ETV Bharat / state

32 লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার কালিয়াচকে, পলাতক অভিযুক্ত

ফের ব্রাউন সুগার উদ্ধার কালিয়াচকে। 32 লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করল কালিয়াচক থানার পুলিশ। পুলিশি হানার আঁচ পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে সুকরু শেখ। এই ঘটনায় নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

brown sugar recovered from kaliachak
32 লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার কালিয়াচকে, পলাতক অভিযুক্ত
author img

By

Published : Jan 13, 2021, 8:45 PM IST

মালদা, 13 জানুয়ারি : ফের ব্রাউন সুগার উদ্ধার কালিয়াচকে। 32 লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করল কালিয়াচক থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল, মঙ্গলবার রাতে পুলিশের একটি দল মোজমপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকায় হানা দেয়। পুলিশের তরফে জানা গিয়েছে যে সুকরু শেখ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 1 কেজি 610 গ্রাম ব্রাউন সুগার। পাশাপাশি উদ্ধার হয়েছে ডিজিট্যাল ওয়েং মেশিন, চালুনি, পলিথিন প্যাকেট সিলিং মেশিন-সহ একটি আধার কার্ড।

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, তথ্যের ভিত্তিতে হানা দিয়ে 1 কেজি 610 গ্রাম ব্রাউন সুগার-সহ প্যাকেজিং করার নানা সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য 32 লক্ষ টাকা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশি হানার আঁচ পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে সুকরু শেখ। এই ঘটনায় নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

মালদা, 13 জানুয়ারি : ফের ব্রাউন সুগার উদ্ধার কালিয়াচকে। 32 লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করল কালিয়াচক থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল, মঙ্গলবার রাতে পুলিশের একটি দল মোজমপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকায় হানা দেয়। পুলিশের তরফে জানা গিয়েছে যে সুকরু শেখ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 1 কেজি 610 গ্রাম ব্রাউন সুগার। পাশাপাশি উদ্ধার হয়েছে ডিজিট্যাল ওয়েং মেশিন, চালুনি, পলিথিন প্যাকেট সিলিং মেশিন-সহ একটি আধার কার্ড।

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, তথ্যের ভিত্তিতে হানা দিয়ে 1 কেজি 610 গ্রাম ব্রাউন সুগার-সহ প্যাকেজিং করার নানা সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য 32 লক্ষ টাকা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশি হানার আঁচ পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে সুকরু শেখ। এই ঘটনায় নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

আরও পড়ুন : জমি বিবাদের জেরে হাতাহাতি শান্তিপুরে, গুরুতর জখম 6

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.