে কর্মরত জওয়ানরা আট-দশ জন পাচারকারীকে বস্তা নিয়ে কাঁটাতারের দিকে এগোতে দেখেন । জওয়ানরা ধাওয়া করতেই হঠাৎ আড়াল থেকে আরও পাচারকারী বেরিয়ে আসে । প্রায় 60-70 জন পাচারকারী কাঁটাতারের ওপারে বস্তা ছুড়তে থাকে । জওয়ানেরা পাচার রোখার চেষ্টা করতে পাচারকারীরা হাঁসুয়া, লাঠি ও পাথর নিয়ে জওয়ানদের উপর হামলা চালায় । আত্মরক্ষার্থে জওয়ানরা এক রাউন্ড পাম্প অ্যাকশন গান ও একটি স্টেন গ্রেনেড ছোড়েন । সেই সময় পাচারকারীরা পালিয়ে যায় । ঘটনাস্থান থেকে উদ্ধার হয় 250টি কাফ সিরাপের বোতল । তুলে দেওয়া হয় গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে ।

BSF-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই দুটি ঘটনা ছাড়াও সীমান্ত এলাকার গোপন ডেরায় হানা দিয়ে জওয়ানরা চারটি গোরু, সাড়ে তিন কেজি গাঁজা ও আরও 70 বোতল কাফ সিরাপ উদ্ধার করেছেন । উদ্ধার হওয়া গোরু ও কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য যথাক্রমে 28 হাজার 457 টাকা ও 1 লাখ 72 হাজার 916 টাকা । উদ্ধার হওয়া কাফ সিরাপ ও গাঁজা কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । চলতি বছরে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জওয়ানরা চার হাজার 341টি গোরু ও দু'লাখ 20 হাজার 864 বোতল কাফ সিরাপ উদ্ধার করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.