ETV Bharat / state

Drug Dealing in Malda: মাদক কারবারের 33 লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই ভাই - মালদার কালিয়াচকের খবর

বাড়ি থেকে উদ্ধার 33 লক্ষ 3 হাজার 100 টাকা ৷ পুলিশের অনুমান, মাদক কারবারের সঙ্গে জড়িত এই টাকা (Malda Kaliachak News)৷ ঘটনায় গ্রেফতার দুই ভাই ৷

ETV Bharat
মাদক কারবারের টাকা উদ্ধারে গ্রেফতার 2 ভাই
author img

By

Published : Feb 3, 2023, 3:43 AM IST

মালদা, 2 ফেব্রুয়ারি: 33 লক্ষ 3 হাজার 100 টাকা-সহ দুই ভাইকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ (2 Brothers Arrested of Drug Dealing)। উদ্ধার হওয়া টাকা মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে দাবি জেলা পুলিশের । বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয় । জেলা পুলিশের তরফে দেওয়া প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, কালিয়াচকের শ্রীরামপুরের বাসিন্দা ইব্রাহিম ওরফে রাজু দীর্ঘদিন ধরে ব্রাউন সুগার কারবারের সঙ্গে যুক্ত । মাদক কারবারের এই টাকা ইব্রাহিম নিজের খুড়তুতো ভাইদের বাড়িতে রাখত । সেই তথ্যের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশ শ্রীরামপুর এলাকায় হানা দেয় এদিন।

ইব্রাহিমের খুড়তুতো দুই ভাই জসিমুদ্দিন আহমেদ ওরফে আলম ও রবিউল ইসলাম ওরফে রাব্বির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 33 লক্ষ 3 হাজার 100 টাকা । গ্রেফতার করা হয় দুই ভাইকে । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 27A/29 এনডিপিএস আইনে (NDPS Act) মামলা রুজু করা হয়েছে । এই মামলা রুজু হয়েছে ইব্রাহিমের বিরুদ্ধেও । তার নামে আগেও একাধিক মামলা রয়েছে । তবে ধৃতদের সঙ্গে সরাসরি মাদক কারবারের যোগ রয়েছে কিনা তা পুলিশের তরফে এখনও জানানো হয়নি ।

Malda
উদ্ধার হওয়া টাকা

এই বিষয়ে জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, কালিয়াচকের শ্রীরামপুরের বাসিন্দা ইব্রাহিম ওরফে রাজু দীর্ঘদিন ধরে ব্রাউন সুগার কারবারের সঙ্গে যুক্ত । তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে । দীর্ঘদিন ধরে এই চক্রের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল । সম্প্রতি জানা যায়, ইব্রাহিম মাদক কারবারের টাকা খুড়তুতো ভাইয়ের বাড়িতে রেখেছে । সেই তথ্যের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশের একটি দল ইব্রাহিমের খুড়তুতো ভাইদের বাড়িতে হানা দেয় । সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 33 লক্ষ 3 হাজার 100 টাকা। উদ্ধার হওয়া টাকার সঠিক উৎস দেখাতে না-পারায় গ্রেফতার করা হয়েছে ইব্রাহিমের খুড়তুতো দুই ভাই জসিমুদ্দিন আহমেদ ও রবিউল ইসলামকে । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । পাশাপাশি একই মামলা রুজু করা হয়েছে ইব্রাহিমের বিরুদ্ধেও । আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদনে ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

আরও পড়ুন : দু'কোটি টাকার ব্রাউন সুগার-সহ কালিয়াচকে গ্রেফতার দুই

মালদা, 2 ফেব্রুয়ারি: 33 লক্ষ 3 হাজার 100 টাকা-সহ দুই ভাইকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ (2 Brothers Arrested of Drug Dealing)। উদ্ধার হওয়া টাকা মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে দাবি জেলা পুলিশের । বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয় । জেলা পুলিশের তরফে দেওয়া প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, কালিয়াচকের শ্রীরামপুরের বাসিন্দা ইব্রাহিম ওরফে রাজু দীর্ঘদিন ধরে ব্রাউন সুগার কারবারের সঙ্গে যুক্ত । মাদক কারবারের এই টাকা ইব্রাহিম নিজের খুড়তুতো ভাইদের বাড়িতে রাখত । সেই তথ্যের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশ শ্রীরামপুর এলাকায় হানা দেয় এদিন।

ইব্রাহিমের খুড়তুতো দুই ভাই জসিমুদ্দিন আহমেদ ওরফে আলম ও রবিউল ইসলাম ওরফে রাব্বির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 33 লক্ষ 3 হাজার 100 টাকা । গ্রেফতার করা হয় দুই ভাইকে । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 27A/29 এনডিপিএস আইনে (NDPS Act) মামলা রুজু করা হয়েছে । এই মামলা রুজু হয়েছে ইব্রাহিমের বিরুদ্ধেও । তার নামে আগেও একাধিক মামলা রয়েছে । তবে ধৃতদের সঙ্গে সরাসরি মাদক কারবারের যোগ রয়েছে কিনা তা পুলিশের তরফে এখনও জানানো হয়নি ।

Malda
উদ্ধার হওয়া টাকা

এই বিষয়ে জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, কালিয়াচকের শ্রীরামপুরের বাসিন্দা ইব্রাহিম ওরফে রাজু দীর্ঘদিন ধরে ব্রাউন সুগার কারবারের সঙ্গে যুক্ত । তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে । দীর্ঘদিন ধরে এই চক্রের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল । সম্প্রতি জানা যায়, ইব্রাহিম মাদক কারবারের টাকা খুড়তুতো ভাইয়ের বাড়িতে রেখেছে । সেই তথ্যের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশের একটি দল ইব্রাহিমের খুড়তুতো ভাইদের বাড়িতে হানা দেয় । সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 33 লক্ষ 3 হাজার 100 টাকা। উদ্ধার হওয়া টাকার সঠিক উৎস দেখাতে না-পারায় গ্রেফতার করা হয়েছে ইব্রাহিমের খুড়তুতো দুই ভাই জসিমুদ্দিন আহমেদ ও রবিউল ইসলামকে । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । পাশাপাশি একই মামলা রুজু করা হয়েছে ইব্রাহিমের বিরুদ্ধেও । আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদনে ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

আরও পড়ুন : দু'কোটি টাকার ব্রাউন সুগার-সহ কালিয়াচকে গ্রেফতার দুই

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.