মালদা, 31 অক্টোবর: আগ্নেয়াস্ত্র পাচারের আগেই জোড়া সাফল্য মালদায় । বাংলাদেশে পাচারের আগেই সোমবার রাতে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করলেন বিএসএফের 70 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিএসএফ কর্তৃপক্ষ ।
অন্যদিকে, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ । ধৃতকে আজ মঙ্গলবার পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে ।
বিএসএফের পক্ষ থেকে একটি প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সোমবার রাত 12টা নাগাদ ইংরেজবাজারের পিয়াসবাড়ি আউটপোস্টে কর্মরত জওয়ানরা কয়েকজন দুষ্কৃতীকে কাঁটাতারের দিকে এগোতে দেখেন । বিষয়টি নজরে আসতেই কর্তব্যরত জওয়ানরা তাদের দিকে ধাওয়া করেন । জওয়ানদের আসতে দেখে অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা । পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি দেশি পাইপগান ও চার রাউন্ড তাজা কার্তুজ ।
আরও পড়ুন : অস্ত্র কারখানার হদিশ জয়নগরে, দু'কামরার ঘরে চলছিল ব্যবসা; ক্রেতা সেজে পর্দাফাঁস পুলিশের
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিএসএফ কর্তৃপক্ষ । বিএসএফের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এলাকায় বেআইনি পাচার রুখতে সীমান্তে কর্মরত জওয়ানরা মর্যাদা সহকারে নিজেদের দায়িত্ব পালন করছেন ।
এদিকে কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কালিয়াচক থানার পুলিশের একটি দল যদুপুর হাটখোলা এলাকায় হানা দেয় । সেখানে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজ । ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোবাইল ফোনও । ধৃত ব্যক্তির নাম তাফিজুদ্দিন শেখ । বয়স 28 বছর ৷ বাড়ি কালিয়াচকের যদুপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমনগর এলাকায় । ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেয়েছিল, সেই আগ্নেয়াস্ত্র নিয়ে কী পরিকল্পনা ছিল তা জানতে আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে ।
আরও পড়ুন : সাড়ে চার হাজার টাকার জন্য ঠিকাদারকে 'খুন', কাঠগড়ায় পরিযায়ী শ্রমিক